Ashraful 814

Ashraful 814 তথ্য প্রযুক্তির সেবা দেওয়ায় আমার লক্ষ্য
মোবাইল সম্পর্কে নিয়মিত ভিডিওদেখতে
পেজটি ফলো করে সাথে থাকুন
(5)

10/08/2022

বন্ধুদের জন্য উত্তম উপহার
Shaikh Tamim Al Adnani

08/08/2022

অধিকাংশ না অল্পসংখ্যক;
আপনি কাদের অনুসরণ করছেন?
Shaikh Tamim Al Adnani

আলহামদুলিল্লাহ .. খ্যাতিমান মুফাসসির মুফতি কাজী ইব্রাহিম (দা.বা) সাইবার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আলেমদের মুক্তির ধা...
04/08/2022

আলহামদুলিল্লাহ ..

খ্যাতিমান মুফাসসির মুফতি কাজী ইব্রাহিম (দা.বা) সাইবার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
আলেমদের মুক্তির ধারা অব্যাহত থাকুক 💚🤲

27/07/2022

❝আল্লাহর তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন!❞🖤

رَبِّ ابۡنِ لِیۡ عِنۡدَکَ بَیۡتًا فِی الۡجَنَّۃِহে আমার রব্ব, জান্নাতে আপনার পাশে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। (সূরা ...
25/07/2022

رَبِّ ابۡنِ لِیۡ عِنۡدَکَ بَیۡتًا فِی الۡجَنَّۃِ
হে আমার রব্ব, জান্নাতে আপনার পাশে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। (সূরা আত তাহরীম ~ ১১)

08/07/2022

- আপনার জন্য সত্যিই যদি কেউ অপেক্ষা করে থাকে সেটা হলো মৃত্যু-!!❣️

22/06/2022

সুস্থ, সবল, সুঠাম-দেহী মানুষটা ১৪ মাসের ব্যবধানে হুইলচেয়ারে বসে পড়তে হলো.!

সারা দুনিয়ার মানুষ দেখেছে আগে কেমন ছিলেন তিনি। আর এখন কিভাবে আছেন!দুদিন পরপর বাংলাদেশের যেকোনো প্রান্তে গজব নামছে কেন?উত্তর খুঁজেন!

যে আলেম যুবককের মতো টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে বেরিয়েছেন দাওয়াতের কাজে।গর্জনে কেঁপে উটতো বাতিলের মসনদ। আজ তিনি হুইল চেয়ারে।

সুস্থ-সবল একজন আলেমকে কত প্রচন্ডভাবে নির্যাতন করলে হুইল চেয়ারে হাজিরা দিতে আদালতে আসতে হয়!

এই জুলুমের অবসান চাই
মামুনুল হকের মুক্তি চাই

আমরা রাব্বুল আলামীনের কাছে বিচার দিলাম!

19/06/2022

হে আল্লাহ! আপনি আমাদের ভাই বোনদেরকে হেফাজত করুন, আমীন ইয়া রব্বাল আলামীন

18/06/2022

হে আল্লাহ তুমি সিলেটবাসীদের কে রক্ষা করো
🤲 আমীন ইয়া রব্বাল আলামীন🤲

13/06/2022

রাসুল প্রেমে উজ্জীবিত ছোট্ট বাবুর চমৎকার গজল। শুনতে পারেন, আশা করি ভালো লাগবে.. 🕌❤️

ব্যবসা হালাল তবে সুদ হারাম( সূরা বাকারাহ 275 নং আয়াত )
08/06/2022

ব্যবসা হালাল তবে সুদ হারাম

( সূরা বাকারাহ 275 নং আয়াত )

07/06/2022

রাসুলে কারীম (সা.) এরশাদ করেন:
من سب نبيا فاقتلوه..
অর্থ : যে নবীকে গালী দিবে তাকে তোমারা হ * ত্যা করে ফেলো।

07/06/2022

- ব্রেকিং নিউজ
ভারতের সুপ্রিম কোর্টের ভবনে আ'গুন!!

আলহামদুলিল্লাহ

06/06/2022
ভা র তে ক্ষমতাসীন সন্ত্রাসী বি জে পির এক নেত্রী নুপুর শর্মা কিছুদিন আগে মুসলিমদের প্রাণের স্পন্দন রাসুল সাল্লাল্লাহু আলা...
06/06/2022

ভা র তে ক্ষমতাসীন সন্ত্রাসী বি জে পির এক নেত্রী নুপুর শর্মা কিছুদিন আগে মুসলিমদের প্রাণের স্পন্দন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করে। ভা র তের কানপুরের মুসলিমরা এর বিরুদ্ধে বিক্ষোভ করলে তাদের উপর আক্রমণ করে ভা র তী য় পুলিশ।

পুরো ঘটনায় আরববিশ্বের মুসলিমদের ভিতর প্রচুর ক্ষোভের জন্ম দেয়। ব্যবসায়িরা তাদের দোকান থেকে ভারতীয় পণ্য সরিয়ে দেয়। আর সাধারণ মুসলিমরা পণ্য বয়কটের পাশাপাশি নানাভাবে প্রতিবাদ জানাতে থাকে।
রাষ্ট্রীয়ভাবে কাতার, কুয়েত, সৌদি, পাকিস্তান সহ আরো কিছু আরব রাষ্ট্র এর নিন্দা জ্ঞাপন করে এবং বিচার দাবি করে। ফলশ্রুতিতে বিজেপি ঐ নেত্রীকে অফিসিয়াল ঘোষণা দিয়ে বহিষ্কার করতে বাধ্য হয়।

কিন্তু এই ঘটনায় বাংলাদেশের মুসলিমদের তেমন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। এর দুটি কারণ হতে পারে। বাংলাদেশেই ইস্যুর কোন অভাব নেই। পোশাক কাণ্ড, ছাত্রদলের আন্দোলন, দ্রব্যমূল্য, তারপর আগুণ সহ আরো নানা ইস্যুতে বাংলাদেশ গরম। আবার অন্যদিকে ভা র তীয় স ন্ত্রা সের বিরুদ্ধে আন্দোলনের পূর্ব অভিজ্ঞতাও সুখকর নয় এই দেশে। রাস্তায় নেমে প্রতিবাদ তো দূরের বিষয়, অনলাইনেই ভা র তীয় অপরাধের বিরুদ্ধে কথা বলা এক ভীতিকর বিষয়ে পরিণত হয়েছে।

কিন্তু মুসলিমদের অনুভব করতে হবে, রাসুলের সম্মানের চেয়ে আমাদের জীবনের মূল্য বেশি নয় এবং আমাদের জীবনে রাসুলের ইজ্জতের প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোন ইস্যু থাকতে পারে না। তাই অনলাইনে বি জে পি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। পাশাপাশি শুধু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননার ইস্যুই নয়, ভা র তের হি ন্দু ত্ব বাদী সন্ত্রাসীগুলো মুসলিমদের উপর নানাভাবে যেই নির্যাতন ও দমন চালিয়ে আসছে সেগুলোকে বিশ্বের মুসলিমদের সামনে নিয়ে আসুন। বিশেষ করে আরব মুসলিমদেরকে মুসলিমদের বিরুদ্ধে ভা র তের সন্ত্রা সী কার্যকলাপের বিরুদ্ধে অবহিত ও সচেতন করে তুলুন। আরবের সাথে ভা র তের অর্থনৈতিক সম্পর্কটা নির্ভরশীলতার। তাই আরবের চাপ ভা র তীয় স ন্ত্রা সের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা যায়।


05/06/2022

আহতদের সেবায় সবাই এগিয়ে আসুন। শহিদদের কাফন-দাফনের ব্যবস্থা করুন। সব জায়গায় দুয়ার ব্যবস্থা করুন। আল্লাহর কাছে সকলে মিলে ক্ষমাপ্রার্থনা করে কল্যাণ ও নিরাপত্তা চান। একমাত্র আল্লাহই পারেন সকল বালা-মুসিবত থেকে আমাদের রক্ষা করতে।

হে আল্লাহ, আপনি আমাদের সহায় হয়ে যান। আহতদের দ্রুত সুস্থতা দান করেন। শহিদদের আপনজনকে সবরে জামিল নসিব করেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার তাওফিক দান করেন।

04/06/2022

নরসিংদীর ঘটনায় ঢাকায় মানববন্ধন করে
হুংকার ছাড়লেন কলরবের শিল্পীরা

03/06/2022

হায়.. হায়.. উজানীর মাহফিলে হঠাৎ একি শুরু হলো ?

হযরত মাওলানা এহতেরামুল হক উজানী

অল্প কথায় সুন্দর উপস্থাপনা। ড. আব্বাসির কথায় যা উঠে এলো,  ১. ঐক্যও ইবাদত, অনৈক্যও ইবাদত, মতানৈক্যও ইবাদত। তবে প্রতিটার আ...
03/06/2022

অল্প কথায় সুন্দর উপস্থাপনা। ড. আব্বাসির কথায় যা উঠে এলো,


১. ঐক্যও ইবাদত, অনৈক্যও ইবাদত, মতানৈক্যও ইবাদত। তবে প্রতিটার আলাদা ক্ষেত্র আছে। আর অবশ্যই প্রতিটা ইখলাসের সাথে হতে হবে।

২. জাতি এখন আদর্শিকভাবে ঐক্যবদ্ধ আছে। তবে রাজনৈতিকভাবে ঐক্য হয়নি। আর এই আদর্শিক ঐক্য কারও রাজনৈতিক লাভ-ক্ষতিতে ব্যবহৃত হোক, সেটা আমরা কামনা করি না।

৩. আমি গণতন্ত্রে বিশ্বাসী না; খিলাফাহয় বিশ্বাসী। এখন রাজনৈতিক ব্যানার করে লাখো জনতাকে এক করলে এতে রাজনৈতিক ফায়দা হবে; উম্মাহর লাভ হবে না।

৪. ঐক্যের ফর্মুলা হলো, সকল মাসলাকের সাথে ঐক্য চলবে; কোনো ফেরকার সাথে ঐক্য চলবে না। যদি ফেরকার সাথে ঐক্য চলত, তাহলে আলি রা. খারেজিদের সাথে ঐক্য করতেন। কিন্তু তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।

৫. ঐক্যের ডাকা সাড়া দেওয়ার প্রয়োজন নির্বাচনের পূর্বমুহূর্তে নয়; বরং আরেকটু ভেবেচিন্তে, আরেকটু সময় নিয়ে।


জাযাহুল্লাহু আনিল উম্মাতি খাইরাল জাযা।

আজ পবিত্র জুম'আর দিন
03/06/2022

আজ পবিত্র জুম'আর দিন

নগ্নতা কখনো সভ্যতা হতে পারে না।এককথায় অসাধারণ প্রতিবাদ।ধন্যবাদ নরসিংদীর সভ্যসমাজকে।
02/06/2022

নগ্নতা কখনো সভ্যতা হতে পারে না।

এককথায় অসাধারণ প্রতিবাদ।
ধন্যবাদ নরসিংদীর সভ্যসমাজকে।

💞💞আজকে জুম'আর রাত কারাবন্দি ওলামায়ে কেরামের মুক্তির জন্য দোয়া করবেন💞💞
02/06/2022

💞💞আজকে জুম'আর রাত কারাবন্দি ওলামায়ে কেরামের মুক্তির জন্য দোয়া করবেন💞💞

02/06/2022

👉লেখার মত আমার কোনো ভাষা জানা নেই 💞💕

02/06/2022

অহংকারী ব্যক্তির পরিণাম কত ভয়ং*কর শুনলে অবাক হয়ে যাবেন // মুফতি আরিফ বিন হাবিব

01/06/2022

৩ ব্যাক্তির দিকে আল্লাহ ফিরেও তাকাবে না // মুফতি আরিফ বিন হাবিব

01/06/2022

ইস্তেগফার হলো এমন একটি হাতুড়ি,
যা দিয়ে মুমিনের গুনাহের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিতে সক্ষম।

31/05/2022

চেহারা এর চেয়ে মনের যত্নে গুরুত্ব দিন বেশি,
কারণ দিন শেষে ভালো মনের মানুষের চাহিদা বেশি।

29/05/2022

❝কেউ যদি ইমাম বুখারী-কে দেখতে চায়-সে যেন এই ছেলেটির দিকে তাকায়!❞

ইমাম বুখারী বাল্য অবস্হায়-ই ছিলেন 70 হাজার হাদীসের হাফেজ ; নিচের এই ছেলেটিও বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ সহ 18 টি কিতাবের অর্ধলক্ষাধীক হাদীসের হাফেজ।

হাদীসের মতন, রাবীর নাম, হাদীসটিকে কে সহীহ বললো, কে যইফ বললো, হাদীসটি কোন কিতাবের কত খন্ডে আছে , এমনকি হাদীসের নাম্বারগুলোও মুখস্থ আছে তাঁর। কোন হাদীসের পর কোন হাদীস আছে সেটা ধারাবাহিকভাবে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলার ক্ষমতা আছে তাঁর।

নববী কাল থেকে এ যাবৎকাল পর্যন্ত পুরো কোরআনের হাফেজ হয়েছে অসংখ্যজন কিন্ত নবীর সমস্ত হাদীসের হাফেজ ছিলেন মাত্র দু'জন ইমাম (ইমাম আহমাদ বিন হাম্বল ও ইয়াহইয়া বিন মাঈন রহঃ এবং এই দু'জনই ছিলেন ইমাম বুখারীর উস্তাদ।)

অতএব বুঝাই যাচ্ছে যে, কোরআন মুখস্থ করার চাইতে হাদীস মুখস্থ করা অত্যাধিক কঠিন। তাইতো বাংলাদেশে হাজার হাজার কোরআনের হাফেজ থাকলেও হাদীসের হাফেজ কিন্ত একজনও নেই।
কিন্ত আরবের মাটিতে এমন হাদীসের হাফেজ শত শত আছে। আলহামদুলিল্লাহ।
এদেরকে দেখলেই বুঝা যায় আমাদের পূর্ববর্তী ইমামগণ কেমন স্মৃতিশক্তির অধিকারী ছিলেন! সুবহানাল্লাহ!!

[ছেলেটির নাম জিহাদ বিন মুতইব আল মালেকী, সৌদি আরবের রাজধানী রিয়াদে 2002 সালে জন্ম। দুঃখজনক হলেও সত্য যে, ছেলেটি অন্ধ, চোখে আলো নেই কিন্ত তাঁর অন্তরটা কোরআন হাদীসের আলোতে পরিপূর্ণ।]

جعله الله مجددا لهذه الأمة
وجعل حياته طيبة وطويلة!

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনদারুল উলূম দেওবন্দ ওয়াকফের রুকনে শুরা মাওলানা যাকারিয়া সিদ্দিকী নানুতবী রাহ. কিছুক্...
28/05/2022

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

দারুল উলূম দেওবন্দ ওয়াকফের রুকনে শুরা মাওলানা যাকারিয়া সিদ্দিকী নানুতবী রাহ. কিছুক্ষণ পূর্বে ইন্তিকাল করে আল্লাহর প্রিয় হয়ে গেছেন৷

আল্লাহ তাআলা তাঁর পরিবার-পরিজন ও আহবাবের সবরে জমিল নসীব করুন৷ মাওলানাকে জান্নাতের আলা মাকাম নসীব করুন৷

আলহামদুলিল্লাহ...আগামী ২রা জুন একত্রিত হতে যাচ্ছে তালিকাভুক্ত ১১৬ জন আলেম।স্থানঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হল।ধন্...
28/05/2022

আলহামদুলিল্লাহ...

আগামী ২রা জুন একত্রিত হতে যাচ্ছে তালিকাভুক্ত ১১৬ জন আলেম।

স্থানঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হল।

ধন্যবাদ-
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

বন্ধু ও সাহায্যকারী মানুষের আল্লাহ ছাড়া আর কেউ নেই(সূরা বাকারাহ 107 নং আয়াত)
27/05/2022

বন্ধু ও সাহায্যকারী মানুষের আল্লাহ ছাড়া আর কেউ নেই

(সূরা বাকারাহ 107 নং আয়াত)

27/05/2022

হুজুরদের সাথে সেলফি তুলে বিপদে পড়বেন,, একি বললেন,,
★ মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ

27/05/2022

মাশা আল্লাহ
গানে গানে ঐক্যের ডাক✊✊✊
উপস্থাপন করছেন
Sufian Bin Enam

26/05/2022

নাউজুবিল্লাহ,★ জুতার নিচে আল্লাহর নাম!!!★

শুধু ক্ষমা চাওয়া নয়। তদন্ত সাপেক্ষে বের করতে হবে, এর ইন্ধন দাতা কারা? পাশাপাশি কম্পানি ভ্যান করতে হবে।

26/05/2022

মুগ্ধতা রূপ থেকে আসে না,

মুগ্ধতা আসে মানুষের কথায় ও চরিত্রে।

26/05/2022

তিনটি বড় পাপ এখন বাংলাদেশে হচ্ছে কেয়ামতের আলামত

25/05/2022

চাউল চোর তেল চোর এই কথাগুলো একটু শুনেন,আফসোস,,
ক্ষমতা পেয়ে আমরা এই কথাগুলো ভুলে গেছি আজ,,
★আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হাফিজাহুল্লাহ★

25/05/2022

116 জন আলেমের তালিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেন"। মুফতি মুস্তাকুন্নবী কাসেমী হাফিজাহুল্লাহ

24/05/2022

লাগা লাগা লাগারে মলম লাগা,
চুলকানীতে আজি মলম লাগা।

আলীম উলামার সাথে কেন এতো লাগলি তোরা!
শিল্পী: আসহাবুদ্দীন আল আযাদ

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful 814 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashraful 814:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All

You may also like