Nil's diary

Nil's diary ❣️I Love MY Dad & Mom❣️

15/08/2025

💢একদিনে কত কিছুই না হল!!

একটা অভিজ্ঞতা শেয়ার করছি।কুমিল্লা থেকে চট্টগ্রাম আসব।তাই সব কাজ মোটামুটি শেষ করে স্নান করতে যাব দেখি পানি নেই।তখন বাজে ১২:৩০।আগে থেকে কিছু বলে নি জমিদার। পানির নাকি কি নল ঠিক করছে।সে পানি আসল ৩:০০টায়।তারপর স্নান করে যা যা কাজ বাকি ছিল করে নিলাম।এমন সময় ছেলেটা দৌড় দিতে গিয়ে হাত থেকে মোবাইলটা ফেলে দিল।মোবাইলটা হাতে নিয়ে দেখি টার্চ নষ্ট হয়ে গিয়েছে।তখন বাজে ৪:৪০।আমার হাসবেন্ড আমার কলের অপেক্ষায় বসে আছে।আমি কল দিলে অফিস থেকে বাসায় আসবে।অনেকক্ষণ বসে থাকার পর পাঁচ তলা থেকে নিচে নেমে জমিদারের মোবাইল থেকে কল দিলাম।আমরা ৫:৫০ এ বের হলাম।বের হওয়ার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হল যে আমরা ২মিনিটে ভিজে স্নান করে ফেলেছি। ৬টায় টাইম স্কয়ারে গিয়ে সৌদিয়া গাড়ির ২টা টিকেট কেটে রাখলাম।সন্ধ্যা ৬:৩০ একটা গাড়ি আসলো কিন্তু সিট নেই বলে চলে গেল।তারপর আরেকট গাড়ি আসল ৭:৩০ এ ওরা বললো সিট নেই।তখন ওদের সাথে বেশ কতক্ষণ তর্ক করলাম।টিকেট কেটে রাখার পরও সিট রাখে নি।ঐখান থেকে বের হয়ে বিশ্বরোড গেলাম।৮:১০ এ গ্রাম বাংলা গাড়িতে উঠলাম।গাড়ি ফেনী মহিপাল গিয়ে ২০মিনিট দাড়িয়েছিল তখন ৯:৩০টা।ঐখানে একটা লোক নেশা করে গাড়িতে উঠে উল্টা পাল্টা কথা বলছিল।পরে নামিয়ে দিয়েছে। এরপর গাড়ি চলতে শুরু করলো।চট্টগামের সীতাকুন্ডুর ঐখানে আসলাম জ্যামে পরলাম।টানা দুই ঘন্টা জ্যামে বসে থাকলাম।জ্যামের কারণ ডিপুর গাড়ি বের হচ্ছে আর ডুকছে। আর একটা কারণ গাড়ি এক্সিডেন্ট।ড্রাইভারটা সাথে সাথে মারা গিয়েছিল।অবশেষে রাত ১টায় বাসায় আসলাম।যেখানে কুমিল্লা থেকে চট্টগ্রামের অলংকার আসতে ২ঘন্টা ৩০মিনিট লাগে।সেখানে আমাদের ৭ঘন্টা লেগে গেলো।যখন খারাপ কিছু হয় তখন সবকিছুই একসাথে খারাপ হতে থাকে।এই একদিনে কত কিছুই না দেখলাম।

💬কেউ বৃহস্পতিবার ঢাকার ঐদিক থেকে চট্টগ্রাম আসতে চান অবশ্য ৫টার মধ্যে গাড়িতে উঠে যাবার চেষ্টা করবেন। না হয় জ্যামে পড়বেন।
🙏ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম।
#

একটা সময়ের পর দেখা যায় আমাদের সব থেকে কাছের বন্ধু হয় আমাদের মা।বাবাকে সব কথা বলা না গেলেও মাকে কিন্তু সব কিছু বলা যায...
13/08/2025

একটা সময়ের পর দেখা যায় আমাদের সব থেকে কাছের বন্ধু হয় আমাদের মা।বাবাকে সব কথা বলা না গেলেও মাকে কিন্তু সব কিছু বলা যায়।যখন আমরা মা হই তখন আমাদের সন্তানরা হয় আমাদের সব থেকে কাছের বন্ধু। আমার মনে হয় মা আর সন্তান এই দুজনকে বন্ধুত্বের লিস্টে সবার উপরে রাখা উচিত।

12/08/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

আমরা ২৪ সালে গিয়েছিলাম।প্রকৃতি তখন কি সুন্দর আর মনোমুগ্ধকর ছিলো। আর এখন সে জায়গাটা মরুভূমিতে পরিণত হয়েছে।ভেবেও খুব খারাপ...
11/08/2025

আমরা ২৪ সালে গিয়েছিলাম।প্রকৃতি তখন কি সুন্দর আর মনোমুগ্ধকর ছিলো। আর এখন সে জায়গাটা মরুভূমিতে পরিণত হয়েছে।ভেবেও খুব খারাপ লাগছে।

11/08/2025

কি সুন্দর তাই না❤️❤️

10/08/2025

Golden Spoon Buffet Restaurant

🍽️Dinner Time🍽️ Golden Spoon Buffet Restaurant
09/08/2025

🍽️Dinner Time🍽️ Golden Spoon Buffet Restaurant

08/08/2025

গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অন্যদেরও জানাতে চাইলে নিজের আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারো।

🍽️আমাদের  ঘরে Weather Demand বলতে কিছু হয় না।নিচের মহাশয় যখন চাইবেন তখনই রান্না করতে হয়।
08/08/2025

🍽️আমাদের ঘরে Weather Demand বলতে কিছু হয় না।নিচের মহাশয় যখন চাইবেন তখনই রান্না করতে হয়।

04/08/2025

আমাদের গেছে যেদিন—একেবারেই কি গেছে?”
রবীঠাকুরের এই কবিতা আবার মনে পড়ে গেছে দেব-শুভশ্রীর ভক্তদের। ✨

অনেক বছর পর আবারও এক মঞ্চে,
যেখানে প্রেম নেই, শুধু পুরনো ভালোবাসার স্মৃতি 💔
হৃদয়ের গহীনে অমলিন থেকে গেছে,
এক ঝলকে সবার মনে ফিরে আসে সেই দিনগুলো। 🌟

মানুষ ভালোবাসে তাদের কারণ,
তাদের কাহিনি শুধু প্রেমের নয়,
এটা গল্প তাদের, যাদের ভালোবাসা সত্য ছিল একসময়, ❤️‍🔥
এখনও তারা দাঁড়িয়ে আছে—দূরত্বের মাঝেও শ্রদ্ধার বন্ধনে। 🤝

🖌Rituparna Adhikary

Address

Chittagong

Telephone

+8801400842350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nil's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share