Izwaah-ইজওয়াহ্

Izwaah-ইজওয়াহ্ "IZWAAH " a destination of your dream attires with full of elegance & comfort! Quality is ensured in every pieces.

তুচ্ছ ঘটনায় ছেলের ওপর রেগে যান বাবা। একপর্যায়ে ছেলের দিকে কাঁচি ছুরে মারেন তিনি। মুহূর্তেই কাঁচিটি ছেলের মাথায় গেঁথে যায়...
13/07/2025

তুচ্ছ ঘটনায় ছেলের ওপর রেগে যান বাবা। একপর্যায়ে ছেলের দিকে কাঁচি ছুরে মারেন তিনি। মুহূর্তেই কাঁচিটি ছেলের মাথায় গেঁথে যায়! নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। অবস্থা জটিল হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটোছুটির পর অবশেষে ভর্তি করা হয় পিজি হাসপাতালে। কিন্তু তৎক্ষণাৎ মাথা থেকে কাঁচি বের করা সম্ভব হয়নি; রাখা হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানিয়েছেন, এর চিকিৎসায় দেড় লাখ টাকার মতো খরচ হবে; ঝুঁকিও আছে। ছেলের এ অবস্থায় বাবাও ছুটাছুটি করে পাগলপ্রায়।

রাগ মানুষকে কোন পরিস্থিতিতে নিয়ে যেতে পারে ভাবা যায়! এ কারণেই হাদিসে রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষা দেওয়া হয়েছে ক্রোধ সংবরণের অনেক উপায়।

"রাগ" কখনো কখনো প্রাণনাশের কারণ হয়ে ওঠে। বহু সম্পর্ক নষ্ট হয়, আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখিন হতে হয়, মান-সম্মান ভূলুণ্ঠিত হয় রাগের কারণে। রাগ নিয়ন্ত্রণ করতে না পারায় বহু মানুষের জীবনে নেমে আসে অসহনীয় বিপর্যয়; যা থেকে পরিত্রাণ পাওয়াটা অনেক সময় অসাধ্য হয়ে ওঠে। এ কারণেই নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণকারীকে আল্লাহর পক্ষ থেকে মহা-পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন—

"যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যেকোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন।" (ইবনে মাজাহ: ৪১৮৬)।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,

"আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে, তা অন্য কিছুতে নেই।" (ইবনে মাজাহ: ৪১৮৯)।

আর পবিত্র কুরআনে বলা হয়েছে—

"তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, বস্তুত আল্লাহ সত্কর্মশীলদিগকেই ভালোবাসেন।" (সুরা আলে ইমরান: ১৩৪)

সুতরাং রাগ নিয়ন্ত্রণের অভ্যাস করুন। নিজেকে সংবরণ করুন সর্বাবস্থায়। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করুন প্রতিটি কাজ। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদের জিজ্ঞেস করলেন, "তোমাদের মধ্যে কাকে তোমরা অধিক শক্তিশালী মনে করো?" তাঁরা উত্তর দিলেন, "যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দিতে পারে।" নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "সে প্রকৃত বীর নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সে-ই প্রকৃত বীর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।" (বুখারি: ৫৬৮৪)।

©লেখা: Raqi Mahmudullah Muhib
(লেখাটি উপাকারী মনে হলে সতর্কতা ও দাওয়াহর নিয়তে লেখকের নামসহ কপি-পোস্ট করতে পারেন। নাম কেটে প্রকাশের অনুমতি নেই।)

11/07/2025

আলিয়া একবার এক টকশো তে বলেছিলো যে রানবিরের সামনে সে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে কথা বলেনা কারণ রানবীর উঁচু গলায় কথা বলা পছন্দ করেনা।

বক্তব্যটা শুনে রানবীরকে বেশ কন্ট্রোলিং ই মনে হয়েছিল। তবে রানবীরের এই নিয়মের কারণটা রিসেন্টলি একটা টকশো তেই রানবীর নিজে প্রকাশ করেছে ।

রানবীরের শৈশব থেকেই তার বাবা এতোই চিল্লাচিল্লি করতো ঘরে, যে রানবীর ছোটকাল থেকেই ট্রমাটাইজড ছিল।এবং বড় হয়েও সেই জোর গলায় কথা শুনে ভয় পাওয়াটা কাটিয়ে উঠতে পারেনি।
তাই আলিয়া নিজের উঁচু গলায় কথা বলার অভ্যাসটা ত্যাগ করেছে যাতে রানবীর তার সাথে সেইফ ফিল করে।

এই ব্যাপারে আমি দুইটা কথা বলবো-
প্রথমত, এইযে পার্টনারের ট্রমা বুঝে,পার্টনার কোন বিষয়ে ইকটু বেশি সেনসিটিভ এবং কেন এইভাবে অল্পতে রিয়েক্ট করে কোনো সামান্য কথায় কিংবা আচরণে- এই ব্যাপার গুলো বুঝা ইম্পর্ট্যান্ট। সবার ট্রমা রেসপন্স এক না, সবার কোপিং ম্যাকানিজম এক না।
তাই কোনো কিছুতে পার্টনার ট্রিগার্ড হলে সেই ব্যাপারটা থেকে দূরে থাকা, বা কম্প্রোমাইজ করাটা হেলদি রিলেশনশিপেরই লক্ষণ।কারণ রিলেশনশিপটাকে দুজনের জন্যই সেইফ স্পেস বানানো উচিত।

দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পার্টনারের এই কম্প্রোমাইজ গুলো বা ইফোর্ট গুলো বুঝা, সেটা একনলেজ করা এবং তার জন্য গ্রেটফুল থাকা।যেমনটা ইন্টার্ভিউ তে রানবির বলেছিল-"আলিয়া সারাজীবন লাউড ছিল, কিন্তু সে আমার জন্য নিজের এই পরিবর্তন টা এনেছে। এবং আমি জানি এটা সহজ ব্যাপার না।"

যেই রিলেশনশিপে পারস্পরিক কম্প্রোমাইজ এবং তার একনলেজমেন্ট থাকে- আমার চোখে সেটাই আইডিয়েল এবং হেলদি রিলেশনশিপ।

10/07/2025

মানসিক দুশ্চিন্তায় থাকলে আমাদের লিভার আপনাআপনি চিনি তৈরি করে। আপনি চিনি না খেলেও রক্তে চিনি বাড়ে ফলে ডায়েট ও ব্যায়াম করেও তলপেটের চর্বি কমানো যায় না।
দুশ্চিন্তা কমাতে অভাবে নয় প্রাপ্তিগুলোতে ফোকাস করুন।

30/06/2025

মেয়েমানুষ রূপবতী, গুনবতী হওয়ার চেয়েও ভাগ্যবতী হওয়া বেশি জরুরি!! 🙂

27/06/2025

ট্যুর বলতে মাঝেমধ্যে সুন্দরবন যাই পার্সেল আনতে!! 🥱🥱

🔔 জুমুআ-রিমাইন্ডার ১. অন্তত ১০০ বার ইস্তেগফার(আস্তাগফিরুল্লা-হাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলা...
27/06/2025

🔔 জুমুআ-রিমাইন্ডার

১. অন্তত ১০০ বার ইস্তেগফার
(আস্তাগফিরুল্লা-হাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি)

২.অন্তত ১০০ বার দূরুদ (শুক্রবার যত বেশি দুরূদ পড়তে পারেন পারলে এক হাজার)
(সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম)

৩.এক টাকা হলেও সাদকাহ

৪.সূরা কাহাফ , সম্পূর্ণ না পারলে অন্তত প্রথম ১০ আয়াত।

৫.আসর- মাগরিবের মাঝে দোয়া করা। অনন্ত ১০ মিনিট হলেও।

বারাকাল্লাহ ফিক 💜

26/06/2025

পৃথিবীর নিকৃষ্টতম মানুষ হলো তারা,যারা অন্যের সাজানো সংসার ভেঙ্গে দেয়! 🌿

26/06/2025

টাইমলাইনে রেখে দিতে পারেন, মন খারপ থাকলে শুনবেন, শান্তি লাগবে 🌸

Try it.... 😎
26/06/2025

Try it.... 😎

কি ভয়ংকর 😓চার স্কুলছাত্রীকে বাসায় ১৮ দিন আটকে রেখে ধ'র্ষণ, শিক্ষক গ্রেফতার…..⚠️নারায়ণগঞ্জের ফতুল্লার চার স্কুলছাত্রীকে ঢ...
26/06/2025

কি ভয়ংকর 😓
চার স্কুলছাত্রীকে বাসায় ১৮ দিন আটকে রেখে ধ'র্ষণ, শিক্ষক গ্রেফতার…..⚠️

নারায়ণগঞ্জের ফতুল্লার চার স্কুলছাত্রীকে ঢাকার নিজ বাসায় ১৮ দিন আটকে রেখে ধ'র্ষণের অভিযোগে মিজানুর রহমান মিজান (৪৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে।

বুধবার (২৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানার প্রেমতলা এলাকার ফারুক মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে ওই ছাত্রীদের উদ্ধার করে শিক্ষককে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিজান ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের আর্ট ও কম্পিউটার বিভাগের খণ্ডকালীন শিক্ষক। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার সেরাল পূর্বপাড়া গ্রামে। তবে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার প্রেমতলা এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পাগলা উচ্চ বিদ্যালয়ের আর্ট ও কম্পিউটার বিভাগের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান মিজান সপ্তাহে একদিন শুক্রবার শিক্ষার্থীদের ক্লাস নেন। এ সুযোগে বিভিন্ন সময় তিনি দশম শ্রেণীর চার ছাত্রীকে ভালো আর্ট ও কম্পিউটার শেখানোর প্রলোভন দেখান।

কিশোরী বয়সের সরলমনা ছাত্রীরাও তার প্রলোভনে পড়ে শিক্ষক মিজানের মোহাম্মদপুরের বাসায় চলে যায়। সেখানে সুযোগ বুঝে শিক্ষক মিজান ওই চার ছাত্রীকে গত ৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত আটকে রেখে পর্যায়ক্রমে ধ'র্ষণ করেন।

পরবর্তীতে সেই বাসা থেকে কৌশলে এক ছাত্রী পালিয়ে এসে আটক অপর তিন ছাত্রীর অভিভাবকদের বিষয়টি জানায়। এরপর অভিভাবকরা থানায় লিখিত অভিযোগ করলে ঢাকার মোহাম্মদপুরে মিজানের বাসায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী তিন ছাত্রীকে উদ্ধার

গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে পূর্বের আরও একটি মামলা রয়েছে উল্লেখ করে ওসি আরও বলেন, ধ'র্ষণের শিকার চার ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ভুক্তভোগী ছাত্রীদের জবানবন্দি দিতে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটন করতে গ্রেফতারকৃত মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান ওসি শরিফুল ইসলাম।

নিঃশ্বাসের বিশ্বাস নেই অথচ স্বপ্নের কোন শেষ নেই....!! 🙂
26/06/2025

নিঃশ্বাসের বিশ্বাস নেই
অথচ স্বপ্নের কোন শেষ নেই....!! 🙂

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Izwaah-ইজওয়াহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Izwaah-ইজওয়াহ্:

Share