Omar Faruque-ফরহাদ

Omar Faruque-ফরহাদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Omar Faruque-ফরহাদ, Digital creator, Chittagong.
(3)

আল্লাহকে ভয় করুন।
দুনিয়া, সে তো পরকালের জন্য নেকী সঞ্চয়ের ক্ষেত্র।
আজ যদি পরকালের জন্য কিছুই সঞ্চয় না করেন, তাহলে আগামীকাল আপনাকে লজ্জিত হতে হবে।
সুতরাং, পরকালের জন্য কিছু করুন।

এ হচ্ছে সন্দ্বীপের প্রধান শহরের রাস্তার অবস্থা!!!  খুব সুন্দর না??
19/07/2025

এ হচ্ছে সন্দ্বীপের প্রধান শহরের রাস্তার অবস্থা!!! খুব সুন্দর না??

এরা কি কোনো মানুষের পর্যায়ে পড়ে— আপনারাই বলেন??আমার মনেহয়, এদের দৃষ্টিতে প্রবাসীরা কেবলই টাকার মেশিন। প্রাবাসীরা রক্ত পা...
18/07/2025

এরা কি কোনো মানুষের পর্যায়ে পড়ে— আপনারাই বলেন??
আমার মনেহয়, এদের দৃষ্টিতে প্রবাসীরা কেবলই টাকার মেশিন। প্রাবাসীরা রক্ত পানি করে রেমিট্যান্স পাঠাবে আর এরা দেশ চালানোর নামে সব লুটেপুটে খাবে, কিন্তু প্রবাসীরা কিছু বলতেও পারবে না। এদের দৃষ্টিতে প্রবাসীদের দায়িত্ব কেবল রেমিট্যান্স পাঠানো। ব্যাস, এর বাহিরে প্রবাসীদের কোনো ইচ্ছা, শখ, আহ্লাদ, অধিকার ইত্যাদি বলে কিছুই থাকতে পারবে না।

অথচ, এরা ভুলেই গেছে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ ঘোষণা করার পর হাসিনার আমলে দেশের অর্থনীতিতে হঠাৎ ই এক অদ্ভুত পরিবর্তন দৃশ্যমান হয়ে ওঠে। এমনকি তখন জুনায়েদ আহমদ পলক তো সংবাদ সম্মেলন করে খুব খুব অনুরোধ করে বলেছিল প্রবাসীরা যেনো বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বন্ধ না করে।

তখন প্রবাসীরা যদি রেমিট্যান্স পাঠানো বন্ধ না করতো তাহলে হাসিনার হাতে আরো মায়ের বুক খালি হতো। হাসিনাকে এতো সহজে একঘরে করা যেতো না।

কিন্তু আফসোস, এরা আজকে সব ভুলে গেছে।।




শুনেন —হ্যাঁ, কবরই আপনার আসল ঘর…قال بشر بن الحارث رحمه الله:"نعم، المنزلُ القبرُ لمن أطاعَ اللهَ"“হ্যাঁ, কবরই হলো প্রকৃত...
17/07/2025

শুনেন —হ্যাঁ, কবরই আপনার আসল ঘর…

قال بشر بن الحارث رحمه الله:
"نعم، المنزلُ القبرُ لمن أطاعَ اللهَ"
“হ্যাঁ, কবরই হলো প্রকৃত ঘর — তার জন্য, যে আল্লাহর আনুগত্য করেছে।”
📘 [القبور لابن أبي الدنيا ١٤٢]

🏛️ আমরা দুনিয়ার ঘরের জন্য কত কিছু করি — সাজাই, রঙ করি, দামি আসবাব কিনি...
কিন্তু যার ঘর কখনো পুরোনো হবে না, সেই কবর ঘরের কি প্রস্তুতি নিচ্ছি??

🕯️ এই ঘর অন্ধকারও হতে পারে, আবার জান্নাতের বাগানও হতে পারে।
ফারাক একটাই — আমি আল্লাহর আনুগত্য করছি কি না।

💔 আজকের পাপ, কাল কবরের আযাব হতে পারে।
আর আজকের নেক কাজ — কবরকে শান্তির আশ্রয় বানাতে পারে।

🕊️ তাই আসুন, আজ থেকেই এমনভাবে জীবন যাপন করি, যাতে মৃত্যুর পর আমাদের কবরও বলে,
"أهلاً بمن أطاعَ اللهَ"

স্বাগতম হে আল্লাহর অনুগত বান্দা, আপনাকে স্বাগতম!

#আখিরাত
#কবর #পরকাল
#আল্লাহর_ভয়
#নসীহা #ইসলাম

আলহামদুলিল্লাহ, পানিতে পড়ে যাওয়া শিশুটি যেনো নতুনভাবে জীবন ফিরে পেয়েছে।।আজ  আসরের সময় অন্যান্য শিশুদের সাথে খেলতে খেলতে ...
16/07/2025

আলহামদুলিল্লাহ, পানিতে পড়ে যাওয়া শিশুটি যেনো নতুনভাবে জীবন ফিরে পেয়েছে।।
আজ আসরের সময় অন্যান্য শিশুদের সাথে খেলতে খেলতে শিশুটি পাশের নির্মাণাধীন একটি সেফটিক টাংকির মুখ খোলা থাকায় সেখানে পড়ে যায়।।
টাংকি থেকে যখন তোলা হয় তখন অনেকটা মৃতপ্রায়।
পরে হসপিটালে নেয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ হয়।

আলহামদুলিল্লাহ, সে এখন সুস্থ।।
শিশুটি আজিমপুর আফগানের গো বাড়ির বাবুল মেস্তুরীর ছেলের ঘরের নাতনী।।।

16/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Abul Hasnat Rasel

15/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

এককথায় উত্তর দিন---------কোন দেশে সবই সম্ভব??
14/07/2025

এককথায় উত্তর দিন--------
-কোন দেশে সবই সম্ভব??

এবার ঠিকাছে!! জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বোধহয় এই প্রথমবার কলেজের ক্লাসগুলোয় শিক্ষার্থী ভরপুর....💥কারমাইকেল কলেজের চি...
13/07/2025

এবার ঠিকাছে!!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বোধহয় এই প্রথমবার কলেজের ক্লাসগুলোয় শিক্ষার্থী ভরপুর....💥
কারমাইকেল কলেজের চিত্র।
ইনকোর্স ও উপস্থিতি উপর কড়াকড়ি করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেড়েছে উপস্থিতির হার।

বিষয়টি আপনি কিভাবে দেখছেন?

05/02/2025

মুফতি জসিমউদদীন রহমানীর মাহফিল থেকে। রহমতপুর, সন্দ্বীপ।

17/01/2025

বিকট শব্দে এই আতশবাজির দ্বারা বয়স্ক, শিশু, রুগী এবং শিক্ষার্থীসহ অনেক পেশার মানুষের নানা ধরণেরক্ষতি হয়। তাই এসব বন্ধ হওয়া সময়ের দাবী।

Address

Chittagong

Telephone

+8801639245510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omar Faruque-ফরহাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omar Faruque-ফরহাদ:

Share