31/10/2023
ঈর্ষে হয় আপনার প্রতি হে...
বাংলাদেশের এক অদ্বিতীয় ব্যক্তিত্ব/ মাওলানা উবাইদুল্লাহ হামযা।
তিনি কে? একটু জেনে নিন।
১. বাংলাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া (মাদ্রাসা)-এর মহাপরিচালক (মুহ্তামিম)।
২. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান।
৩. তিনি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান।
৪. তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য।
৫. তিনি এনআরবিসি ইসলামী ব্যাংক লিমিটেড-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য।
৬. তিনি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
৭. তিনি ১৯৯২ সালে দাওরায়ে হাদিসে প্রথম শ্রেণিতে প্রথম হন।
৮. তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন।
৯. তিনি কওমি মাদ্রাসার জন্য সরকার অনুমোদিত সুপ্রিম কাউন্সিল আল হাইতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, বাংলাদেশ এর সদস্য।
১০. তিনি সৌদি আরবের প্রতিরক্ষা ও বিমান মন্ত্রণালয়ের অধীনে শিক্ষক ও অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১১. তিনি আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া থেকে প্রকাশিত আরবি ও ইংরেজি ম্যাগাজিন বালাগ আশ-শরক পত্রিকার প্রধান সম্পাদক।
১২. তিনি বাংলাদেশের অন্যতম প্রাচীন মাসিক পত্রিকা আত-তাওহীদ-এরও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৩. তিনি চট্টগ্রামের হালিশহর কে-ব্লক কেন্দ্রীয় মসজিদের খতিব।
১৪. তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তাঁর অনেক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়।
১৫. তিনি সৌদি সরকার ও মুসলিম ওয়ার্ল্ড লীগ এর আমন্ত্রণে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।
১৬. তিনিই মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করেন।
১৭. এছাড়াও বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রণে দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, লেবানন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও তুরস্ক সফর করেন।
১৮. তিনিই আরবি, ইংরেজি, উর্দু, ফারসিসহ ৮-১০ ভাষায় পান্ডিত্য অর্জন করেন। এবং এসকল ভাষায় মাতৃভাষার মত অনর্গল কথাবার্তা ও বক্তব্য দিতে পারেন।
এতগুলো গুণের অধিকারী হওয়া শর্তেও নম্রতা ভদ্রতা ও খোশ মেজাজিয়্যাতের কোন কমতি নেই।
তাই ভালোবাসি আপনাকে দিল থেকে, যতবার কাছে যাই ততবেশি ঈর্ষান্বিত হই।
أحبك من أعماق قلبي يا شيخنا
أحبك في الله يا أميرنا
أحبك بسبب الصفات التي أعطاها الله لك يا فخرنا
أحبك بسبب مُثُلك الجيدة يا برهاننا
আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি।
আল্লাহ যেন প্রতিটি ঘরে এমন ব্যক্তিত্ব সৃষ্টি করেন। আমীন