12/06/2024
জ্ঞানের ধরণ ২ প্রকার। একটি হল সাধারণ জ্ঞান, আরেকটি হল বিশেষায়িত। সাধারণ জ্ঞান যত ব্যাপক বা বৈচিত্র হোক না কেন তা টাকা উপার্জনে কোন দরকার পড়ে না। জ্ঞান যদি সুবিন্যস্ত না হয় এবং অর্থ উপার্জনে কোন সুনির্দিষ্ট একশন প্লান না থাকে তাহলে সেই জ্ঞান দিয়ে টাকা উপার্জন করা যায় না!
বুঝতে অক্ষম লাখ লাখ মানুষ বোকার মত ভাবে "জ্ঞানই শক্তি" আসলে তা নয় , জ্ঞান একটি সম্ভাব্য শক্তি মাত্র এটি তখনি শক্তিতে রুপান্তরিত হয় যখন সুনির্দিষ্ট প্লান দ্বারা সুবিন্যস্ত হয় এর একটি নির্দিষ্ট সমাপ্তি থাকে।
থিঙ্ক রিচ গ্রো রিচ।।
Iconic Freelancer Community
Happy Freelancing
JakirJuhaib
Muhammad Jakir Ahmad