Arpita .

Arpita . .....প্রযত্নে অর্পিতা ❤
ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে
খুব বেশি পছন্দ করি 😊 ।

🌿🥰🥰💕Welcome to Arpita's lifestyle.

Join with me for regular blogs and Let's grow together....

Hit follow and stay tuned 💕🥰🌿.....

চট্টগ্রামের শতবর্ষী মিষ্টির দোকান।♥️অনেক গুণীজনেরা এই দোকানের মিষ্টি খেয়েছেন।🥰 ゚
25/07/2025

চট্টগ্রামের শতবর্ষী মিষ্টির দোকান।♥️
অনেক গুণীজনেরা এই দোকানের মিষ্টি খেয়েছেন।🥰

🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
23/07/2025

🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

আলোচিত সেই কালো পুতুলটা। আড়ং এর এই কনসেপ্ট টা আসলেই শিক্ষণীয়। মানুষের শুধু ফর্সা নয়, কালো/শ্যামলা রং ও যে সুন্দর এই ব্যা...
23/07/2025

আলোচিত সেই কালো পুতুলটা। আড়ং এর এই কনসেপ্ট টা আসলেই শিক্ষণীয়।
মানুষের শুধু ফর্সা নয়,
কালো/শ্যামলা রং ও যে সুন্দর এই ব্যাপার টা বাচ্চাদের ছোটবেলা থেকে শেখানো উচিত। মানুষের বাহ্যিক রং টা যে কোন মুখ্য বিষয় নয় তা খেলতে খেলতে শিখতে পারবে।ছোটবেলার শিক্ষাই আসল শিক্ষা। 🌸

23/07/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

22/07/2025

🥺🥺🥺🥺🥺🥺

সকালটা ছিল একদম সাধারণ। বাচ্চাটা হয়তো হাসিমুখে স্কুলে গিয়েছিল। কে জানত, বিকেলের আগেই সে হাসপাতালের বিছানায় নিঃশব্দ একটা ...
21/07/2025

সকালটা ছিল একদম সাধারণ। বাচ্চাটা হয়তো হাসিমুখে স্কুলে গিয়েছিল। কে জানত, বিকেলের আগেই সে হাসপাতালের বিছানায় নিঃশব্দ একটা যুদ্ধে লড়বে।
আর কেউ হয়তো কখনই আর ফিরবে না…

আমি এমনিতেই মৃত্যুর খবর নিতে পারি না।
সত্যি বলতে, ভেতরটা এখনো কেঁপে উঠছে।
পুরো ঘটনা এতটা ট্রমাটিক, মনে হচ্ছে যেন থমকে গেছি।
এই নিষ্পাপ বাচ্চাদের জীবন্ত পুড়ে যাওয়ার ছবি প্রতিটা মূহুর্ত যেন এখনো চোখের সামনে ঝলসে ওঠছে।🥺

মা🥰🌸🌿🌿🌿🌿
20/07/2025

মা🥰🌸🌿🌿🌿🌿

জীবনে ফেয়ার গেইম বলে কিছু নেই। আপনি যত ফেয়ার গেইম খেলবেন দেখবেন আপনার সাথে সবচেয়ে বড় আনফেয়ার কাজটা করবে। এবং আজীবন আপনি ...
20/07/2025

জীবনে ফেয়ার গেইম বলে কিছু নেই।

আপনি যত ফেয়ার গেইম খেলবেন দেখবেন আপনার সাথে সবচেয়ে বড় আনফেয়ার কাজটা করবে। এবং আজীবন আপনি প্রশ্নের উত্তর খুজেঁ বেড়াবেন কেন করলো? আর সত্যি কথা এর উত্তর আপনি কখনো খুজে পাবেন না।

তাই আজকাল আমি আর উত্তর খুজি না। মনে হয় কিছু প্রশ্নের উত্তর না থাকায় ভালো।🌸🌿🌿🌿

শ‍্যামলবাবু অবসরের পর পাওয়া ৬২ লাখ টাকা এক ব‍্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। ATM কার্ডের PIN-ও স্ত্রীকে জানি...
19/07/2025

শ‍্যামলবাবু অবসরের পর পাওয়া ৬২ লাখ টাকা এক ব‍্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। ATM কার্ডের PIN-ও স্ত্রীকে জানিয়ে রাখেন। কখন কি দরকার পড়ে,বলা যায় না।

শ‍্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। "কোথাও কি পড়ে গেল?" এই চিন্তা করতে করতে দ্রুত পায়ে বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটা টেবিলের উপরেই আছে। দু:শ্চিন্তা দূর হতেই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন,"কোন ফোন এসেছিল?"

স্ত্রী বললেন,"ব‍্যাংক থেকে ম‍্যানেজার ফোন করেছিলেন।"

শ‍্যামলবাবু শুনেই ঘামতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, "ম‍্যানেজার কি বললেন?"

"উনি আমাদের যৌথ অ্যকাউন্ট আপডেট করার জন্য কিছু তথ্য জানতে চাইলেন এবং বললেন একটা OTP যাবে মোবাইলে এবং সেটা জানালেই অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে।"-স্ত্রী বললেন।

শ‍্যামলবাবুর অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। সমস্ত সঞ্চয় বোধহয় শেষ হয়ে গেল! গলা শুকিয়ে গেল। খবরের কাগজে রোজ যা দেখেন! উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন,"তুমি কি OTP বলে দিয়েছ?"

"ব‍্যাংক ম‍্যানেজার জিজ্ঞাসা করলেন,আমি কি না জানিয়ে পারি?"

শ‍্যামলবাবু চেয়ারে বসে পড়লেন,দরদর করে ঘামতে শুরু করলেন নি:স্ব হয়ে যাওয়ার ভয়ে। ভয়ে ভয়ে মোবাইলটা তুলে নিয়ে অ্যাকাউন্টে ব‍্যালান্স চেক করলেন। অবাক বিস্ময়ে দেখলেন অ্যাকাউন্টে ৬২ লাখ টাকাই আছে। গ‍্যাংটি টাকা সরিয়ে নিতে পারেনি। ঘাম দিয়ে জ্বর ছাড়ল।

স্ত্রীকে জিজ্ঞাসা করলেন - "কত নম্বর OTP এসেছিল?"
স্ত্রী বললেন-৮০৮২
"তুমি ঠিকঠাক বলে দিলে?"
"আমি ৪০৪১ বলেছি। আমিতো পুরোটা বলতে পারিনা। যৌথ অ্যকাউন্ট,তাই হাফ বলেছি। আমি তো ব‍্যাংকের কর্মচারীর স্ত্রী,জানি এ টাকার অর্ধেক তো আমার। তাই OTP-ও হাফ বলেছি।"

শ‍্যামলবাবু স্ত্রীকে কি বলবেন
বুঝে উঠতে পারছেন না।🤪🤪🤪🤪🤪

19/07/2025

I pray for every girl.

A safe man comes into your life and loves you correctly, and seeks halal.

No sneaky stuff.
No half love.
No extra females.
No inconsistency.

Just you and you only, but most importantly....... .🤍

゚ 🌿🌿🌿🌿

মাটির চুলার রান্নার মজাই আলাদা। কে কে মাটির চুলার রান্না পছন্দ করো।💦☘️🌿🌿🌿🌿
19/07/2025

মাটির চুলার রান্নার মজাই আলাদা।

কে কে মাটির চুলার রান্না পছন্দ করো।💦☘️🌿🌿🌿🌿

19/07/2025

ইংরেজিতে একটা কথা আছে ----

"Closed mouths don't get fed. "

মানে কি?

যদি তুমি নিজের প্রয়োজনের কথা না বলো,
অভিযোগ না করো, প্রতিবাদ না করো,

তাহলে যা তোমার প্রাপ্য, তুমি কখনোই তা সঠিক সময়ে অর্জন করতে পারবে না।

চুপ থাকা নিরাপদ হতে পারে, কিন্তু পরিবর্তন কখনোই চুপ থেকে আসে না.....🌿🌿🌿🌿

Address

Chittagong
GPO-4000

Telephone

+8801758804082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arpita . posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arpita .:

Share