04/06/2025
শিল্পবিপ্লবের সময় ইউরোপ মেশিন বানিয়েছে। আমরা তখন বেলুন উড়িয়েছি হাতে বাঁধা ছিলো লাল সুতো। ওরা সেন্টিমিটার মেপে কারখানা গড়েছে, আমরা পাটের দড়ি গুণে দোকান খুলেছি।
ফলাফল? পিছিয়ে পড়েছি এক শতাব্দী।
এবারও ইতিহাসের পাতা ওলটাচ্ছে, মেশিনের জায়গায় এবার AI।
এটা এমন এক প্রযুক্তি, যা শেখে, বোঝে, আপনাকে ছাড়িয়ে যেতে পারে… আপনি যদি এখনই না বোঝেন, তাহলে আপনি নিজের গল্প থেকে সরে পড়বেন।
২০২৬ সাল থেকে Meta নিজেই আপনার জন্য বিজ্ঞাপন তৈরি করবে। ছবি, ক্যাপশন, ভিডিও সব AI দেবে। আপনি শুধু “Confirm” চাপবেন। আপনার মার্কেটিং টিম তখন বিস্ময় নিয়ে শুধু তাকিয়ে থাকবে। আর যারা এই AI শেখেনি, তারা নীরব হয়ে যাবে ঠিক সেই বেকার মিস্ত্রির মতো, যার রেঞ্জার খুলে কেউ আর দেয়ালে পেরেক গাঁথে না। এমনকি যারা বড় ব্যবসায়ী তারাও ঝুঁকিতে আছেন। কারণ আপনার মার্কেটিং টিম যদি AI না বোঝে,
আপনার ব্র্যান্ড একদিন ছোট হয়ে যাবে, আর যারা AI দিয়ে কাজ করছে, তারা আপনাকে বাইপাস করে সামনে চলে যাবে।
এই AI-এর সর্বোচ্চ ব্যবহার করে আমার নতুন কোম্পানি এখন যে প্রজেক্টে হাত দিয়েছে, তা হলো বাংলাদেশের লোকাল ব্র্যান্ডগুলোকে পুরো পৃথিবীতে রপ্তানি করা। সুতা না, পোষাক না, আস্ত কোম্পানি রপ্তানি করা। আমার কাছে সব আছে। লাইসেন্স, লোকেশন, সফটওয়্যার, স্ট্র্যাটেজি, স্কেলিং একটি কোম্পানিকে গ্লোবাল করতে যা লাগে, সব।
তবে কথা একটাই, এই সুযোগ থাকবে উইন্টারের পূর্ব পর্যন্ত। কারণ উইন্টারে আমি ঘুমাবো। আমার শরীর শীতে ক্লান্ত হয়ে যায়। আমি তখন নতুন স্বপ্নে ব্যস্ত থাকি। যদি আপনি তখন আসেন, তখন দরজা খোলা থাকবে না।
আমি আমার যোগ্যতায় বিশ্বাস করি, আর আল্লাহর রহমতের উপর ভরসা রাখি। বাংলাদেশি যে সকল কোম্পানি আমার সাথে কোলাব করবে না তারা ছিটকে পরবে যেভাবে টেলিভিশন চ্যানেলগুলো ছিটকে পরেছে ইউটিউবার উত্থানে। সময় শুধু এই সামার। আর পরের সামারে.....
এই সুযোগ যাবে আফ্রিকায়।
কাটাতার ভাজ করে রাখ।
এ তাবৎ বিশ্ব আমার।
পুনশ্চঃ বিশ্বাস করেন আর না করেন, সামারে আমি পাগল থাকি।