20/02/2025
Soft personality এর মানুষ হওয়ার কারণে জীবনে যখন বার বার ধাক্কা খাওয়া লাগে, তখন আমরা খুব বাজেভাবে বদলে যাই। সবসময় আগের মত soft থাকতে পারিনা, আতঙ্ক কাজ করে, mistreated হওয়ার ভয় কাজ করে।
আবার optimum level এর strong ও হতে পারিনা। যেখানে যতটুকু দরকার মাঝে মাঝে তার চেয়ে বেশি হয়ে যাই, মাঝে মাঝে কম হয়ে যাই।
অনিয়ন্ত্রিত একটা fluctuation এ জীবন কাটে, নিজেকে হারিয়ে ফেলি।
Why do people mess up our innocence?