
02/05/2025
কাঁচা আমের শরবত বানানোর রেসিপি:
উপকরণ:
* কাঁচা আম - ২টি
* চিনি - স্বাদমতো
* ঠান্ডা জল - ১ গ্লাস
* বিট লবণ - সামান্য
* পুদিনা পাতা - কয়েকটা (ইচ্ছা অনুযায়ী)
* বরফের টুকরো - পরিমাণ মতো
প্রস্তুত প্রণালী:
1. প্রথমে আম সেদ্ধ করে নিন।
2. আম সেদ্ধ হয়ে গেলে খোসা ও আঁটি ফেলে দিন।
3. এরপর আমের শাঁস, চিনি, বিট লবণ, পুদিনা পাতা এবং জল একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
4. পরিবেশন করার আগে বরফ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
5. উপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।