Quranic Delight

Quranic Delight Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Quranic Delight, Video Creator, Chittagong.

22/12/2024

""" সাত সালাম """
১। সালামুন ক্বাওলাম মিন রাব্বির রাহিম।
২। সালামুন আলা নুহিন ফিল আলামিন।
৩। সালামুন আলা ইব্রাহিম
৪। সালামুন আলা মুসা ওয়া হারুন।
৫। সালামুন আলা ইল ইয়াসিন।
৬। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খলিদিন।
৭। সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর।

পড়া শেষে আলহামদুলিল্লাহ

13/12/2024

দুনিয়ার প্রতি আসক্ত, মানুষগুলোর সাথে কিছুক্ষণ কথা বললে নিজের রুপের, টাকার, সরঞ্জামের কমতি উপলব্ধ হয়।

আর পরকালের ভয়ে কাতর মানুষগুলোর সাথে কথা বললে নিজের আমলের কমতি, আর আখলাকের অবনতি উপলব্ধ হয়।

- যারমিন বিনতে জামান।

13/12/2024

"সর্বাবস্থায় হতাশা বা অতীত নিয়ে মনোকষ্ট অনুভব করা যাবে না। কখনোই মনে করা যাবে না যে, যদি আমি এরূপ করতাম তাহলে হয়ত এরূপ হতো, অথবা এরূপ না করলে হয়ত এরূপ হতো না।এ ধরণের আফসোস মুমিনের জন্য নিষিদ্ধ।

বিপদ এসে যাওয়ার পর মুমিন আর অতীতকে নিয়ে আফসোস করবেন না; বরং আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। রাসূলুল্লাহ ﷺ এভাবেই নির্দেশনা দিয়েছেন"।

- ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)

12/12/2024

শুক্রবারে দরুদ পড়ার ব্যাপারে আমি ইতোপূর্বে সিরিয়াস ছিলাম না। অন্য অনেক কিছুর মতোই এই গুরুত্বপূর্ণ সুন্নাতটি বেখেয়ালে হারিয়ে যেত। অথচ নবিজি (ﷺ) এই দিনে তাঁর ওপর দরুদ পড়ার জন্যে বিশেষভাবে বলেছেন। এই ভুলে যাওয়া রোগ থেকে উদ্ধার পেতে সহায়তা করেছে আমার বন্ধু লাইস। উত্তম প্রতিদানের মালিক আমার ভাইকে অনেক সম্মানিত করুন।
এক হাদিস থেকে আমরা জানতে পারি, দরুদ পড়ার মাধ্যমে বিষণ্ণতা দূর হয় এবং গুনাহ মাফ হয়। এই হাদিসটার দিকে ইঙ্গিত করে লাইস যে অনুভূতির কথাটা বলেছে, আমি নিজের ভাষায় সেটাকে শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে:
পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় চাওয়া কী? ভেবেচিন্তে দেখলাম, বিষণ্ণতার কবল থেকে দূরে থাকা, দুশ্চিন্তামুক্ত একটা জীবন পার করা। এরচেয়ে বড় চাওয়া মানুষের নেই।
আখিরাতে পুনরুত্থিত হবার পর মানুষের সবচেয়ে বড় চাওয়া কী হতে পারে? আহা, আজকে আমার সবগুলো গুনাহই যদি মাফ করে দেওয়া হতো! গুনাহ মাফের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাটাই কঠিন বিপদের মুহূর্তে মানুষের সবচেয়ে বড় চাওয়া হয়ে দাঁড়াবে।
কী আশ্চর্য, শুধু এক দরুদ পাঠের মধ্য দিয়েই মানুষ দুই জীবনের দুটো বড় প্রত্যাশাকে ছোঁয়ার সুযোগ পাচ্ছে! দরুদ পড়াকে আমরা কেন অবহেলা করছি?
আল্লাহর শোকর, এরপর থেকে আর ভুলি না। বিশেষ করে শুক্রবারে। ঐ যে, কবিতায় লিখেছিলাম!

“বিষণ্ণ জুমু'আর দুপুরে তোমার নামের দরুদ
আমার বিপন্ন বুকে একফোঁটা আবেহায়াত...”

"আল্ল-হুম্মা সল্লি আ'লা মুহা'ম্মাদ"

✍️আব্দুল্লাহ মাহমুদ নজীব

11/12/2024

Life is not about being rich, popular, highly educated or being perfect, Life is about being real, humble and kind.🤍

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Delight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category