The Anaf Samer

The Anaf Samer " hello bodda..! " ( bodda means brother )

এটাই বাস্তব 🤧
22/03/2025

এটাই বাস্তব 🤧

ওই কিরে মধু মধু
18/03/2025

ওই কিরে মধু মধু

ওই কিরে রাফি ভাই দুইজনের টা দেখি সেম।🤧
17/03/2025

ওই কিরে রাফি ভাই দুইজনের টা দেখি সেম।🤧

12/03/2025

Oi kiree oi kiree...😂🤧

So sad for this man..😢
09/03/2025

So sad for this man..😢

05/03/2025

Real APT APT song..😂

First Roza done 😂
02/03/2025

First Roza done 😂

Ripon Mia  নাম আমি প্রথম শুনি The Ajaira LTD. এর 'আমায় দিও কল' গানের মাধ্যমে। আজ থেকে প্রায় ৫ বছর আগের ২০২০ সালের এই গান...
07/02/2025

Ripon Mia নাম আমি প্রথম শুনি The Ajaira LTD. এর 'আমায় দিও কল' গানের মাধ্যমে। আজ থেকে প্রায় ৫ বছর আগের ২০২০ সালের এই গান তখন ট্রেন্ডে ফাটিয়ে দিচ্ছিল, এখন পর্যন্ত ভিউ প্রায় ৩০ মিলিয়ন।

আম গাছে আম ধরে
কুমড়ো ফলে চালে
দূর থেকে কিস দিলাম
তুলে নাও গালে
বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক
তোমার সাথে গল্প করবো
আমি সারা রাত।
আই লাবিউ।

এই দুই এক লাইনের কবিতাগুলো ছিল রিপন মিয়ার মূল হাতিয়ার তখনকার সময়ে।

২০২৪-২৫ এ এসে রিপন মিয়ার পুনরুত্থান হয়েছে। এতো ভালো মানের কামব্যাক বোধ হয় বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর করতে পারে নাই।

কেন এটা এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের ইতিহাস দেখলেই বুঝবেন। কেউ একজন ট্রেন্ড থেকে সরে ইরেলেভেন্ট হয়ে গেছে আর এর পর এইরকম দূর্দান্তভাবে ফেরত এসেছে এমন ঘটনা খুবই কম, তাও সেইম জনরার ভিডিওতে।

রিপন মিয়া নিজেকে অ্যাডাপ্ট করেছেন। এবার তাঁর মূল শক্তি ছিল শর্টস বা রিলস। উনার মাধ্যমেই বুঝেছি বাংলাদেশের মানুষ যেমন ল্যাম্বরগিনির পাশে দাঁড়িয়ে ভিডিও, দামি হোটেল বা রিসোর্টে দুই রাতের ভিডিও, এইরকম চাকচিক্যময় ভিডিও দেখে, তেমনি একদম সাধারণ একজন মানুষ শীতের সকালে উঠে দাঁত মাজছে ছাই দিয়ে, পিঠা খাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে বরইয়ের ভর্তা খাচ্ছে, এসব ভিডিও করেও যে ভিউজ আনা সম্ভব এটা রিপন মিয়া দেখিয়ে দিয়েছেন। তার সাথে এবার তিনি কোল্যাব করছেন অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে। এস পি ক্রিয়েশন, রাফসান দ্য ছোটোভাই ইতোমধ্যে তার সাথে ভিডিও বানিয়ে ফেলেছে। শুধু শর্ট বা রিলেই থেমে থাকেন নি। ইউটিউবে লং ফরম্যাট ভিডিও ব্লগ বা ভ্লগও ছাড়ছেন খুবই প্রফেশনালি। বোঝা যায়, হয় তার সোশাল মিডিয়াকে বোঝার ব্রেন টা খুব ভালো অথবা তার আশে পাশে যারা আছেন তারা তাকে খুব ভালোভাবে গাইড করছেন।

যেসব কন্টেন্ট ক্রিয়েটর ক্রস ক্লাস পেনেট্রেশান করতে পারে তাদের আমি একটু আলাদা চোখে দেখি। ক্রস ক্লাস বলতে আপনি খুবই সাধারণ লোয়ার ক্লাস সিটিজেন কিন্তু আপনি যা করেন, আপনার কন্টেন্ট আপার ক্লাসের মানুষজনও দেখছে। তেমনি উল্টাটাও হতে পারে, আপার ক্লাসের মানুষের দৈনন্দিন জীবনের ভিডিও লোয়ার ক্লাসের মানুষজন দেখছে, যেটাই আসলে বেশী হয়, তবে রিপন মিয়া স্রোতের বিপরীতে খেলে দেখিয়ে দিয়েছেন।

রিপন মিয়ার পুনরুত্থান বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে একটা বিপ্লব হয়তো নাও হতে পারেন, তবে তিনি যা করে দেখিয়েছেন, সেটা সবার পক্ষে সম্ভব না।

এটাই বাস্তব। হা হা হা।

15/12/2024

আাপা কে ছাড়া জীবনের প্রথম ১৬ ডিসেম্বর।😭

27/10/2024

বেশি না শুধু ৪ টা 😂

05/09/2024

অনেক কষ্ট...🤧

Address

Chittagong

Telephone

+8801831517626

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Anaf Samer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Anaf Samer:

Share