28/01/2024
❝গোসলখানার ট্যাপটা বন্ধ করার পরও এক ফোঁটা করে পানি পড়ছিল।তাই পানি পড়ার জায়গায় বালতি দিয়েছিলাম।বেশ কিছুক্ষণ পরে গিয়ে দেখি একটা একটা ফোঁটা পানি জমে বালতি প্রায় ভর্তি হয়ে গেছে।
মনের মধ্যে একরাশ ভয় এসে ঘিরে ধরলো.!
আমাদের দৈনিক ছোট- ছোট,ক্ষুদ্র পাপ গুলোও এভাবে জমে যদি এক সাগর হয়ে যায়।
ধরুন।
দুই এক কথা মিথ্যা বলে ফেলা।
হুট করে এক কলি গান শুনে ফেলা।
অমুকের নামে মুখ ফসকে গীবত করে ফেলা।
রাগের মাথায় কাউকে গালি দিয়ে বসা।ইত্যাদি দৈনন্দিন অল্পকিছু পাপ জমতে জমতে যদি এক সাগর হয়ে যায়।
কি...?
আপনার হয়ে গেছে নিশ্চয়...?
মাঝে মধ্যে এই আয়াত মনে পড়তেই নিজের অজান্তে চোখ দিয়ে পানি এসে যায়,
اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی।
মর্ম: মানুষ কি মনে করে যে, তাকে এমনি এমনি ছেড়ে দেয়া হবে❞..?
মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।