Izwaah-ইজওয়াহ্

Izwaah-ইজওয়াহ্ "IZWAAH " a destination of your dream attires with full of elegance & comfort! Quality is ensured in every pieces.

ছোটবেলায় আমাদের শাখাগুলোর নাম থাকতো ক শাখা, খ শাখা।  অন্যান্য স্কুলে দেখতাম, কি সুন্দর নাম দিতো! চড়ুই, দোয়েল, টিয়া,ময়না!...
23/07/2025

ছোটবেলায় আমাদের শাখাগুলোর নাম থাকতো ক শাখা, খ শাখা।

অন্যান্য স্কুলে দেখতাম, কি সুন্দর নাম দিতো! চড়ুই, দোয়েল, টিয়া,ময়না! একটু বড় হলে দিত শাপলা, পদ্ম, শিউলি।

মাইলস্টোনে গতকাল প্লেইন যেই সেকশনে ক্র‍্যাশ করে সেটারও খুব সুন্দর একটা নাম 'ছিলো'।

'Sky'

আকাশ!

মেয়েবাবুগুলা মাথার পেছনে ছোট পনিটেল করে ক্লাস আসতো" কেউ কেউ দুই বেণী করে।
ছেলেবাবুরা আসতো কৈশোরে পদার্পনের আগের যে নীরিহ মুখ, সেইটা নিয়ে! গলায় আউডি কার্ড! ওয়াটারপট আর বইখাতা ব্যাগে করে।
খাতাগুলোও নানা ঢঙের! একটা HW। একটা CW।

এই সুন্দর নামের সেকশনে ভর্তি হওয়া ২৮ জন, এদের আর কেউ বেঁ < চে নাই! হ্যাঁ,

২৮ জনের সবাই মৃ'< ত।

একটা পুরো সেকশনের সবাই!

ফিল্মে এমন হয়, না?

এক রুম ছোট ছোট বাচ্চা, হঠাৎ কেউ আর নাই!

ছোটবেলা থেকে পড়ে আসতেসি,
Twinkle Twinkle little stars
How I wonder what you are
Up above the world so high
Like a diamond in the 'SKY'!

Sky সেকশনের বাবুরা, তোমরা আকাশের সবচেয়ে উজ্জ্বল মুক্তাটা হও!
জান্নাতের সবচেয়ে সুন্দর ফুলটা তোমরা হও!🌸

©

22/07/2025

এমন ছুটিই কি চেয়েছিলো এই নিষ্পাপ বাচ্চাগুলো!! কেন তবে এভাবে চলে যেতে হলো!! 😭😭

I wonder how they call themselves '' Teacher"!!!  😑😑
22/07/2025

I wonder how they call themselves '' Teacher"!!! 😑😑

একটা প্লেন বিধ্বস্ত হলো…হাসপাতালের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র একটা ম্যাসেজ…‘Emergency at Diabari. All who are near, please...
22/07/2025

একটা প্লেন বিধ্বস্ত হলো…
হাসপাতালের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র একটা ম্যাসেজ…
‘Emergency at Diabari. All who are near, please attend.’
তারপর দেখা গেলো—কে ছুটিতে, কে বাসায়, কে ক্লান্ত ডিউটির পর বিশ্রামে—সব ভুলে
যে যেভাবে পেরেছে ছুটে এসেছে রোগীদের পাশে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের এই দৃশ্য গর্ব করার মতো।
কেউ বলে নাই, "আমি ছুটিতে", কেউ বলে নাই, "আজ আমার অফিস নাই"।
সবাই শুধু একটা কথাই বলেছে—"I’m on the way."

এইটাই ডাক্তার নামের আসল পরিচয়।
মানুষের বিপদে ছুটে আসা, নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো।

স্যালুট টু আওয়ার ডক্টরস।
এসব গল্পগুলো সবসময় আড়ালেই থাকে।

21/07/2025

🚨আপডেট:

১) বিমান বাহিনীর এফ ৭ প্রশিক্ষণ বিমান ক্র‍্যা**শ করেছে স্কুলের ভবনের উপর।
২) বিল্ডিং ক্ষতিগ্রস্থ হওয়ার থেকে বেশি হতাহত আ**গু*নে।
৩) আ**গু**নে ঝলসে গেছে বহু শিক্ষার্থী।
৪) একাধিক নি*হ*ত, তবে নিশ্চিত সংখ্যা বলা যাচ্ছে না।
৫) বিমানটি ১:০৬ এ উড্ডয়ন করে কিছুক্ষণ পরেই ক্র‍্যা*শ করে।
৬) পাইলট নি*হ*তের আশংকা, তবে নিশ্চিত নয়।
৭) সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফা*য়া*রব্রিগেড যৌথ ভাবে কাজ করছে।
৮) পোষ্ট ক্যাজুয়াল্টিতে নি*হ*তের সংখ্যা বাড়ার আশংকা।
৯) অতিরিক্ত ভীড়ের কারনে ব্যাহত হচ্ছে কার্যক্রম।
১০) প্রচুর রক্ত লাগবে, সেজন্য হাসপাতালের আশেপাশে রক্তদাতাদের প্রস্তুত থাকার আহবান।

17/07/2025

যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার পাশে ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে ৫তলায় আর গুনীজন থাকবে গাছতলায়, এটাই স্বাভাবিক।

তুচ্ছ ঘটনায় ছেলের ওপর রেগে যান বাবা। একপর্যায়ে ছেলের দিকে কাঁচি ছুরে মারেন তিনি। মুহূর্তেই কাঁচিটি ছেলের মাথায় গেঁথে যায়...
13/07/2025

তুচ্ছ ঘটনায় ছেলের ওপর রেগে যান বাবা। একপর্যায়ে ছেলের দিকে কাঁচি ছুরে মারেন তিনি। মুহূর্তেই কাঁচিটি ছেলের মাথায় গেঁথে যায়! নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। অবস্থা জটিল হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটোছুটির পর অবশেষে ভর্তি করা হয় পিজি হাসপাতালে। কিন্তু তৎক্ষণাৎ মাথা থেকে কাঁচি বের করা সম্ভব হয়নি; রাখা হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানিয়েছেন, এর চিকিৎসায় দেড় লাখ টাকার মতো খরচ হবে; ঝুঁকিও আছে। ছেলের এ অবস্থায় বাবাও ছুটাছুটি করে পাগলপ্রায়।

রাগ মানুষকে কোন পরিস্থিতিতে নিয়ে যেতে পারে ভাবা যায়! এ কারণেই হাদিসে রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষা দেওয়া হয়েছে ক্রোধ সংবরণের অনেক উপায়।

"রাগ" কখনো কখনো প্রাণনাশের কারণ হয়ে ওঠে। বহু সম্পর্ক নষ্ট হয়, আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখিন হতে হয়, মান-সম্মান ভূলুণ্ঠিত হয় রাগের কারণে। রাগ নিয়ন্ত্রণ করতে না পারায় বহু মানুষের জীবনে নেমে আসে অসহনীয় বিপর্যয়; যা থেকে পরিত্রাণ পাওয়াটা অনেক সময় অসাধ্য হয়ে ওঠে। এ কারণেই নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণকারীকে আল্লাহর পক্ষ থেকে মহা-পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন—

"যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যেকোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন।" (ইবনে মাজাহ: ৪১৮৬)।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,

"আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে, তা অন্য কিছুতে নেই।" (ইবনে মাজাহ: ৪১৮৯)।

আর পবিত্র কুরআনে বলা হয়েছে—

"তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, বস্তুত আল্লাহ সত্কর্মশীলদিগকেই ভালোবাসেন।" (সুরা আলে ইমরান: ১৩৪)

সুতরাং রাগ নিয়ন্ত্রণের অভ্যাস করুন। নিজেকে সংবরণ করুন সর্বাবস্থায়। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করুন প্রতিটি কাজ। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদের জিজ্ঞেস করলেন, "তোমাদের মধ্যে কাকে তোমরা অধিক শক্তিশালী মনে করো?" তাঁরা উত্তর দিলেন, "যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দিতে পারে।" নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "সে প্রকৃত বীর নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সে-ই প্রকৃত বীর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।" (বুখারি: ৫৬৮৪)।

©লেখা: Raqi Mahmudullah Muhib
(লেখাটি উপাকারী মনে হলে সতর্কতা ও দাওয়াহর নিয়তে লেখকের নামসহ কপি-পোস্ট করতে পারেন। নাম কেটে প্রকাশের অনুমতি নেই।)

11/07/2025

আলিয়া একবার এক টকশো তে বলেছিলো যে রানবিরের সামনে সে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে কথা বলেনা কারণ রানবীর উঁচু গলায় কথা বলা পছন্দ করেনা।

বক্তব্যটা শুনে রানবীরকে বেশ কন্ট্রোলিং ই মনে হয়েছিল। তবে রানবীরের এই নিয়মের কারণটা রিসেন্টলি একটা টকশো তেই রানবীর নিজে প্রকাশ করেছে ।

রানবীরের শৈশব থেকেই তার বাবা এতোই চিল্লাচিল্লি করতো ঘরে, যে রানবীর ছোটকাল থেকেই ট্রমাটাইজড ছিল।এবং বড় হয়েও সেই জোর গলায় কথা শুনে ভয় পাওয়াটা কাটিয়ে উঠতে পারেনি।
তাই আলিয়া নিজের উঁচু গলায় কথা বলার অভ্যাসটা ত্যাগ করেছে যাতে রানবীর তার সাথে সেইফ ফিল করে।

এই ব্যাপারে আমি দুইটা কথা বলবো-
প্রথমত, এইযে পার্টনারের ট্রমা বুঝে,পার্টনার কোন বিষয়ে ইকটু বেশি সেনসিটিভ এবং কেন এইভাবে অল্পতে রিয়েক্ট করে কোনো সামান্য কথায় কিংবা আচরণে- এই ব্যাপার গুলো বুঝা ইম্পর্ট্যান্ট। সবার ট্রমা রেসপন্স এক না, সবার কোপিং ম্যাকানিজম এক না।
তাই কোনো কিছুতে পার্টনার ট্রিগার্ড হলে সেই ব্যাপারটা থেকে দূরে থাকা, বা কম্প্রোমাইজ করাটা হেলদি রিলেশনশিপেরই লক্ষণ।কারণ রিলেশনশিপটাকে দুজনের জন্যই সেইফ স্পেস বানানো উচিত।

দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পার্টনারের এই কম্প্রোমাইজ গুলো বা ইফোর্ট গুলো বুঝা, সেটা একনলেজ করা এবং তার জন্য গ্রেটফুল থাকা।যেমনটা ইন্টার্ভিউ তে রানবির বলেছিল-"আলিয়া সারাজীবন লাউড ছিল, কিন্তু সে আমার জন্য নিজের এই পরিবর্তন টা এনেছে। এবং আমি জানি এটা সহজ ব্যাপার না।"

যেই রিলেশনশিপে পারস্পরিক কম্প্রোমাইজ এবং তার একনলেজমেন্ট থাকে- আমার চোখে সেটাই আইডিয়েল এবং হেলদি রিলেশনশিপ।

10/07/2025

মানসিক দুশ্চিন্তায় থাকলে আমাদের লিভার আপনাআপনি চিনি তৈরি করে। আপনি চিনি না খেলেও রক্তে চিনি বাড়ে ফলে ডায়েট ও ব্যায়াম করেও তলপেটের চর্বি কমানো যায় না।
দুশ্চিন্তা কমাতে অভাবে নয় প্রাপ্তিগুলোতে ফোকাস করুন।

30/06/2025

মেয়েমানুষ রূপবতী, গুনবতী হওয়ার চেয়েও ভাগ্যবতী হওয়া বেশি জরুরি!! 🙂

27/06/2025

ট্যুর বলতে মাঝেমধ্যে সুন্দরবন যাই পার্সেল আনতে!! 🥱🥱

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Izwaah-ইজওয়াহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Izwaah-ইজওয়াহ্:

Share