Story of Asad

Story of Asad সাঁজে যে বাঁধে গল্প,
সেই তো রূপবাঁধন

06/08/2023

Dukhkho Bilash - Artcell

__

শুনেছি মহিষ চুরিকরতে নাকি তিন (০৩) চোর লাগে।১ম চোর... মহিষের গলার ঘন্টা খুলেবাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে রওনা হয়।২য় ...
06/08/2023

শুনেছি মহিষ চুরি
করতে নাকি তিন (০৩) চোর লাগে।

১ম চোর... মহিষের গলার ঘন্টা খুলে
বাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে রওনা হয়।

২য় চোর... মহিষ নিয়ে গ্রামের দক্ষিন দিকে যেতে থাকে।

৩য় চোর... ভালো মানুষ সেজে গ্রামের মানুষের সাথে মিশে যায়।

তারপর ভালো মানুষ সাজা
৩য় চোর... গ্রামের মানুষদের পরামর্শ দেয়
ঘন্টার শব্দ যেদিক থেকে আসছে মহিষ সেই দিকেই গিয়েছে। গ্রামবাসী ঘন্টার শব্দের দিকেই দৌড়াতে থাকে।

ঘন্টা নিয়ে যাওয়া
১ম চোর... নিরাপদ দুরত্বে গিয়ে ঘন্টা ফেলে দিয়ে অন্ধকারে মিশে যায়। গ্রামবাসী ঘন্টা খুঁজে পেয়ে ওইটা নিয়েই মশগুল থাকে।

মহিষ নিয়ে যাওয়া
২য় চোর... মহিষ নিয়ে নিরাপদে চলে যায়। এদিকে
ভদ্র মানুষরুপী ৩য় চোরকে কিছুক্ষন পর আর খুঁজে পাওয়া যায় না।

যাই হোক, এ দেশের যে কোন ইস্যুতে মিডিয়া
প্রথমে ঘন্টা বাজিয়ে বাজিয়ে একদিকে যেতে যেতে হঠাৎ মিলিয়ে যায়। তারপর কথিত সুশীল সমাজের পরামর্শে দেশবাসী ঘন্টার শব্দের দিকেই হাটতে থাকে।

এদিকে ঘটনার মূল নায়ক ঘটনা ঘটিয়ে নিরাপদ স্থানে পৌঁছে যায়।

মিডিয়া এক সময় থেমে যায়।
নতুন ইস্যু তৈরীতে ব্যস্ত হয়ে যায়।

দেশবাসী কুড়িয়ে পাওয়া ঘন্টা টা
বাজাতে থাকে, বাজাতেই থাকে আর
ভাবতে থাকে কি হলো কিভাবে হলো আর কি হবে....

© শেখ তৌহিদুর রহমান তাওহীদ ভাইর ID থেকে।

05/08/2023

Last day of July....!
I pray August to be better.❤️

03/08/2023

A beautiful rainy morning that we all want.

02/08/2023

I fall in love with this kind of weather ☁️☁️

31/07/2023

📍চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন 💙

30/07/2023

সুন্দর সীমাহীন বলেই হয়তো সুন্দরের সঠিক কোনো সংজ্ঞা নেই✨❤️

29/07/2023

Mentally I want to be there✨

28/07/2023

Pink Sunflower 🌸

27/07/2023

I found her😳🫶🏻

Address

Chwakbazer
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Story of Asad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Story of Asad:

Share