MRS29

MRS29 All Graphical Printing Service & Digital platform. Affordable zones that satisfy you.
(1)

MRS also conducting Hajj and Umrah activities with the 'Emdadia Hajj Kafila' Company for a long time.
13/08/2025

MRS also conducting Hajj and Umrah activities with the 'Emdadia Hajj Kafila' Company for a long time.

If You Need🤗
12/08/2025

If You Need🤗

09/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ( অফিসিয়াল গ্রুপ)
#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিষদ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান দেশের পরিস্থিতিতে আপনারা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন দেশকে কিভাবে সংস্কার করা যায়, ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে বাজার মনিটরিং করা যদিও এই সমস্ত কাজে কেউ পেশাদারী নন তারপরেও আলহামদুলিল্লাহ্‌ আপনারা করে যাচ্ছেন আল্লাহ আপনাদের ন্যায়প্রতিষ্ঠা এবং সৎ উদ্বেগ কবুল করুক। কিন্তু পরিতাপের বিষয় হল, ট্রাফিক কন্ট্রোলে সাধারণ মানুষের মাঝে কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যা পরবর্তীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাতের বেলায় চট্রগ্রাম শহরে ট্রাফিক কন্ট্রোল এর নামে কিছু অল্প বয়সী ছেলে ৭/৮ জন করে একই সাথে, যারা কোন ছাত্র না, স্থানীয় কিছু সংগঠনের সাথে জড়িত এবং তাদের হাতে লাঠি, তারা প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার এর উদ্দেশে বিভিন্ন গাড়ি রাস্তার মাঝেই সিগন্যাল দিয়ে চেক করার নামে গাড়ির ভিতর যাত্রীর পরিচয় চেক করছে, দেখা যাচ্ছে ১০ থেকে ২০ গজ পর পর এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে প্রতিটা গাড়িকেই, এতে করে অহেতুক জ্যাম সৃষ্টি হচ্ছে এক এক জন এক এক কারন দেখিয়ে গাড়ি থামায়, ওদের মধ্যে কেউ বলে ওদের লোক কিডন্যাপ হয়েছে, ঠিক ৫ গজ সামনে যেতেই আবার আরেক গ্রুপ থামায় কারন দেখাচ্ছে ওরা নাকি কোন গাড়িতে পিস্তল পেয়েছে, গাড়ির ভিতর উঁকি দিয়ে জিজ্ঞাসা করছে পরিচয়, কথায় গিয়েছে, কথায় যাচ্ছে এই সব অপ্রোয়জনীয় প্রশ্ন, আবার কেউ বলে গাড়ির ভিতরের লাইট যেন জালিয়ে রাখা হয়, ৫/১০ এর ভিতর এভাবে গাড়ি থামালে কি অবস্থা হয় শহর এর ব্যস্ততম রাস্তায়?! এখন আমার প্রশ্ন হল ওরা কাকে খুঁজছে?? চেক কি এভাবে করে চেহারা দেখেই শেষ? তো, আমার ধারনা যেটা, সম্ভবত ওরা বিগত স্বৈরশাসক এর সময়ের স্বৈরশাসক সমর্থিত বা দায়িত্বপ্রাপ্তে যারা ছিলো যারা বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে তাদের ধরার জন্য চেক এর নামে বিভিন্ন কারন দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। আমি এই জন্য শুরুতেই 'প্রতিহিংসা' এবং 'আধিপত্য' শব্দটি ব্যবহার করেছি। এখন এদের কন্ট্রোল করবে কে??? দেশে তো এখন প্রশাসন নাই এই সুজুগটাই কাজে লাগাচ্ছে, এতে করে সাধারণ মানুষ বিব্রতবোধ করছে। নৈরাজ্য তো বন্ধ হচ্ছে না!! এভাবে চলতে থাকলে অসংখ্য ছাত্র, সাধারণ মানুষের আন্দোলন ও রক্তের বিনিময়ে যে স্বৈরশাসক হতে স্বাধীন হয়েছে দেশ তা বৃথা যেতে পারে। সুতরাং আমি মুলে যে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিষদ' আছে এবং সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে একটি সুশৃঙ্খল পদক্ষেপ নেওয়া।

আমি ভুক্তভুগী
চট্রগ্রাম হতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ( অফিসিয়াল গ্রুপ)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (Unofficial Group)


https://www.upwork.com/freelancers/~0122973c22262dc51f?mp_source=share  ゚
21/06/2024

https://www.upwork.com/freelancers/~0122973c22262dc51f?mp_source=share




View Mahmudur Rahman S. profile on Upwork, the world’s work marketplace. Mahmudur Rahman is here to help: Data Extraction/ETL | Digital Literacy, Computer Skills, Literacy. Check out the complete profile and discover more professionals with the skills you need.

🎈🎈🎈🛒🛒🛒🛒🛒🛒🎁🎁🎁🎁🎉🎉🎉🎉🎊🎊    ゚
18/06/2024

🎈🎈🎈🛒🛒🛒🛒🛒🛒🎁🎁🎁🎁🎉🎉🎉🎉🎊🎊








MRS29 এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ এর শুভেচ্ছা।"ঈদ মুবারাক"
16/06/2024

MRS29 এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ এর শুভেচ্ছা।
"ঈদ মুবারাক"

উদ্যোক্তা হওয়া হচ্ছে মাতৃত্বের স্বাদ গ্রহনের মতন। একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার বিষয়টি পেটে একটি বাচ্চা ধারণ করার মতই...
15/10/2023

উদ্যোক্তা হওয়া হচ্ছে মাতৃত্বের স্বাদ গ্রহনের মতন।

একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার বিষয়টি পেটে একটি বাচ্চা ধারণ করার মতই। আমাদের মা ও বোনরা জানেন ১০ মাস (কখনো ৭ মাস) কি পরিমাণ কষ্ট, ত্যাগ, ঘুমহীন রাত, অজানা আতংক, মৃত্যুভয়, স্বাভাবিক জীবন যাত্রা জলাঞ্জলি দিয়ে সন্তান ধারনের সিদ্ধান্ত নেন!!! আপনার উদ্যোগও ঠিক তেমনই।

সন্তান জন্মের পর শিশুকে যেভাবে লালন পালন ও যত্ন করতে হয়, রাত জেগে সেবা করতে হয়, একইভাবে আপনার ব্যবসাকেও বড় করার জন্য একই ত্যাগ, পরিশ্রম ও মানসিকতা নিয়ে লালন পালন করতে হয়।

আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আপনার বেবি!
দাঁড়াতে গিয়ে হোঁচট খাবে, পরে যাবে, আবার দাঁড়াবে, আবার পরবে... আবার একদিন দাঁড়াতে শিখবে... তারপর দৌড়াবে!

©
Febrifly Apparels

13/07/2023

Febrifly Apparels











08/05/2023

Life is a football game & We are the football. Never mind the kicks of people, B,coz without kicks we may not reach the GOAL..!

04/04/2023
24/03/2023

যে ব্যাক্তি মিথ্যা কথা এবং কাজ পরিত্যাগ করেনি তার পানাহার ত্যাগে তথা তাহার রোজা আল্লাহর কোন প্রয়োজন নেই"
(আবু দাউদ)

Address

Ishan Mohajon Road. 10 No, North Kattali, Badamtali, Akborshah, Chattogram
Chittagong
4217

Telephone

+8801818570969

Website

Alerts

Be the first to know and let us send you an email when MRS29 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share