রাষ্ট্রচিন্তা চবি - Rastrochinta CU

রাষ্ট্রচিন্তা চবি - Rastrochinta CU রাষ্ট্র ও রাষ্ট্র-সংশ্লিষ্ট সকল কিছু নিয়ে চিন্তা করার এবং সেসব চিন্তা প্রচারের সংগঠন: রাষ্ট্রচিন্তা।

বাংলাদেশের আধুনিক রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাসে বদরুদ্দীন উমর এক অনন্য নাম। তিনি ছিলেন কেবল একজন রাজনীতিবিদ বা ইতিহাসবিদ ন...
07/09/2025

বাংলাদেশের আধুনিক রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাসে বদরুদ্দীন উমর এক অনন্য নাম। তিনি ছিলেন কেবল একজন রাজনীতিবিদ বা ইতিহাসবিদ নন, ছিলেন চিন্তার স্থপতি, ছিলেন বাঙলার মেহনতি মানুষের পক্ষের সংগ্রামী ব্যক্তি। তাঁর ইন্তেকালে আমরা হারালাম এমন একজনকে, যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন জ্ঞান, আন্দোলন ও ইনকিলাবের পথে।

১৯৩১ সালে বর্ধমান জেলার অভিজাত পরিবারে তাঁর জন্ম। কিন্তু শৈশব থেকেই তিনি বুর্জোয়া স্বাচ্ছন্দ্যের সীমারেখা অতিক্রম করে সমাজের শোষিত মানুষের পাশে দাঁড়াবার মানসিকতা অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং ভাষা আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে সক্রিয় থাকেন। পরবর্তী সময়ে তিনি শিক্ষা প্রশাসনের উচ্চ পদে কাজ করলেও মূলত রাজনীতির ময়দান ও গবেষণার জগতে তাঁর আসল ভূমিকা প্রতিফলিত হয়।

বদরুদ্দীন উমর ছিলেন নীতিতে অবিচল। ১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করেন সাম্যবাদী দল, যার মাধ্যমে শ্রমিক-কৃষকের রাজনীতি পুনর্গঠনের প্রয়াস চালান। যদিও মূলধারার রাজনীতিতে দলটি প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু চিন্তার ক্ষেত্রে এটি ছিল বিকল্প সম্ভাবনার প্রতীক।

২০২৫ সালে বাংলাদেশ সরকার তাঁকে স্বাধীনতা পুরস্কার দিতে চেয়েছিল। কিন্তু তিনি নির্দ্বিধায় তা প্রত্যাখ্যান করেন। তাঁর এই অবস্থান আমাদের স্মরণ করিয়ে দেয়, রাষ্ট্রীয় সম্মান নয় জনগণের অধিকার রক্ষা করাই ছিল তাঁর আজীবন ব্রত।

বদরুদ্দীন উমরের মৃত্যুতে আমরা হারালাম একজন জ্ঞানী, এক আপসহীন কণ্ঠস্বর। তবে তাঁর গ্রন্থ, তাঁর বক্তৃতা, তাঁর বিশ্লেষণ সবকিছু আজও আমাদের স্মরণ করিয়ে দেয়, ন্যায়বিচারহীন সমাজে প্রকৃত বুদ্ধিজীবীর দায়িত্ব কী হতে পারে।

আমরা শোকাহত।
07/09/2025

আমরা শোকাহত।

06/09/2025

রাষ্ট্রচিন্তা জার্নালের চলতি (১৪তম) সংখ্যা সংগ্রহ করুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের যে কোন জায়গা থেকে জার্নাল কিনতে আমাদের ইনবক্স করুন। কুরিয়ার খরচসহ মূল্য ৩০০ টাকা।

01/09/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দের বিক্ষোভ সমাবেশ

01/09/2025

Disabled Students Society of Chittagong University-এর উদ্যোগে চলমান বিক্ষোভ সমাবেশ

01/09/2025

চবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

31/08/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে রাষ্ট্রচিন্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন অমানবিক পরিস্থিতির মধ্যে জীবন যাপন করতে পারেনা। আজ সকল ধরনের প্রশাসন চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। এই দায় তাই সরকারকেও নিতে হবে।
আমরা আহতদের সুচিকিৎসা কামনা করি ও স্থানীয়দের বিচার দাবি করি।

30/08/2025

কেন সংবিধান সংস্কার ছাড়া বাংলাদেশের মুক্তি নাই?

জানতে সংগ্রহ করুন রাষ্ট্রচিন্তা প্রকাশিত পুস্তিকা 'কেন সংবিধান তথা রাষ্ট্রের সংস্কার ছাড়া বাংলাদেশের মুক্তি নাই'। মূল্য: ১০০ টাকা

#সংবিধানসংস্কার
#বাংলাদেশেরমুক্তি
#রাষ্ট্রসংস্কার



29/08/2025

কেন সংবিধান সংস্কার ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়?

জানতে পড়ুন আমাদের নতুন পুস্তিকা 'কেন সংবিধান তথা রাষ্ট্রের সংস্কার ছাড়া বাংলাদেশের মুক্তি নাই' । মূল্য: ১০০ টাকা

#সংবিধানসংস্কার
#বাংলাদেশেরমুক্তি
#রাষ্ট্রসংস্কার



28/08/2025

কেন সংবিধান সংস্কার ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়?

জানতে পড়ুন আমাদের নতুন পুস্তিকা 'কেন সংবিধান তথা রাষ্ট্রের সংস্কার ছাড়া বাংলাদেশের মুক্তি নাই'

#সংবিধানসংস্কার
#বাংলাদেশেরমুক্তি
#রাষ্ট্রসংস্কার



27/08/2025

জুলাই আজতক কী দিলো? পর্ব- ২৮ | রাষ্ট্রচিন্তা- চবি

26/08/2025

জুলাই আজতক কী দিলো? পর্ব- ২৭ | রাষ্ট্রচিন্তা- চবি

Address

University Of Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাষ্ট্রচিন্তা চবি - Rastrochinta CU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share