15/08/2025
💢একদিনে কত কিছুই না হল!!
একটা অভিজ্ঞতা শেয়ার করছি।কুমিল্লা থেকে চট্টগ্রাম আসব।তাই সব কাজ মোটামুটি শেষ করে স্নান করতে যাব দেখি পানি নেই।তখন বাজে ১২:৩০।আগে থেকে কিছু বলে নি জমিদার। পানির নাকি কি নল ঠিক করছে।সে পানি আসল ৩:০০টায়।তারপর স্নান করে যা যা কাজ বাকি ছিল করে নিলাম।এমন সময় ছেলেটা দৌড় দিতে গিয়ে হাত থেকে মোবাইলটা ফেলে দিল।মোবাইলটা হাতে নিয়ে দেখি টার্চ নষ্ট হয়ে গিয়েছে।তখন বাজে ৪:৪০।আমার হাসবেন্ড আমার কলের অপেক্ষায় বসে আছে।আমি কল দিলে অফিস থেকে বাসায় আসবে।অনেকক্ষণ বসে থাকার পর পাঁচ তলা থেকে নিচে নেমে জমিদারের মোবাইল থেকে কল দিলাম।আমরা ৫:৫০ এ বের হলাম।বের হওয়ার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হল যে আমরা ২মিনিটে ভিজে স্নান করে ফেলেছি। ৬টায় টাইম স্কয়ারে গিয়ে সৌদিয়া গাড়ির ২টা টিকেট কেটে রাখলাম।সন্ধ্যা ৬:৩০ একটা গাড়ি আসলো কিন্তু সিট নেই বলে চলে গেল।তারপর আরেকট গাড়ি আসল ৭:৩০ এ ওরা বললো সিট নেই।তখন ওদের সাথে বেশ কতক্ষণ তর্ক করলাম।টিকেট কেটে রাখার পরও সিট রাখে নি।ঐখান থেকে বের হয়ে বিশ্বরোড গেলাম।৮:১০ এ গ্রাম বাংলা গাড়িতে উঠলাম।গাড়ি ফেনী মহিপাল গিয়ে ২০মিনিট দাড়িয়েছিল তখন ৯:৩০টা।ঐখানে একটা লোক নেশা করে গাড়িতে উঠে উল্টা পাল্টা কথা বলছিল।পরে নামিয়ে দিয়েছে। এরপর গাড়ি চলতে শুরু করলো।চট্টগামের সীতাকুন্ডুর ঐখানে আসলাম জ্যামে পরলাম।টানা দুই ঘন্টা জ্যামে বসে থাকলাম।জ্যামের কারণ ডিপুর গাড়ি বের হচ্ছে আর ডুকছে। আর একটা কারণ গাড়ি এক্সিডেন্ট।ড্রাইভারটা সাথে সাথে মারা গিয়েছিল।অবশেষে রাত ১টায় বাসায় আসলাম।যেখানে কুমিল্লা থেকে চট্টগ্রামের অলংকার আসতে ২ঘন্টা ৩০মিনিট লাগে।সেখানে আমাদের ৭ঘন্টা লেগে গেলো।যখন খারাপ কিছু হয় তখন সবকিছুই একসাথে খারাপ হতে থাকে।এই একদিনে কত কিছুই না দেখলাম।
💬কেউ বৃহস্পতিবার ঢাকার ঐদিক থেকে চট্টগ্রাম আসতে চান অবশ্য ৫টার মধ্যে গাড়িতে উঠে যাবার চেষ্টা করবেন। না হয় জ্যামে পড়বেন।
🙏ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম।
#