09/08/2024
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ( অফিসিয়াল গ্রুপ)
#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিষদ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান দেশের পরিস্থিতিতে আপনারা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন দেশকে কিভাবে সংস্কার করা যায়, ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে বাজার মনিটরিং করা যদিও এই সমস্ত কাজে কেউ পেশাদারী নন তারপরেও আলহামদুলিল্লাহ্ আপনারা করে যাচ্ছেন আল্লাহ আপনাদের ন্যায়প্রতিষ্ঠা এবং সৎ উদ্বেগ কবুল করুক। কিন্তু পরিতাপের বিষয় হল, ট্রাফিক কন্ট্রোলে সাধারণ মানুষের মাঝে কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যা পরবর্তীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাতের বেলায় চট্রগ্রাম শহরে ট্রাফিক কন্ট্রোল এর নামে কিছু অল্প বয়সী ছেলে ৭/৮ জন করে একই সাথে, যারা কোন ছাত্র না, স্থানীয় কিছু সংগঠনের সাথে জড়িত এবং তাদের হাতে লাঠি, তারা প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার এর উদ্দেশে বিভিন্ন গাড়ি রাস্তার মাঝেই সিগন্যাল দিয়ে চেক করার নামে গাড়ির ভিতর যাত্রীর পরিচয় চেক করছে, দেখা যাচ্ছে ১০ থেকে ২০ গজ পর পর এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে প্রতিটা গাড়িকেই, এতে করে অহেতুক জ্যাম সৃষ্টি হচ্ছে এক এক জন এক এক কারন দেখিয়ে গাড়ি থামায়, ওদের মধ্যে কেউ বলে ওদের লোক কিডন্যাপ হয়েছে, ঠিক ৫ গজ সামনে যেতেই আবার আরেক গ্রুপ থামায় কারন দেখাচ্ছে ওরা নাকি কোন গাড়িতে পিস্তল পেয়েছে, গাড়ির ভিতর উঁকি দিয়ে জিজ্ঞাসা করছে পরিচয়, কথায় গিয়েছে, কথায় যাচ্ছে এই সব অপ্রোয়জনীয় প্রশ্ন, আবার কেউ বলে গাড়ির ভিতরের লাইট যেন জালিয়ে রাখা হয়, ৫/১০ এর ভিতর এভাবে গাড়ি থামালে কি অবস্থা হয় শহর এর ব্যস্ততম রাস্তায়?! এখন আমার প্রশ্ন হল ওরা কাকে খুঁজছে?? চেক কি এভাবে করে চেহারা দেখেই শেষ? তো, আমার ধারনা যেটা, সম্ভবত ওরা বিগত স্বৈরশাসক এর সময়ের স্বৈরশাসক সমর্থিত বা দায়িত্বপ্রাপ্তে যারা ছিলো যারা বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে তাদের ধরার জন্য চেক এর নামে বিভিন্ন কারন দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। আমি এই জন্য শুরুতেই 'প্রতিহিংসা' এবং 'আধিপত্য' শব্দটি ব্যবহার করেছি। এখন এদের কন্ট্রোল করবে কে??? দেশে তো এখন প্রশাসন নাই এই সুজুগটাই কাজে লাগাচ্ছে, এতে করে সাধারণ মানুষ বিব্রতবোধ করছে। নৈরাজ্য তো বন্ধ হচ্ছে না!! এভাবে চলতে থাকলে অসংখ্য ছাত্র, সাধারণ মানুষের আন্দোলন ও রক্তের বিনিময়ে যে স্বৈরশাসক হতে স্বাধীন হয়েছে দেশ তা বৃথা যেতে পারে। সুতরাং আমি মুলে যে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিষদ' আছে এবং সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে একটি সুশৃঙ্খল পদক্ষেপ নেওয়া।
আমি ভুক্তভুগী
চট্রগ্রাম হতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ( অফিসিয়াল গ্রুপ)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (Unofficial Group)