আব্দুল্লাহ আল মারুফ

আব্দুল্লাহ আল মারুফ ভালো কিছু প্রচারে অংশগ্রহণ করুন 🌸

If you want to buy the speaker. Please contact with me . 📍For any information 🔹Whatsapp: 01612-961465
18/07/2025

If you want to buy the speaker. Please contact with me .
📍For any information
🔹Whatsapp: 01612-961465

24/06/2025
24/04/2025

- লাইট ফ্যান দুইটাই চলবে একসাথে 🔥
- কেন এই ফ্যানটি কিনবেন:
✅ এতে আছে LED light
✅Cute ফ্যান
✅ প্রথম স্পিডে চলবে প্রায় ৮ ঘন্টা
✅ দ্বিতীয় স্পিডে চলবে প্রায় ৫ ঘন্টা
✅ ঝুলিয়ে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন
✅ দ্রুত ফ্যানটি চার্জ হয় ।

▪️স্টক খুব সীমিত দ্রুত ফ্যানটি কিনতে Order করুন।

অর্ডার করতে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
📞Whatsapp: 01612-961465

08/04/2025
12/01/2025

#বিশ্বাস নিয়ে দোয়া করুন যেভাবে দোয়া করেছিলেন আল্লাহর নবী আইয়ুব আলাইহি সালাম।
🎙️ আব্দুল্লাহ আল মারুফ

23/10/2024

সৃষ্টির প্রতি অন্যায়ের তাওবা :

আল্লাহ যা কিছু বিধান প্রদান করেছেন তা তাঁর নিজের জন্য নয়, সবই মানুষের কল্যাণের জন্য। এ সকল বিধান দু প্রকার।

🔸প্রথম প্রকার বিধান মানুষের ব্যক্তিগত কল্যাণ ও উন্নতির জন্য। এগুলোকে সাধারণত হক্কুলাহ বা আল্লাহর অধিকার বলা হয়।

🔸দ্বিতীয় প্রকার বিধান মানুষের সামাজিক জীবনের কল্যাণ নিশ্চিত করার জন্য। এগুলোকে হক্কুল ইবাদ বা সৃষ্টির অধিকার বলা হয়।

প্রথম প্রকার বিধান লঙ্ঘন করলে মানুষ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার জাগতিক, মানসিক, আত্মিক ও পারলৌকিক উন্নতি ব্যাহত বা ধ্বংস হয়। যেমন- সালাত, সিয়াম, হজ্জ, যিক্র ইত্যাদি নির্দেশিত কর্মে অবহেলা করা অথবা শিরক, মদপান ইত্যাদি নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়া।

দ্বিতীয় প্রকার বিধান লঙ্ঘন করলে মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও তার আশপাশের কোনো মানুষ বা কোনো সৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়। যেমন, কাউকে গালি, গীবত ইত্যাদির মাধ্যমে কষ্ট দেওয়া, কারো সম্পদ, অর্থ, সম্মান বা জীবনের কোনো প্রকার ক্ষতি সাধন করা। ফাঁকি, ধোকা, সুদ, ঘুষ, যুলুম, খুন, ধর্ষণ সবই এ জাতীয় পাপ।

কেউ যদি অন্য কাউকে কোনো ব্যক্তিগত পাপে প্ররোচিত করে, যেমন সালাত ত্যাগ, মদপান ইত্যাদি কর্মে অন্য কাউকে প্ররোচিত করে তাহলে তাও এ প্রকারের পাপে পরিণত হবে। এছাড়া আল্লাহ ও তাঁর রাসূল সমাজের প্রতিটি মানুষের প্রতি অন্য মানুষের কিছু দায়িত্ব নির্ধারণ করেছেন। স্বামীর প্রতি দায়িত্ব, স্ত্রীর প্রতি দায়িত্ব, পিতামাতার প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব, প্রতিবেশীর প্রতি দায়িত্ব, কর্মদাতার দায়িত্ব, কর্মচারীর দায়িত্ব, সহকর্মীর দায়িত্ব, দরিদ্রের প্রতি দায়িত্ব, অসহায়ের প্রতি দায়িত্ব, বিধবা ও ইয়াতিমদের প্রতি দায়িত্ব, পালিত পশুর প্রতি দায়িত্ব ও অন্যান্য সকল দায়িত্ব। এগুলো পূর্ণভাবে পালন না করলে তা হক্কুল ইবাদ বা সৃষ্টির অধিকার নষ্টের পাপ হবে।

প্রথম প্রকারের পাপের জন্য পূর্ণ তাওবা ও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তা ক্ষমা করবেন বলে কুরআন ও হাদীসে বারংবার সুসংবাদ প্রদান করা হয়েছে। অপরদিকে দ্বিতীয় প্রকারের পাপের মধ্যে দুটি দিক রয়েছে:

প্রথম, আল্লাহর বিধানের অবমাননা এবং দ্বিতীয়, আল্লাহর কোনো সৃষ্টির অধিকার নষ্ট করা। এরূপ পাপে নিজেকে কলুষিত করার পরে বান্দা যখন আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাঁর বিধান অবমাননার দিকটি ক্ষমা করতে পারেন। কিন্তু চূড়ান্ত বিচার দিনের মহান ন্যায়বিচারক তাঁর কোনো সৃষ্টির প্রাপ্য ক্ষমা করেন না। তার পাওনা তিনি বুঝে নেবেন ও তাকে বুঝে দেবেন। এজন্য এ জাতীয় পাপের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ, যাদের অধিকার নষ্ট বা সংকুচিত হয়েছে তাদের অধিকার ফেরত না দিলে বা তাদের নিকট থেকে ক্ষমা না নিলে আল্লাহ ক্ষমা করবেন না।

এ থেকে আমরা বুঝতে পারি যে, সালাত-সিয়াম পরিত্যাগকারী, মদ্যপ, শূকরের মাংস ভক্ষণকারী বা এধরনের যে কোনো পাপীর জন্য ক্ষমালাভ সহজ। কিন্তু ভেজালদাতা, ফাঁকিদাতা, ধোঁকাপ্রদানকারী, যৌতুক গ্রহণকারী, ইয়াতিম, দুর্বল ও বিধবাদের সম্পদ দখলকারী, ঘুষ, সুদ ও যুলুম, চাঁদাবাজি ইত্যাদি দুর্নীতির মাধ্যমে কারো সম্পদ গ্রহণ বা অধিকার হরণকারীগণের ক্ষমালাভ খুবই কষ্টকর। এজন্য প্রতিটি যাকিরকে সদা সর্বদা চেষ্টা করতে হবে, দ্বিতীয় প্রকার পাপ থেকে সর্বদা দূরে থাকার। যদি কোনো মুসলিমের পূর্ব জীবনে এ ধরনের পাপ সংঘঠিত হয়ে থাকে, তাহলে যথাশীঘ্র সংশ্লিষ্ট ব্যক্তির থেকে ক্ষমা গ্রহণের চেষ্টা করতে হবে। সাথে সাথে বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি, ক্ষমা ও সাহায্য ভিক্ষা করতে হবে, যেন তিনি এগুলো থেকে ক্ষমা পাওয়ার ব্যবস্থা করে দেন।

📕 রাহে বেলায়েত (প্রথম অধ্যায়)
পৃ: ১০৮- ১০৯

চাকরি জীবনটা অন্যরকম 🙃
03/05/2024

চাকরি জীবনটা অন্যরকম 🙃

10/04/2024

ঈদ মোবারক ❤️

19/03/2024

◉ সিয়াম ( রোজা) রেখে অনেক
মানুষকে দেখা যায়। মিথ্যা কথা, গীবত, গালাগালি, অশ্লীলতা ইত্যাদি ভয়ংকর হারাম কাজে লিপ্ত । তাদের ব্যাপারে হাদিসে এসেছে ।

রাসূল ﷺ বলেছেন: যে ব্যক্তি পাপ মিথ্যা বা অন্যায় কথা, অন্যায় কর্ম, ক্রোধ, মূর্খতাসুলভ ও অজ্ঞতামূলক কর্ম ত্যাগ করতে না পারবে, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোন প্রয়োজন নেই । (১)

রাসূল ﷺ অন্য হাদিস বলেছেন: পানাহার বর্জনের নাম সিয়াম নয় । সিয়াম হল অনর্থক ও অশ্লীল কথা কাজ বর্জন করা । (২)

(১) বুখারী, আস- সহীহ ২/৬৭৩, ৫/২২৫১
(২) ইবনু হিব্বান আস- সহীহ, ৮/২৫৫, আল- মুসতাদরাক ১/৫৯৫, আলবানী সহিহুত তারগীব ১/২৬১ (হাদীসটি সহীহ)

✍️ আব্দুল্লাহ আল মারুফ

29/02/2024

عن العرباض بن سارية رضي الله عنه مرفوعا: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ

খুলাফায়ে রাশিদ্বীনের সুন্নত

(৭) ইরবাদ ইবন সারিয়াহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার সুন্নত এবং সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদ্বীনের সুন্নত অনুসরণ করবে। সুদৃঢ়ভাবে তা ধারণ করবে এবং দাঁত দিয়ে তা কামড়ে ধরে থাকবে। (আবু দাউদ। ইমাম তিরমিযি হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন)।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when আব্দুল্লাহ আল মারুফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share