
16/05/2022
অথৈ জলে নাবিক যেন, কোন তীরে তার স্বপ্ন আঁকা,
যাচ্ছি যতো ভাসছি ততোই কোথাও যেন পথটি বাঁকা।
মাঝখানে ওই স্নিগ্ধ হাওয়ার স্রষ্টা যেজন নাই দেখা তাঁর,
জল সাগরের অসীম পথে তাঁহার উপর আস্থা রাখা।
ছবিঃ সংগৃহীত