কর্ণফুলী টিভি - Karnafuli Tv

কর্ণফুলী টিভি - Karnafuli Tv 'Karnafuli tv' is an online newspaper & online television channel of Bangladesh.
(4)

It promises to exercise people’s freedom of speech proposing the truth and giving unambiguous insights

কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৫ জুলাই) বিকে...
25/07/2025

কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— মোঃ সাইফুল ইসলাম (১৯), আব্দুর রহমান জাহেদ (১৮), আরাফাত হোসেন মিনহাজ (১৮), আশরাফুল জামাল রিয়াদ (১৮), ফোরকান (১৯), ইয়াছিন আরাফাত (১৮), আব্দুল করিম আদর (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), মোঃ ইকবাল (১৯), আশিকুল ইসলাম আকাশ (১৮), শরীফুল ইসলাম (১৮) এবং আকিফুল ইসলাম আকিব (১৮)। এরা সবাই উপজেলার চরপাথরঘাটা এবং চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।
খবর আজাদী

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতিকালে চার সদস্যের ডাকাত দল গ্রেপ্তারচট্টগ্রাম, ২২ জুলাই ২০২৫:চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি...
22/07/2025

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতিকালে চার সদস্যের ডাকাত দল গ্রেপ্তার

চট্টগ্রাম, ২২ জুলাই ২০২৫:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চার সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ জুলাই) গভীর রাতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের কর্ণফুলী নতুন উপজেলা পরিষদ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

মো. আব্দুল হামিদ (২৪), পিতা: মো. নুরুজ্জামান; বাড়ি: জিরি, পটিয়া, চট্টগ্রাম।

মো. সাজেদুর রহমান সজিব (২২), পিতা: আব্দুর রহমান; স্থায়ী ঠিকানা: ফিরিঙ্গী বাজার, কোতোয়ালী, চট্টগ্রাম; বর্তমানে খোয়াজনগর, কর্ণফুলী।

নুর আলম ওরফে শাহীন (১৯), পিতা: মৃত শামসুল আলম; বাড়ি: কুতুপালং, উখিয়া, কক্সবাজার; বর্তমানে: চরলক্ষ্যা, কর্ণফুলী।

নেজাম উদ্দিন ওরফে রেজোয়ান (১৯), পিতা: মৃত জানে আলম; বাড়ি: চরলক্ষ্যা, কর্ণফুলী।

20/07/2025

শুনা যাচ্ছে, হাতি আবারো KEPZ এ এসেছে।

কর্ণফুলীতে অপারেশন ডেভিল হান্ট: যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তারচট্টগ্রামের কর্ণফুলীতে ‘অপারেশন ডেভিল হান্ট’...
20/07/2025

কর্ণফুলীতে অপারেশন ডেভিল হান্ট: যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (আজ) সকালে উপজেলার চরপাথরঘাটা ও শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চরপাথরঘাটা ৯ নম্বর ওয়ার্ডের ডগ মাষ্টারের বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মোঃ রাসেল (৩৪), যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের শুক্কুর মাতব্বরের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ নয়ন (৩০), যে উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

খবর আজাদী

20/07/2025

চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে বাসে আ-গুন !

19/07/2025
খাগড়াছড়িতে ১৪ বছরের কিশোরীকে সংবদ্ধ ধ/ র্ষণের অভিযুক্ত বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের আটক করলে তারা হাসিমুখে পুলিশের গাড়িতে...
18/07/2025

খাগড়াছড়িতে ১৪ বছরের কিশোরীকে সংবদ্ধ ধ/ র্ষণের অভিযুক্ত বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের আটক করলে তারা হাসিমুখে পুলিশের গাড়িতে করে যান!

চুরির কবল থেকে রক্ষা পেল না মোহছেন আউলিয়া মাজার!
15/07/2025

চুরির কবল থেকে রক্ষা পেল না মোহছেন আউলিয়া মাজার!

কর্ণফুলী  উপজেলার আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  মেজবাহ উদ্দিন খাঁন গ্রেপ্তার!
14/07/2025

কর্ণফুলী উপজেলার আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খাঁন গ্রেপ্তার!

14/07/2025

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য #ডাচ_বাংলা_ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার প্রকাশিত।
✅ বৃত্তি ক্যাটাগরি: ২৫০০ টাকা (মাসিক)
✅ মোট পরিমাণ: ৬৭,০০০ টাকা

আবেদন অনলাইনে। আবেদন শেষ ৬ আগস্ট ২০২৫।
আবেদন লিংক
https://app.dutchbanglabank.com/DBBLScholarship/vwparamSscScholarshipApplicationAction.action?batch_id=SSC-2025

✅পরিচিতদের মেনশন দিন।

12/07/2025

পটিয়ার কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম গ্রেফতার!

এই স্টুডেন্টকে সপ্তম শ্রেণী থেকে টানা পড়িয়েছি।  এসএসসি পরীক্ষার দুই মাস আগে  আমার বাবা মারা যায়৷ স্বাভাবিকভাবে আমার সবক...
10/07/2025

এই স্টুডেন্টকে সপ্তম শ্রেণী থেকে টানা পড়িয়েছি।
এসএসসি পরীক্ষার দুই মাস আগে আমার বাবা মারা যায়৷ স্বাভাবিকভাবে আমার সবকিছু উলটপালট হয়ে যায়, গ্রামে চলে যেতে হয়। ওকে আর পড়াতে পারিনি। কিন্তুু স্টুডেন্টকে আমি তিন বছর ধরে গড়ে তুলেছি নিজের ছোট ভাইয়ের মত।
২ মাস না পড়ানোর জন্য আন্টি আমাকে এমন একটা কথা বল্লো বাবা মারা যাওয়া দিন যেমন কেঁদেছিলাম। হয়তো তেমন শব্দ করে কাঁদিনি। তবে চোখ থেকে সমান পানি পড়েছে।

নাম প্রকাশের অনিচ্ছুক ( ইনবক্স থেকে)

কার্টেসী: গৃহ শিক্ষক সার্ভিস

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when কর্ণফুলী টিভি - Karnafuli Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কর্ণফুলী টিভি - Karnafuli Tv:

Share