SuchiRaj

SuchiRaj Suchi's vlog

10/08/2023

I Have No Complain About My Life.....!🙂

Alhamdulillah for everything...! ❤️

!!"............ ❤️🥀🥰 .............."!!

06/08/2023

তুমি যে হাসিখুশি মেয়েটাকে পেয়ে এতো কষ্ট দাও,
এতো অবহেলা - অবজ্ঞা কর, এত কাঁদাও,
- তোমার জায়গায় সে মেয়েটাকে অন্য কেউ পেলে
মাথার তাজ করে রাখত....!'🖤🌸

04/08/2023

- ভালোবাসা মানে নিয়ম করে কথা বলা, মেসেজ করা নয়,

- ভালোবাসা মানে ভালো রাখা....!
সুখে দুঃখে শক্ত করে হাতটা ধরে পাশে থাকা....!!! ❤️‍🩹🥀

🖤 ............Love......... 🖤

29/07/2023

- One day you Realize that...

you lost someone who was
only yours.........!🖤🥀

24/07/2023

- অভিশাপ দিতে হয় না.... 🙂

- রুহের হাই বলে একটা কথা আছে না!

23/07/2023

- না পাওয়ার মধ্য ও তৃপ্তি আছে,,,

- পেয়ে গেলে তো অবহেলা আর একরাশ অভিমান...!❤️‍🩹

20/07/2023

ওরা দুঃখ ও দেয়....,,,

- দোষ ও দেয়......!!!🙂

14/07/2023

- মানুষ যেমন একটা মানুষকে ভালবাসতে পারে,
তেমনি আবার ঘৃণাও করতে পারে।
এই ঘৃণা কিন্তু কারো প্রতি এমনে এমনে আসে না।

- যে মানুষটাকে একটা সময় অগাধ বিশ্বাস আর ভালোবাসা হয়, সে মানুষটাকেই ঘৃণা করার মত বাজে অভিজ্ঞতা মনে হয় পৃথিবীতে আর নেই....।।।

- ভুল সবারই হয়....!
ভুলটাকে সুন্দর ভাবে শুধরেও দেয়া যায়।
চাইলে ভুলটা ক্ষমাও করা যায়, কিন্তু তাই বলে যার কাছে সম্মান আর বিশ্বাসের পূর্ণ মর্যাদা পাওয়া যায় না, তাকে ভালবাসতে চাইলেও তার প্রতি কোনো ক্রমেই আর ভালোবাসাটা আসে না।

সেখানে জন্ম নেয় অনেক অনেক
ঘৃণা.......!!!🙂💔

13/07/2023

- আমি পরে থাকা বুনো ফুলের মত, গোলাপের সাথে চলে না তুলনা....।

- আমি পরিত্যক্ত অবহেলায় জর্জরিত তোমার অস্তিত্বে কেবলই ফেলনা.....🥀❤️

11/07/2023

- কারো সাধারণ বন্ধু হয়ে থাকাটাই ভালো!
দেখা হচ্ছে, কথা হচ্ছে, প্রয়োজনে হেল্প করবে ব্যাস! কেউ কারোর জীবনে বেশি হস্তক্ষেপ নেই! অসাধারণ বন্ধু হতে গেলেই ঝামেলা !
জীবনে যত বেশি হস্তক্ষেপ, তত অগোছালো লাগে! একসময় সেই অসাধারণ বন্ধুরাই হারিয়ে যায় আর সাধারণ বন্ধুরাই থেকে যায়...!🖤

07/07/2023

- " তোমাকে ভালোবেসে বুঝেছি নিখিল বিষ কি রকম হতে পারে! "😅💔

07/07/2023

- যে পুরুষ নিজের ভুল বুঝতে পারে না।

সে স্বামী হওয়ার যোগ্যতা রাখে না..!!!

Subhan Allah❤️
05/07/2023

Subhan Allah❤️

05/07/2023

তুমি আর তো কারো নও শুধু আমার...!❤️🫵🥰

04/07/2023

- তোমারে নিয়ে আমার শখের শেষ নাই...!🥰

পাহাড়ের চূড়ায় উইঠা জোরে জোরে ভালোবাসি ভালোবাসি বলে চিল্লানোর শখ, সমুদ্র পাড়ে বইসা সূর্য ডুবা দেখার শখ,একসাথে বৃষ্টিতে ভিজার শখ, জোসনা রাতে চাঁদ দেখার শখ, নদীর পাড়ে বইসা বাদাম খাওয়ার শখ, রিক্সশায় শহরের অলিতে গলিতে ঘুরার শখ!

তবে আমি জানি এসব কিছুই হবে না হুদাই এত শখ নিয়া স্বপ্ন দেখি.........!😔

01/07/2023

মেয়েদের কাছে মেনে নেওয়া ব্যাপারটা একটু টাপ।এদের কাছে ভুলে যাওয়া কিংবা উঠে আসা টা একটু কঠিন।

কারণ এরা মেয়ে, চাইলে বিকেল বেলা কাউকে ফোন করে বলতে পারেনা, দোস্ত আমার মন ভালো নেই, চল হাটতে যাই, ঘুরতে যাই...! কিংবা পারে না রাতে গ্রুপ করে আড্ডা দিতে, লেট করে বাড়ি ফিরতে। এদের কান্না করার মত জায়গা নেই। মন হালকা করার জন্য এরা চাইলে পাহাড় সমুদ্রের কাছে যেয়ে বসে থাকতে পারে না...!

একা হয়ে যাওয়ার পরে এদেরকে একা একাই উঠে আসতে হয়, একাই ফাইট করতে হয়। যার কারনে পরবর্তীতে এরা কঠিন হয় অনেক বেশি, দ্বিতীয়বার কাউকে সহজে বিশ্বাস করতে পারে না, এদেরকে দ্বিতীয়বার ভাঙ্গার মত সামর্থ্যও কারো থাকে না......!🙂

30/06/2023

- ভালোবাসা কি জানেন?


- ফাতেমা (রা:) কুরআন পাঠ করছিলেন,
তখনই পুরুষদের চারটি বিয়ে করার অনুমতি দেওয়ার কথাটা সামনে আসে, তৎক্ষণাৎ তিনি ধীর কন্ঠে কোরআন পড়তে থাকে, জানু আলী (রা:) শুনতে না পান, আলী (রা:) মুচকি হেসে বললেন তুমি একাই চারজনের সমান।❤️

Address

Noakhali Chatkhil
Chittagong
3870

Telephone

+821064943518

Website

Alerts

Be the first to know and let us send you an email when SuchiRaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SuchiRaj:

Share