Omar Faruque-ফরহাদ

Omar Faruque-ফরহাদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Omar Faruque-ফরহাদ, Digital creator, Chittagong.
(3)

আল্লাহকে ভয় করুন।
দুনিয়া, সে তো পরকালের জন্য নেকী সঞ্চয়ের ক্ষেত্র।
আজ যদি পরকালের জন্য কিছুই সঞ্চয় না করেন, তাহলে আগামীকাল আপনাকে লজ্জিত হতে হবে।
সুতরাং, পরকালের জন্য কিছু করুন।

টূপিওয়ালা দেখলেই ৯০% মানুষ ধরে নেয় সে গরিব। হুজুর যখন কোনো মার্কেটে যায় তখন দোকানী ভেবে নেয় হুজুর মানুষ কত আর বাজেট হবে,...
05/08/2025

টূপিওয়ালা দেখলেই ৯০% মানুষ ধরে নেয় সে গরিব।
হুজুর যখন কোনো মার্কেটে যায় তখন দোকানী ভেবে নেয় হুজুর মানুষ কত আর বাজেট হবে, তাই প্রথমেই হুজুরের জন্য অল্প দামের নিম্নমানের পণ্যটিই আগে বের করে দেখায়।

কিন্তু দোকানী জানেনা, সব পাবলিক যেমন ধনী নয় তেমনী সব টুপিওয়ালারাও গরীব নয়। বরং, টুপিওয়ালাদের স্বপ্ন ও স্বপ্নের মূল্য আকাশচুম্বী।

এই সমাজ এখনো টুপি আর চেহারা দেখে স্বপ্নের দাম ধরে ফেলে।।
কিন্তু আমি এমন এক স্বপ্ন দেখি
একদিন এই দেশের মানুষ টুপিওয়ালা দেখলেই ভাববে, এই লোকটা হয়তো একজন শিল্পপতি!
দিন বদলাবে, চিন্তাও বদলাবে, ইনশাআল্লাহ।

মনেরেখো, হেটার্সরা....

আমি এই প্রথম দেখলাম; আপনারা কিছু বুঝতেছেন?? অনেকের গলায় বিশেষ করে শিশুদের গলায় বিভিন্ন তাবিজ, গাছের শেকড়, কড়ি, লোহা লক্ক...
04/08/2025

আমি এই প্রথম দেখলাম; আপনারা কিছু বুঝতেছেন??
অনেকের গলায় বিশেষ করে শিশুদের গলায় বিভিন্ন তাবিজ, গাছের শেকড়, কড়ি, লোহা লক্কর ইত্যাদি ইত্যাদি অনেক ধাতব বা অধাতব বস্তু দিতে দেখা যায়।

কিন্তু, আমি এই প্রথম এই আকৃতির কোনো বস্তু এই শিশুর গলায় দেখলাম। এসমস্ত বস্তুগুলো পরিধান করার পেছনে অনেকের অনেক ধরনের বিশ্বাস আছে, আছে নানান যুক্তিও। সকল যুক্তিতর্ক ও বিশ্বাস বাদ দিলাম — আমার বিশ্বাস, এসব সরাসরি শিরক, হারাম হারাম এবং হারাম।।

সো, মুসলিম হলে এসব থেকে অবশ্যই অবশ্যই বাঁচুন।।



ভাবছি টুপি ও তসবির ব্যবসা শুরু করবো। যেহেতু সামনে নির্বাচন তাই এই ভাবনা।কেননা,  অতীতের রিপোর্ট বলছে সামনে এটি দেশের জন্য...
01/08/2025

ভাবছি টুপি ও তসবির ব্যবসা শুরু করবো।
যেহেতু সামনে নির্বাচন তাই এই ভাবনা।
কেননা, অতীতের রিপোর্ট বলছে সামনে এটি দেশের জন্য সবচেয়ে সম্ভাবনাময় একটি ব্যবসা।
প্লিজ, শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিয়ে সাপোর্ট দিয়েন এবং কেউ যদি শেয়ারে যুক্ত হতে চান হতে পারবেন।।




ইয়া রব, আপনি জালিমদের জীবনকে এর চেয়ে দ্বিগুন কঠিন বানিয়ে দেন।।
01/08/2025

ইয়া রব, আপনি জালিমদের জীবনকে এর চেয়ে দ্বিগুন কঠিন বানিয়ে দেন।।

মাদকাসক্ত ছেলেকে পি*টিয়ে হ*ত্যা, বরিশালে বাবা-মায়ের থানায় আত্মসমর্পণবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে।...
30/07/2025

মাদকাসক্ত ছেলেকে পি*টিয়ে হ*ত্যা, বরিশালে বাবা-মায়ের থানায় আত্মসমর্পণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিবারের শান্তি ও সহ্যশক্তি শেষ হয়ে গেলে চরম সিদ্ধান্ত নেয় বাবা-মা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন তারা। ঘরের জিনিসপত্র ভাঙচুর, গালাগালি এমনকি মা-বাবার ওপর হাত তোলা ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা।

রোববার রাতে আবারও চরম উচ্ছৃঙ্খল আচরণ করলে রাগের বশে ছেলেকে পি*টিয়ে বসেন বাবা। পরে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও সে পথেই মারা যায়।

ঘটনার পরপরই বাবা ও মা নিজ উদ্যোগে বাকেরগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—মাদক কিভাবে একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।




মার্ক করা অংশটার দিগে একটু লক্ষ্য করবেন, প্লিজ..!🙏১. রিজভী সাহেব নিজেই অকপটে স্বীকার করলেন তিনাদের ইনকামের একটা অংশ আসে ...
29/07/2025

মার্ক করা অংশটার দিগে একটু লক্ষ্য করবেন, প্লিজ..!🙏

১. রিজভী সাহেব নিজেই অকপটে স্বীকার করলেন তিনাদের ইনকামের একটা অংশ আসে সুদ থেকে।
যাদের জীবনব্যয় নির্বাহের জন্য সুদের মতো ভয়ঙ্কর ও জঘন্য পাপের উৎসের উপর নির্ভর করতে হয় তারা যদি সংসদে যায় এরা কি কখনো কোনোদিন চাইবে— দেশ থেকে সুদ দূর হোক?? সুদমুক্ত ইকোনমি হোক??
ন্যূনতম চেষ্টাটুকুনও কি করবে??

২. যে দলের সদস্যরা সুদ নির্ভর জীবনযাপন করে একজন মুসলিমের জন্য সে দলের সদস্য হওয়া, কর্মী হওয়া বা সমর্থক হওয়া কতটা ইমানের পরিচয় বহনকরে??
আপনি যদি মুসলিম হন তবে আপনার বিবেকের কাছে আমার এ প্রশ্ন।

৩. এদের সদস্য, নেতাকর্মী যাদেরকে আমরা দেখি নামাজ পড়ে, রোজাও রাখে, হজ্জ্বও করে, ইসলামের পক্ষের লোক বলে দাবী করে, কোরআন বিরোধী নয় বলে দাবী করে— তারা কেমন মুসলিম??

৪. একজন মুসলিমের জন্য সকল প্রকার নিষিদ্ধ কাজ পরিহার করে চলা হয়তো কষ্টসাধ্য। কিন্তু, চেষ্টা করা ইমানের অপরিহার্য দাবী এবং অপরাধকে অপরাধ বলে স্বীকার করা ইমানের অপরিহার্য অংশ। অপরাধকে অপরাধ বলে স্বীকার না করে বরং অপরাধ নিয়ে প্রকাশ্যে অহংকার করে বেড়ালে

ইমান তো থাকেই না বরঞ্চ আরো মহান রবের ক্রোধের স্বীকার হতে হয়।

আল্লাহ তায়ালা সকল মুসলিকে হেফাজত করুন সেক্যুলার থেকে, কুফুরী থেকে ও শিরক বিদয়াত থেকে।
আমিন।

#ইসলামি_সচেতনতা



হে আল্লাহ— যাদের কারণে গা*জাবাসী কষ্ট করছে, অনাহারে কঙ্কালসার হয়ে ধুঁকে ধুঁকে মরছে তাদের জন্য আপনি দ্বিগুণ শাস্তির ব্যবস...
28/07/2025

হে আল্লাহ—
যাদের কারণে গা*জাবাসী কষ্ট করছে, অনাহারে কঙ্কালসার হয়ে ধুঁকে ধুঁকে মরছে তাদের জন্য আপনি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করুন।

🟥 ফেইসবুক প্রেম, ছলনা আর করুণ পরিণতি — একটি সতর্কবার্তা!সম্প্রতি এক ভাই ফেইসবুকে এক "মেয়ে"র সাথে প্রেমে জড়ান। কথায় কথায় ...
28/07/2025

🟥 ফেইসবুক প্রেম, ছলনা আর করুণ পরিণতি — একটি সতর্কবার্তা!

সম্প্রতি এক ভাই ফেইসবুকে এক "মেয়ে"র সাথে প্রেমে জড়ান। কথায় কথায় সম্পর্ক গাঢ় হয়, এরপর বিয়ে।
কিন্তু ৪৫ দিন পর ধরা পড়ে—সে আসলে মেয়ে নয়, বরং ছেলে!

📌 এ ঘটনা শুধু অবাক করার মতোই নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য এক ভয়ানক সতর্কবার্তা।
---
🔸 ইসলাম কী বলে এই বিষয়ে?

✅ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:

> "হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বিরত থাকো। নিশ্চয় কিছু কিছু ধারণা গুনাহ।"
(সূরা হুজুরাত, আয়াত ১২)

✅ রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
> "একটি মুমিন কখনো একই গর্তে দু’বার দংশিত হয় না।"
(সহীহ বুখারী)

👉 তাহলে আমরা কেন বারবার একই ভুল করি??

📱 সোশ্যাল মিডিয়ার প্রেম—সত্য না ছলনা?

আজকাল অনেক তরুণ-তরুণী ফেইসবুক, ইনস্টাগ্রামে অচেনা লোকের ছবি ও কথায় বিশ্বাস করে ভালোবাসায় পড়ে যায়। অথচ—

❌ সে কে,
❌ তার পরিচয় কী,
❌ বাস্তব জীবনে সে আদৌ আছে কি না—
এসব কিছু যাচাই না করেই আমরা আবেগে গা ভাসিয়ে দিই।

এভাবে আবেগের বন্যায় ভেসে গিয়ে আমরা নিজেদের ইমান, সম্মান, জীবন ও ভবিষ্যৎ নষ্ট করছি!
---

🔒 তরুণ ভাই ও বোনেরা, একটু থামুন, ভাবুন!

✅ সম্পর্ক গড়ুন হালাল পথে, ইসলামী পদ্ধতিতে।
✅ পর্দা, চরিত্র ও পরিবার দেখে সঙ্গী নির্বাচন করুন।
✅ সোশ্যাল মিডিয়ার প্রেম নয়—আল্লাহভীতি ও দীনের ভিত্তিতে বিয়ে করুন।
---
🤲 আল্লাহ তায়ালা আমাদের সকলকে প্রতারণা, ফিতনা ও অবৈধ সম্পর্ক থেকে হিফাযত করুন।
আমাদের সন্তানদের, ভাইবোনদের হালাল ভালোবাসা ও নিরাপদ সম্পর্কের পথ দেখান।
আমীন।

📢 এই বার্তাটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যেন কেউ আর প্রতারিত না হয়।

#ইসলামি_সচেতনতা #ফেসবুকপ্রেম #বিয়ে_ও_প্রতারণা #হালাল_সম্পর্ক #ইমান_বাঁচান #তারুণ্য_জাগাও

🖤 অতিরিক্ত আবেগ – ধ্বংসের নীরব কারিগর 🖤আমরা মানুষ, আবেগ আমাদের স্বাভাবিক গুণ। কিন্তু যখন এই আবেগ মাত্রা ছাড়িয়ে যায়, তখন ...
27/07/2025

🖤 অতিরিক্ত আবেগ – ধ্বংসের নীরব কারিগর 🖤

আমরা মানুষ, আবেগ আমাদের স্বাভাবিক গুণ। কিন্তু যখন এই আবেগ মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা আশীর্বাদ নয়—অভিশাপে রূপ নেয়।
কিন্তু আজকাল অনেক তরুণ তরুণীকেইকেই দেখি—একটু ভালোবাসা পেলেই নিজেকে হারিয়ে ফেলে, সামান্য অবহেলায় মনভাঙা থেকে শুরু করে আত্মধ্বংসের পথ বেছে নেয়।
কিন্তু ভাই/বোন, আবেগ নিয়ন্ত্রণহীন হলে তা শুধু তোমাকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে।

🔸 অতিরিক্ত ভালোবাসা কখনো কখনো আত্মসমর্পণের রূপ নেয়, যেখানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি অন্যের মাঝে।

🔸 অতিরিক্ত রাগ মুহূর্তেই সব কিছু পুড়িয়ে ছারখার করে দেয়—সম্পর্ক, সম্মান, এমনকি নিজের শান্তিও।

🔸 অতিরিক্ত দুঃখ আমাদের মানসিকভাবে পঙ্গু করে তোলে, হতাশার অন্ধকারে ডুবিয়ে দেয়, যেখানে স্বপ্নগুলো নিঃশ্বাস নিতে ভুলে যায়।

🔸 অতিরিক্ত উৎসাহ কখনো কখনো বাস্তবতা ভুলিয়ে দেয়, ভুল সিদ্ধান্তে ঠেলে দেয়, আর পরে শুধু আফসোসই থাকে।

আবেগ থাকুক—তবে নিয়ন্ত্রিত হোক।
প্রেম হোক সীমায়, রাগ হোক যুক্তিসংগত, দুঃখ হোক শক্তি অর্জনের মাধ্যম, আর উৎসাহ হোক বিবেকের আলোয় পরিচালিত।

আবেগে ভাসো না—আবেগকে সাথে নিয়ে এগিয়ে চলো।
কারণ, অতিরিক্ত আবেগ যখন নিয়ন্ত্রণ হারায়, তখন ধ্বংসই তার পরিণতি হয়।

🔸 একবার ভাবো, নবী করিম ﷺ জীবনের কত কষ্ট পেয়েছেন—ভাই হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন।
তবুও তিনি কখনো আবেগে ভেসে অন্যায় করেননি।
তাঁর আবেগ ছিল, কিন্তু ছিল নিয়ন্ত্রিত।

🔸 কুরআনে আল্লাহ বলেন:

> “ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين”
“তোমরা দুর্বল হয়ো না, দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে।” (সূরা আলে ইমরান: ১৩৯)

#আবেগ_নিয়ন্ত্রণ #ইসলাম_হৃদয়ের_শান্তি

হাজার কোটি টাকা মূল্যের একটি কথা বলেছেন জাহাঙ্গীর সাহেব। অনুরূপ কথাটি পুলিশ থেকে শুরু করে সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচা...
26/07/2025

হাজার কোটি টাকা মূল্যের একটি কথা বলেছেন জাহাঙ্গীর সাহেব। অনুরূপ কথাটি পুলিশ থেকে শুরু করে সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রতিটি নাগরিকের জন্য প্রযোজ্য!!!


Address

Chittagong
1234

Telephone

+8801639245510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omar Faruque-ফরহাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omar Faruque-ফরহাদ:

Share