
04/09/2024
সবাই সাবধান , সতর্ক থাকুন
এই স্ক্যামার পেজ গুলো এখন ডঃ ইউনুস স্যার এর ভিডিও কে ভয়েস পরিবর্তন করে মানুষকে বোকা বানাচ্ছে। আমার ভিডিও দিয়েও ও এমন কাজ করছে অনেক দিন ধরে।এই পর্যন্ত ৫০০+ ভিডিও স্ট্রাইক দিয়েছি। এরপরেও তারা নতুন নতুন ভিডিও আপ দিয়েই যাচ্ছে। সবাই এদের থেকে সাবধান। এইরকম ভিডিও পেলেই রিপোর্ট করে দিবেন। আমার কোন ভিডিও পেলে লিংক আমার এই পোস্ট এ দিন আমি স্ট্রাইক দিয়ে ব্লক করে দিব।