
02/07/2025
🔰 সময় থাকতেই সময়ের ব্যবহার করতে হয়।
👉𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 এমন একটি 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 যেখানে আপনি আপনার অবসর সময় টুকু কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন।
🔰 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 অবস্থায় 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 : আমরা যারা 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 বা 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 এ পড়ি, সাধারণত আমাদের 𝐒𝐭𝐮𝐝𝐲 ছাড়া কোনো কাজ থাকে না। ঐ সময় অনেক সময় থাকে আমাদের হাতে। আমরা 𝐆𝐚𝐦𝐞 খেলে, 𝐂𝐫𝐢𝐜𝐤𝐞𝐭 খেলে, বাইরে আড্ডা দিয়ে, 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐞𝐭 এ 𝐌𝐨𝐯𝐢𝐞 দেখে সময় কাটাই। ঠিক ঐ সময় যদি হাতে থাকা 𝐏𝐡𝐨𝐧𝐞 নিয়ে 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 করি, তাহলে সময় টাও কাজে লাগবে আর আপনি আপনার হাত খরচের টাকা টাও 𝐈𝐧𝐜𝐨𝐦𝐞 করতে পারবেন।
একটা 𝐃𝐞𝐜𝐢𝐬𝐢𝐨𝐧 আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট।