15/10/2025
এতদ্বারা সাধনপুর পল্লী মঙ্গঁল সমিতি শারদীয়া দুর্গোৎসব উদযাপন পরিষদের সকল সদস্য ও সদস্যাদের উদ্দেশ্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ঘটিকায় সাধনপুর দুর্গাবাড়ি প্রাঙ্গনে আসন্ন শ্রী শ্রী কালীপূজো, জগদ্ধাত্রীপূজো ও রাসমহোৎসবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে এক বিশেষ জরুরী মিটিংয়ের আয়োজন করা হয়েছে। উক্ত মিটিংয়ে পূজো উদযাপন পরিষদের সাথে সংশ্লিষ্ট সকল সদস্য ও সদস্যাদের উপস্থিতি বাধ্যতামূলক। যে সকল সদস্য ও সদস্যাগন উপস্থিতিতে ব্যর্থ হইবেন তাদের জরিমানা করা হবে।
আদেশক্রমে:-
শ্রীযুক্ত বাবু ইমন নন্দী
সভাপতি
সাধনপুর পল্লী মঙ্গঁল সমিতি শারদীয়া দুর্গোৎসব উদযাপন পরিষদ।
শ্রীযুক্ত বাবু উৎস দে
সাধারণ সম্পাদক
সাধনপুর পল্লী মঙ্গঁল সমিতি শারদীয়া দুর্গোৎসব উদযাপন পরিষদ।
শ্রীযুক্ত বাবু সুব্রত দে
অর্থ সম্পাদক
সাধনপুর পল্লী মঙ্গঁল সমিতি শারদীয়া দুর্গোৎসব উদযাপন পরিষদ।