Message of Hafiz

Message of Hafiz "In a world full of noise, find the serenity of Islam. Learn, reflect, and grow with us."

26/09/2025

পাগলের উগ্র আচরণ সহ্য করেও তাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন এই ভাইগুলো, শেষে কিন্তু অনেক খুশি হয়েছেন পাগলটি 🙂 ভাইদের সেলুট 😊

কি অদ্ভুত!!😥বিকেলে বাবা চলে গেলেন না-ফেরার দে-শে !! ঠিক তখনই রাতে এলো এক নতুন প্রা-ণে-র আগমন। না পারলো বাবা মেয়েকে দেখতে...
25/09/2025

কি অদ্ভুত!!😥
বিকেলে বাবা চলে গেলেন না-ফেরার দে-শে !! ঠিক তখনই রাতে এলো এক নতুন প্রা-ণে-র আগমন।
না পারলো বাবা মেয়েকে দেখতে,, না পারলো মেয়ে বাবাকে দেখতে, কয়েকটি ঘণ্টা ব্যবধান মাত্র। 🥹🥹
( আল্লাহ উত্তম পরিকল্পনাকারী)
আল্লাহ তাকে জান্নাতবাসী করুক ।🤲

কতটা জঘন্য বর্বর, শরীয়াহ আইন কইলেই সমস্যা। কক্সবাজারে বেড়াতে গিয়ে অপহরণের শিকার। প্রাণ বাঁচিয়ে কোনো রকমে বিজিবির কাছে পৌ...
25/09/2025

কতটা জঘন্য বর্বর, শরীয়াহ আইন কইলেই সমস্যা।
কক্সবাজারে বেড়াতে গিয়ে অপহরণের শিকার। প্রাণ বাঁচিয়ে কোনো রকমে বিজিবির কাছে পৌঁছালে বেরিয়ে আসে এক ভয়াবহ জগতের সন্ধান! উদ্ধার করা হয় আরো ৮৩ জনকে। রীতিমতো শিউরে ওঠার মতো এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। একে একে বেরিয়ে এসেছে মানব পাচারের এক ভয়ানক চক্রের সন্ধান।

দেশের এক সংবাদমাধ্যমের বিশেষ প্রতিবেদনে উঠে আসে এই ভয়াবহ অধ্যায়। কুষ্টিয়ার কুমারখালীর পান্টি গ্রামের রেজাউল করিম বেড়াতে এসেছিলেন কক্সবাজারের টেকনাফে। হোটেল আল করমে ওঠার পর অচেনা এক দুঃস্বপ্নে পড়েন তিনি। ৭ সেপ্টেম্বর স্থানীয় এক ব্যক্তি মো. আমিন যিনি হোটেলের সাবেক ম্যানেজার, তিনি রেজাউলকে অপহরণ করে ৫০ হাজার টাকায় পাচারকারীদের হাতে তুলে দেন।

সেই থেকেই শুরু হয় তার বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতা।
রেজাউলকে প্রথমে টেকনাফ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের ঝরনা চত্বর থেকে অপহরণ করে পাহাড়ি আস্তানায় নিয়ে যাওয়া হয়। চোখ বাঁধা অবস্থায় বুঝতেও পারেননি কোথায় যাচ্ছেন। পরে মুক্তিপণের দাবিতে টানা ১৩ দিন তাকে নির্যাতন করা হয়।

শেষ পর্যন্ত আরো একদল পাচারকারীর কাছে বিক্রি করার পথে জীবন হাতে নিয়ে পাহাড় থেকে পালিয়ে যান তিনি। সরাসরি বিজিবি ক্যাম্পে গিয়ে আশ্রয় নিলে শুরু হয় পুরো ঘটনার মোড় ঘোরা।

রেজাউলের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ার গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ ৮৩ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতরা সবাই সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের উদ্দেশ্যে সেখানে আটকে রাখা হয়েছিল। এসময় তিন মানব পাচারকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এবং র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
পালিয়ে বাঁচা রেজাউল করিম জানান, “চোখের বাঁধন খোলার পর দেখি চারপাশে দুই শতাধিক মানুষ আটক। সেখানে টাকার বিনিময়ে মানুষ কেনাবেচা হয়। সন্ধ্যা নামলেই শুরু হতো নির্যাতন। এক পর্যায়ে আমার পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে পাচারকারীরা। যেদিন পালিয়ে আসি সেদিনও অন্তত ২৫০ জন ছিল সেই আস্তানায়।”

তিনি আরো জানান, এখনো শতাধিক মানুষ বন্দি অবস্থায় রয়েছে, যাদের উদ্ধার করা না গেলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

যে হোটেল থেকে শুরু হয় রেজাউলের ভয়াবহ অধ্যায়, সেই হোটেল আল করমের মালিক মোহাম্মদ আলী জানান, হোটেলটি পারিবারিক সম্পত্তি হলেও ১০ বছরের জন্য অন্যদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমিন দুই বছর আগে ম্যানেজারের পদ থেকে বাদ পড়েছিল। বর্তমানে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”

একই আস্তানা থেকে টেকনাফের নয়াপাড়ার বাসিন্দা আয়েশা খাতুনও উদ্ধার হন। ঘুরতে গিয়ে অপহৃত হয়ে তিনি ছয় দিন বন্দিদশায় কাটান। নির্যাতনের স্মৃতি বর্ণনা করতে গিয়ে আয়েশা বলেন, “ঝুপড়ি ঘরে গাদাগাদি করে রাখা হয়েছিল। মুক্তিপণ না পেলে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচার সুযোগ থাকত না।”

মুন্সীগঞ্জের অমিত হাসান ও মানিক মিয়াও একইভাবে প্রতারণার শিকার হন। পরিচিত এক কক্সবাজারবাসীর আমন্ত্রণে টেকনাফে এসে তারা পাচারকারীদের হাতে ধরা পড়েন। ২০ দিন পাহাড়ি আস্তানায় আটকে থাকার পর র‍্যাব-বিজিবির অভিযানে তারা মুক্তি পান।

এখানেই সীমাবদ্ধ নয়, রোহিঙ্গা শিবির থেকেও প্রলোভনে আনা হচ্ছে অনেক শরণার্থীকে। উদ্ধার হওয়া ৮৪ জনের মধ্যে ৬৬ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের অনেককে মালয়েশিয়া বা থাইল্যান্ডে উন্নত জীবনযাপন ও চাকরির প্রলোভন দেখিয়ে আনা হয়। আবার কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়েও ফাঁদে ফেলা হয়।

উখিয়ার বালুখালী ক্যাম্পের দুই রোহিঙ্গা যুবক মোহাম্মদ এনাম ও আমিন বাহার জানান, তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার আশায় পাহাড়ে এসেছিলেন। কিন্তু সেখানে ১০ দিন আটক রেখে মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনা উন্মোচন হতেই টানা ১২ ঘণ্টার অভিযানে যৌথ বাহিনী পাচারকারীদের তিন রাউন্ড গুলির মুখেও কৌশলে ভুক্তভোগীদের অক্ষতভাবে উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া পাচারকারীরা হলেন—আবদুল্লাহ (২১), সাইফুল ইসলাম (২০) ও মো. ইব্রাহিম (২০)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বন্দুক, ধারালো অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘টেকনাফের পাহাড়ে কয়েকটি সক্রিয় মানব পাচারকারী গ্রুপ কাজ করছে। এর নেতৃত্বে আছেন হোসেন, সাইফুল ও নিজাম নামের তিনজন, যারা আন্তর্জাতিক পাচার চক্রের মূল হোতা।’ স্থানীয় জনপ্রতিনিধি ও রোহিঙ্গা ক্যাম্পের কিছু চক্রও পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে নদী ও পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১২ পাচারকারীকে। অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র : বাংলা ট্রিবিউন

ম্যাচ শুরু হওয়ার আগে এই পোস্টে ১ হাজার হা হা রিয়েক্ট পড়লে ভারত হাড়বে 😀 Start.
24/09/2025

ম্যাচ শুরু হওয়ার আগে এই পোস্টে ১ হাজার হা হা রিয়েক্ট পড়লে ভারত হাড়বে 😀 Start.

ময়মনসিংহ টাউনহলে গত ১৭ তারিখ রাতে বৃষ্টিতে ২ বা"চ্চা নিয়ে শুয়ে ছিলো এক মা। ময়মনসিংহ এবং ময়মনসিংহের বাহিরে অনেক মানুষের ন...
24/09/2025

ময়মনসিংহ টাউনহলে গত ১৭ তারিখ রাতে বৃষ্টিতে ২ বা"চ্চা নিয়ে শুয়ে ছিলো এক মা। ময়মনসিংহ এবং ময়মনসিংহের বাহিরে অনেক মানুষের নজরে এসেছে বিষয়টি।
অনেকে অনেক ভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন।

মূল বিষয় হচ্ছে, মহিলার স্বামী পা"গল, আগে রিক্সা চালাতো এখন পা"গল অবস্থায় ঘুরে ফিরে। মহিলার ২ ছেলে ১ মেয়ে বা"চ্চা। বাড়ি মুক্তাগাছার চেচুয়া তে। ৩ ছেলে মেয়ে কে নিয়ে কষ্টে দিন রাত যাপন করতেছে।
গত ১৭ তারিখ রাতে একজন ওনাদের ছবি তুলে বিস্তারিত উল্লেখ করেন ফেসবুকে। সেই থেকে ব্যাপক সাড়া ফেলে সবার মনে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু যিনি দেশের বাহিরে থাকে ওনি পোস্ট টি দেখার পর কারো ( ময়মনসিংহের কেউ একজন) মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করে, এবং তিনি মহিলার সাথে বিস্তারিত কথা বলে যে, আপনাকে ব্যাবসা ধরিয়ে দিলে করতে পারবেন কি না?
ওনি ব্যাবসা করতে রাজি হয়।

ওনার ব্যাবসার জন্য, আজকে একটি

চায়ের ফ্যাক্স
ওজন মাপার মেশিন
চা পাতা
চিনি
লবঙ্গ
তেজপাতা
কালোজিরা কিনে দেওয়া হয়েছে।
এবং মহিলার জন্য জামা, বাচ্চাদের জন্য জামা কিনে দেওয়া হয়েছে।
আগামীকাল আরো কিছু বাজার করে দেওয়া হবে ইনশা আল্লাহ।

সমাজে প্রতিটি মানুষের বাঁচার অধিকার আছে, তাই এই ক্ষুদ্র চেষ্টা। এক আপুর যার মনে বাচ্চা এবং বাচ্চার মা কে দেখে মনে দাগ কেটেছে, এগুলো দেখার পরেই সবকিছু ম্যানেজ করা হয়।

জয় হোক মানবতার ❤️
(Copy Post)

কিছুক্ষণ আগে মহাখালী রেলক্রসিংয়ে একটা মেয়ে কাঁটা পড়ছে বয়স আনুমানিক  ২০ বছর মতো হবে।
24/09/2025

কিছুক্ষণ আগে মহাখালী রেলক্রসিংয়ে একটা মেয়ে কাঁটা পড়ছে বয়স আনুমানিক ২০ বছর মতো হবে।

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে ...
24/09/2025

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭),তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।

পুলিশ জানায়,ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

প্রতিবেশীরা জানান,সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়েও বাসার দরজায় সাড়া পাননি।পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের লা*শ বিছানায় এবং দুই শিশুর লা*শ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

নিহতের স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান।তিনি এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন।নিহত শিখা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। সন্তানদের মধ্যে আলভী প্রথম সংসারের এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।

বাসায় মেহমান থাকায় সকালে বাজার থেকে প্রায় ৩ কেজি ওজনের মাছটা কিনে আনছি ৫৬০ টাকা দিয়ে মাছের পেটটা অনেক বড় দেখে আম্মা আগে ...
23/09/2025

বাসায় মেহমান থাকায় সকালে বাজার থেকে প্রায় ৩ কেজি ওজনের মাছটা কিনে আনছি ৫৬০ টাকা দিয়ে
মাছের পেটটা অনেক বড় দেখে আম্মা আগে পেটটা কাটে
কাটার পরে আম্মার এক চিৎকারে সবাই কিচেনে চলে আসছে, তারপর এই ভয়ংকর দৃশ্যটা দেখলাম 🪱

ছুটি কাটিয়ে দেশ থেকে আসার তিন মাস পরে জানলাম, আমি নাকি বাপ হবো! ফোনে খবরটা দিতে গিয়ে বউডা আমার লজ্জায় মইরা যাইতেছিলো। ছে...
23/09/2025

ছুটি কাটিয়ে দেশ থেকে আসার তিন মাস পরে জানলাম, আমি নাকি বাপ হবো! ফোনে খবরটা দিতে গিয়ে বউডা আমার লজ্জায় মইরা যাইতেছিলো।
ছেলে হইবো নাকি মেয়ে- এই নিয়ে রোজ খুনসুটি করতাম দুইজনে। ইচ্ছা করতো, চাকরি ফেলে এক্ষণই দেশের বিমানে উঠে বসি, চলে যাই বউয়ের কাছে।

কিন্ত সেটা করলে তো নতুন মেহমানরে না খেয়ে থাকা লাগবে। কোম্পানীতে বলে রাখলাম ছুটির কথা। তাদের আবার নিয়ম, একবার ছুটি কাটানোর এক বছর পার হওয়ার আগে আবার ছুটি নেয়া যায় না। হিসাব করে দেখলাম, বাচ্চার বয়স দুইমাস হইলে পরে আমি দেশে যাইতে পারব।

জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো, ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে। আকিকা দিয়া নাম রাখা হইলো লামিয়া। আগস্টের শেষ সপ্তায় দেশে আসবো, ছুটি পাইলাম ১৫ দিনের, বিমানের টিকেটও করা শেষ। মেয়ের জন্যে কি কিনবো, মেয়ের মায়েরে কি উপহার দিব সেই চিন্তায় পেরেশান হয়ে আছি, কারো বুদ্ধিই মনে ধরে না। প্রথম বাবা হওয়ার অনুভূতি বলে কথা।

ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে, হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি। আমি তখনও কিছু জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বললো, মেয়েটার নাকি জ্বর দুইদিন ধরে। ডেঙ্গুর কথা মাথায়ও আসে নাই, এই সর্বনাশা "ঘা ত ক" যে ঢাকা থেকে এতদূরে গিয়া হাজির হবে, কে জানতো? বউরে বললাম, ডাক্তার দেখাইতে। আরও একদিন গেল, শুনলাম জ্বর নামছে, কিন্ত বাচ্চার খাওয়াদাওয়া বন্ধ, শরীর খুব দুর্বল, কান্নাকাটিও করে না।

একদিন পরে শুনি, আমার মেয়েটার নাকি ডেঙ্গু হইছে, তারে ভর্তি করা হইছে হাসপাতালে! আমার মাথার উপরে যেন গোটা আসমান ভেঙে পড়লো, দুনিয়াটা ছোট হইয়া আসলো এক মূহুর্তে! দেড়মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যু-দ্ধ করতেসে ডেঙ্গুর সাথে, আমি তখন কাতারে যু - দ্ধ করতেসি প্লেনের টিকেট আগায়ে আনার জন্যে।

অফিসে জানাইলাম, ছুটি না আগাইলে আমি চাকরি ছাইড়া দিব। মেয়ের চাইতে দামী কিছু আমার কাছে নাই। তারা রাজী হইলো। তিনদিন পরের টিকেটও ম্যানেজ করে ফেললাম। আর তিন-চারটা দিন পরেই আমি আমার মেয়েটারে কোলে নিতে পারবো! ফোনে খবর পাই, মেয়ের অবস্থা নাকি ভালো না, তারে আইসিইউতে রাখা হইছে। আমার কাছে প্রতিটা মিনিটরে তখন একেকটা দিনের সমান লম্বা মনে হয়!

যেদিন প্লেনে উঠবো, তার আগেরদিন ফোনটা আসলো। মেয়েটা আমার মা-রা গেছে, ডেঙ্গুর কারনে,, ফোনে আমি শুধু বললাম, আমার বউটারে একটু দেখে রাইখেন, আমি আসতেছি। দুইদিন পরে আমি বাড়ির উঠানে পা রাখলাম, ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ নাকে আসে।

এই বাড়িতে একটা ফুটফুটে ফেরেশতা জন্ম নিছিলো, আমার বাচ্চা, আমার সন্তান। সেই সন্তানরে আমি একটাবারের জন্যে কোলে নিতে পারি নাই, একটু আদর করতে পারি নাই। আমার মেয়েটা দেড়মাস পৃথিবীতে থাকলো, হাসলো, কান্না করলো, রোগে ভুগে দুনিয়া ছেড়ে চইলাও গেল, অথচ একটাবার সে তার বাবার স্প'র্শ পাইলো না! বাপ হইয়া আমি নিজেরে কেমনে ক্ষমা করি বলেন?

কাতারে থাকি শুনলে অনেকেই ভাবেন টাকার বিছানায় ঘুমাই বুঝি। আমরা প্রবাসীরা আসলে ক'ষ্টের সাগরে ভাসতে থাকি। কাজের ক'ষ্ট, খাওয়ার ক'ষ্ট, এগুলা তো গায়ে লাগে না। ক'ষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে, প্রিয় মানুষগুলার কাছ থেকে হাজার মাইল দূরে থাকার যে কি য'ন্ত্রণা, সেইটা সবাই বুঝবে না। নিজের সন্তানরে একটাবারও না দেখে তার ক'ব'র জেয়ারত করার যে কি ক'ষ্ট, সেইটা কাউরে বলে বুঝানো যাবে না! কাউরে নাহ।

কাতার থেকে এক ভাই inbox এ পাঠিয়েছে

Address

Chittagong

Telephone

+8801840902142

Website

Alerts

Be the first to know and let us send you an email when Message of Hafiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Message of Hafiz:

Share

Category