
13/03/2021
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ''তৃমেসকস'' এর বার্ষিক বনভোজন-২০২১ সম্পন্ন হয়েছে। ১১-১২ মার্চ ২০২১ বৃহস্পতি ও শুক্রবার ছিল কর্মচারী-কর্মকর্তাদের মিলনমেলা। ১১ মার্চ বৃহস্পতিবার। যাত্রার সময় ভোর ০৫ টা। চমেক পার্কিং থেকে ছাড়া হয় সাজেকের উদ্দেশ্যে দুইটি বাস। অভিজ্ঞ বাস চালক অত্যন্ত দক্ষতার সাথে সকাল ৮টার মধ্যেই খাগড়াছড়ি পৌছালো। এবার নাস্তা সারার পালা, খাগড়াছড়ি শহরে স্বনামধন্য খাবারের হোটেল এফএনএফ রেস্টুরেন্টে। ভোর রাতের জার্নিতে সবাই ক্লান্ত, পেটেও প্রচুর ক্ষিদে। নাস্তা সেরে এবার খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু। সাজেক যেতে হলে আর্মি এসকর্টের সাথে যেতে হয়। পথে পথে বিজিবি, পুলিশ ও সেনা বাহিনীর চেকপোস্ট সুশৃক্ষলভাবে সব গাড়ীগুলো এক সাথে রওনা হয় সাজেকের উদ্দ্যেশ্যে। এক রোমাঞ্চকর অনুভুতি, পাহাড়ী রাস্তা আকাঁ বাকাঁ, উচুঁ নিচু সড়ক। পাহাড়ী রাস্তায় চলা ফেরা না থাকায় ভেতরে ভেতরে ভয়ে কোনঠাসা সবাই। সমতল থেকে এতোটা উপরে উঠে যাচ্ছে গাড়ী, চারিদিকে শুধু সবুজের সমারোহ এ যেন এক ভিন্ন জগতের চিত্র। চীর সবুজের দেশ বাংলাদেশ। এমন জায়গা আছে যেখানে পাহাড়ের চুড়াঁয় দাড়িয়ে মেঘের সমুদ্রে অবগাহন করা যায়। সাজেকের সৌন্দর্য্য উপভোগ করা হয় রুইলুই পাড়া এবং কংলাক পাহাড় থেকে। সাজেকের সকালটা একরকম সুন্দর, বিকেলটা আবার অন্যরকম, রাতে চাঁদের আলোয় যদি সাজেকের সুনসান রাস্তায় হাঁটা না হয় তবে সাজেক ভ্রমনই বৃথা! কুয়াশা ঢাকা সাজেক আবার আলাদা রকম সুন্দর। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজের দারুণ মিতালী চোখে পড়ে। আছে তিনটি হেলিপ্যাড; যা থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করা। সাজেকে একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা হচ্ছে এখানে ২৪ ঘণ্টায় প্রকৃতির তিনটা রূপই দেখা মিলে । দুদিন ব্যাপি ভ্রমনে স্বপরিবারে বেড়ানো, অনুভুতি বর্ণনা, র্যা ফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।