Meharun Nesa Falgun

Meharun Nesa Falgun I’m professional digital Marketar & Seo e part

27/12/2022

Good morning 🌞☀️🌞🌅

🔰বর্তমান সময় এ ফ্রিল্যান্সিং এর গুরুত্ব দিনদিন বেড়েই চলতেছে সেই সাথে চাকরির বাজারও খারাপ 😔 হচ্ছে। 🔰ফ্রিল্যান্সিং এর ভিতর...
21/12/2022

🔰বর্তমান সময় এ ফ্রিল্যান্সিং এর গুরুত্ব দিনদিন বেড়েই চলতেছে সেই সাথে চাকরির বাজারও খারাপ 😔 হচ্ছে।
🔰ফ্রিল্যান্সিং এর ভিতরে অনেক সাইট আছে।
🔰তবে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং এর ভিতর ডিজিটাল র্মাকেটিং সবথেকে ভালো সহজেই কাজ পাওয়া যায়। কাজ শিখা অবস্থায় ইনকাম করা যায়...
🔰তাই আর দেরি না করে আজই শুরু করুন ডিজিটাল র্মাকেটিং।
🔰বিঃদ্রঃ মোবাইল দিয়েও করতে পারবেন।📱 তবে আমি এটা কখনোই বলবো না আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন।📱আপনি মোবাইল দিয়ে শুরুটা করতে পারবেন।
🔰বিস্তারিত জানতে ইনবক্স।

30/11/2022

একটা বিষয়ে অনার্স করতেও ৫ বছর সময় লাগে, অথচ আমরা ফ্রিল্যান্সিং এ ৫ মাসে সফল না হলে ব্যর্থ হয়ে যাই, ফ্রিল্যান্সিং কে একটা অনার্স মনে করে শিখুন, ইনশাআল্লাহ সফলতা নিশ্চিত

👉আমরা নতুন অবস্থায় এতো চেষ্টার পরেও কেন কাজ পাইনা 👈✅ যারা প্রথম মাসেই ইনকাম এর আশা করে কাজ শিখবে তারা ৫ মাসেও কাজ পাবে ন...
28/11/2022

👉আমরা নতুন অবস্থায় এতো চেষ্টার পরেও কেন কাজ পাইনা 👈

✅ যারা প্রথম মাসেই ইনকাম এর আশা করে কাজ শিখবে তারা ৫ মাসেও কাজ পাবে না। এইটাই বাস্তবতা।

✅ অন্যের ইনকাম এর স্টাটাস দেখে তারাহুরো করা যাবে না।

✅ এখন আর ফাকা মাঠে গোল দেওয়ার সুযোগে নেই।

✅ প্রতিদিন শতশত সেলার লোভ না সামলাতে পেরে তাতক্ষনিক একাউন্ট তৈরি করে ফেলে।

✅ তেমনি প্রতিদিন কাজ দেওয়ার মতো শতশত বায়ার মার্কেটপ্লেসে আসে এবং বাইরে কাজ দিয়ে থাকে।

➡️ তাহলে আমরা নতুন রা কাজ পাইনা কেন! 💵

👉☑️আমাদের কাজ পাওয়ার জন্য কি করতে হবে?

১. ভালো ভাবে কাজ শিখতে হবে।
২. তারাহুরো করা যাবে না।
৩. ভালো ভাবে গিগ রিসার্চ করুন।
৪. ফাইভার রিকমন্ডেড করে সর্ট টাইটেলে
৫. ভালো ভাবে টেগ দিন।
৬. সৃজনশীলতার সাথে এস ই ও একটি পেকেজ তৈরি করুন।
৭. এস ই ও কি -ওয়ার্ড সেটাপ করে ডেসক্রিপশন তৈরি করুন।
৮. গিগ ইমেজ তৈরি করুন ফাইভার এর রিকমন্ডেড যে ভাবে করে।

✅ কিভাবে গিগ ব্যানার ডিজাইন করবেন এটা নিয়ে আমাদের একটি ভিডিও আছে দেখে নিবেন।

✅ সবশেষে গুরুত্ত্বপূর্ণ পার্ট হচ্ছে গিগে PDF ফাইল ব্যবহার করুন। এটি ফাইভার এর রিকমন্ডেড। 💯

কন্টেন্ট বাই,
ফ্রিল্যান্সার আশিক
ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক্স ডিজাইনার

🔴সুখবর 🔰সুখবর 🟢সুখবর 💲💲আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টিটিউট  থেকে  ডিজিটাল মার্কেটিং শিখে অনেক ছেলে-মেয়ে এখন ফ্রিল্যান্সিং ...
23/11/2022

🔴সুখবর 🔰সুখবর 🟢সুখবর 💲💲

আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং শিখে অনেক ছেলে-মেয়ে এখন ফ্রিল্যান্সিং করতেছে এবং ঘরে বসে টাকা ইনকাম করতেছে।🟡

ইনশাআল্লাহ আগামী২৯ তারিখ ☞ রাত ৮ টা ৩০ থেকে৷ লেভেল {one} শুরু হবে। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স✅ ১৭ তম ব্যাচের অনলাইন লাইভ ক্লাস শুরু হবে। তাই এই শেষ মুহূর্তে যারা ১৭ তম ব্যাচে ভর্তি ✅হতে চান তারা আমাকে ✉ এসএমএস করুন ✅

আমাদের আসন সংখ্যা সীমিত তাই আমরা আর ২-৩ জনকে নিবো আমাদের এই ১৭ তম ব্যাচে।🔴

আমাদের ১৮ তম ব্যাচের আবার শুরু হবে কিছু দিন এর মধ্যে মাসের ১ তারিখে এর আগে আমরা আর কোনো নতুন ব্যাচ শুরু করবে না।

🔰💲আমাদের কোর্সে একজন স্টুডেন্ট সাকসেস না হওয়া পর্যন্ত যতো সাপোর্ট লাগে ইনশাআল্লাহ সেটা আমরা দিয়ে থাকি আমাদের কোর্সে আমরা সকল স্টুডেন্টকে জুমে লাইভ সাপোর্ট দিয়ে থাকি।💲💲
#সুু_খবর #চট্টগ্রাম #ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং । যার অর্থ হচ্ছে - মুক্ত পেশা।  যেখানে আপনার কোন সীমাবদ্ধতা নেই। যেখানে আপনি ইচ্ছামত কাজ করে পরিবারের হাল ...
23/11/2022

ফ্রিল্যান্সিং ।
যার অর্থ হচ্ছে - মুক্ত পেশা। যেখানে আপনার কোন সীমাবদ্ধতা নেই।
যেখানে আপনি ইচ্ছামত কাজ করে পরিবারের হাল ধরতে পারেন।
যারা আগ্রহী তারা সারা দেন।
আমি আপনাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারব-
কিন্তু
পরিশ্রমটা আপনাকেই করতে হবে।

✴️পার্ট:২🔰এস.ই.ও শিখতে হলে কি কি বিষয়ে ধারণা থাকা আবশ্যক‼️এস.ই.ও শিখতে হলে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা একান্ত আবশ্যক...
21/11/2022

✴️পার্ট:২

🔰এস.ই.ও শিখতে হলে কি কি বিষয়ে ধারণা থাকা আবশ্যক‼️

এস.ই.ও শিখতে হলে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা একান্ত আবশ্যক সেগুলো আলোচনার পূর্বে এর প্রকারভেদ সম্পর্কে জেনে নেয়া যাক। এস.ই.ও প্রধানত দুই ধরণের হয়ে থাকে। যথা-
🔸১. অন-পেজ এস.ই.ওঃ এটি মূলত ওয়েবসাইটের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। যেমনঃ কনটেন্ট কোয়ালিটি, কনটেন্ট-লেংথ, কি-ওয়ার্ড ডেনসিটি, টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ, ইমেজ ও ভিডিও অপটিমাইজেশন, স্কিমা মার্ক আপ ট্যাগ, ওয়েবপেজ লোড স্পিড, সাইটম্যাপ, ন্যাচারাল এংকর টেক্সট প্লেসিং, ইন্টার্নাল পেজ লিংকিং ইত্যাদি।

🔸২. অফ-পেজ এস.ই.ওঃ এটি ওয়েবসাইটের বহিঃস্থ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে। যেমনঃ ডোমেইন অথোরিটি ও পেজ অথোরিটি বৃদ্ধি, পেজ র‌্যাংকিং বৃদ্ধি, ট্রাস্ট ফ্লো ও সাইটেশন ফ্লো বৃদ্ধি, ব্যাক-লিংক তৈরি ইত্যাদি।

🔷offpage-vs-onpage-seo

এবার জেনে নেয়া যাক, এস.ই.ও শিখতে হলে কোন কোন বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবেঃ

১। Keyword: মানুষ যখন কোনো কিছু জানার অভিপ্রায়ে সার্চ-ইঞ্জিনে যেমন গুগোল, ইয়াহু, বিং এ যা লিখে সার্চ করে তা-ই হচ্ছে মূলত কি-ওয়ার্ড। কি-ওয়ার্ডকে টার্গেট করেই কোনো ওয়েবসাইটের জন্য এস.ই.ও করা হয় এবং সেই টার্গেট কি-ওয়ার্ডের জন্য ওয়েবসাইটটিকে সার্চ-ইঞ্জিনের র‌্যাংকিং এ নিয়ে আসা হয়।

২। SERPs: এটির পূর্ণরূপ হচ্ছে Search Engine Result Pages এটির মধ্যেই সার্চ-ইঞ্জিনের ফলাফল প্রদর্শিত হয়ে থাকে।

৩। PageRank: এটি গুগোলের অ্যালগোরিদমের একটি অংশ যা কোনো ওয়েবপেজকে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে নিয়ে আসে। গুগোলের দেয়া তথ্য অনুসারে, এটি বিভিন্ন ওয়েবপেজের কোয়ালিটি ও কোয়ান্টিটি যাচাই বাছাই করে ওয়েবপেজটির গুরুত্বানুসারে তাকে র‌্যাংকিং এ নিয়ে আসে।

৪। RankBrain: এটি গুগোলের হামিংবার্ড সার্চ অ্যালগোরিদমের একটি উপাদান যা গুগোলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে কাজ করে। এটি গুগোলের সার্চ রেজাল্টকে ফিল্টার করে সবচেয়ে প্রাসঙ্গিক তথ্য ব্যবহারকারীর নিকট উপস্থাপন করে থাকে।

৫। গুগোল স্যান্ডবক্সঃ সার্চ ইঞ্জিন জগতে প্রচলিত একটি বিশ্বাস বা ধারণা রয়েছে যে, গুগোল একটি বিশেষ ফিল্টারিং প্রক্রিয়া ব্যবহার করে নতুন কোনো ওয়েবসাইটকে সার্চ-ইঞ্জিন-রেজাল্ট-পেজে আসতে দেয় না। আর এই ফিল্টারটির নামই হচ্ছে গুগোল স্যান্ডবক্স। এটি ফিল্টারের ন্যায় কাজ করে বলে এর নাম

✴️পার্ট: ১🔰SEO- কি⁉️ যদিও এস.ই.ও একটি ব্যাপক ও বিস্তৃত বিষয় তবুও একে এক কথায় বলতে গেলে এভাবে বলা যায়, এটি এমন কতকগুলো কৌ...
20/11/2022

✴️পার্ট: ১

🔰SEO- কি⁉️

যদিও এস.ই.ও একটি ব্যাপক ও বিস্তৃত বিষয় তবুও একে এক কথায় বলতে গেলে এভাবে বলা যায়, এটি এমন কতকগুলো কৌশলগত প্রক্রিয়ার সমষ্টি যা কোনো ওয়েবসাইটটিকে সার্চ-ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে এসে ওয়েবসাইটির ফ্রি, অর্গানিক, এডিটরিয়াল অথবা ন্যাচারাল ট্রাফিক বৃদ্ধি করে থাকে।

ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো কতটা জরুরি? ধরুন, আপনি অনেক টাকা ব্যয় করে একটি ব্যবসা দাঁড় করালেন, কিন্তু আপনার পণ্য কেনার মতো কোনো ক্রেতা আপনার প্রতিষ্ঠানে আসছে না। তখন অনেক টাকা লগ্নি করা সত্ত্বেও আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি কোনো লাভের আশা করতে পারবেন না। ঠিক তেমনই, লক্ষ টাকা খরচ করে ওয়েবসাইট তৈরি করে কোনো লাভ হবে না, যদি সে ওয়েবসাইটে কোনো ট্রাফিক না থাকে। আর এই মহা মূল্যবান ট্রাফিক বৃদ্ধির কাজটিই করে থাকে এস.ই.ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

🔰SEO- কিভাবে কাজ করে?

সার্চ-ইঞ্জিনের র‌্যাংকিং এ কোনো ওয়েবসাইটকে নিয়ে আসতে হলে সেই সাইটে এস.ই.ও করতে হয়। এস.ই.ও একটি ওয়েবসাইটের কনটেন্ট, সাইট আর্কিটেকচার, এইচ.টি.এম.এল টাইটেল ট্যাগ, মেটা ডেস্ক্রিশন নিয়ে কাজ করে, সেই সাইটটিকে সার্চ ইঞ্জিনের র‌্যাংকিং এ নিয়ে আসে। তাছাড়া, ব্যাকলিংক বিল্ডিং, সোশ্যাল শেয়ারিং, ট্রাস্ট বিল্ডিং এর মাধ্যমে ইন্টারনেটে ওয়েবসাইটটির জনপ্রিয়তা বৃদ্ধি করেও ওয়েবসাইটিকে সার্চ-ইঞ্জিনের র‌্যাংকে নিয়ে আসে।

প্রতিটি সার্চ ইঞ্জিনের নিজস্ব কিছু অ্যালগোরিদম থাকে যা নির্দিষ্ট সময় পর পর আপডেট দেয়া হয়। অ্যালগোরিদম আপডেটের সাথে সাথে সার্চ-রেজাল্ট পেজেও পরিবর্তন আসে। এতে করে পরিবর্তিত পরিস্থিতিতে এস.ই.ও টেকনিক ও কলাকৌশলেও পরিবর্তন আনতে হয়। কেউ যদি সার্চ ইঞ্জিনগুলোর মৌলিক নীতিমালা বা টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুসরণ না করে তবে তার ওয়েবসাইটি সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম কর্তৃক পেনালাইজড হতে পারে। আর যদি কোনো ওয়েবসাইট পেনালাইজড হয়ে যায় বা ব্যাকলিস্টেড হয়ে যায়, তবে সেই সাইটটিকে স্বাভাবিকভাবে আর কখনো সার্চ ইঞ্জিনের র‌্যাংকিং এ নিয়ে আসা যায় না। তাই এস.ই.ও এর কাজ নিময় নীতি মেনে আদর্শ পন্থায় করা উচিত।

🔹জীবনকে সহজ করার জন্য কিছু ভালো অভ্যাস🔹◾বন্ধু কম থাকা ভালো।◾বন্ধুত্তের নামে নিজেকে একেবারে বিলিয়ে দিবেন না। Be less frie...
18/11/2022

🔹জীবনকে সহজ করার জন্য কিছু ভালো অভ্যাস🔹

◾বন্ধু কম থাকা ভালো।
◾বন্ধুত্তের নামে নিজেকে একেবারে বিলিয়ে দিবেন না। Be less friendly।
◾কেউ পাত্তা না দিলে অযথা তার পিছনে দৌড়ানোর দরকার নেই।
◾নিজের চারপাশের সব কিছুর ব্যাপারে নাক গলানোর দরকার নেই।
◾যথা সম্ভব কম কথা বলার চেষ্টা করতে হবে।
অতিরিক্ত চিন্তা করা যাবে না।
◾অন্য ব্যক্তির হাতে নিজের ব্যক্তিত্বকে তুলে দিবেন না।
◾কুকুর হয়ে দীর্ঘ সময় বাঁচার তুলনায় সিংহ হয়ে একদিন বাঁচা অনেক ভালো।
◾ছোট ছোট জিনিসের মাঝে সুখ খুজতে হবে।
◾ব্যর্থতা খারাপ কিছু নয়।
◾বুঝতে হবে কোন কিছু অর্জন করা বাধ্যতামূলক নয়।
◾অতিরিক্ত ভালো হবার কোন দরকার নেই।
◾নিজেকে যথা সম্ভব শান্ত রেখে জীবন যাপন করুন।
◾অন্যদের কাছ থেকে মতামত নেন এবং নিজের মত সিদ্ধান্ত নেন।

~ধন্যবাদ🙂

IMBD AgencyMenuDigital Marketing কি এবং এটি কিভাবে ব্যবসাকে সমৃদ্ধ করে    বর্তমানে ব্যবসায় শাখার সবচেয়ে বড় ও উন্নত শা...
17/11/2022

IMBD Agency
Menu
Digital Marketing কি এবং এটি কিভাবে ব্যবসাকে সমৃদ্ধ করে




বর্তমানে ব্যবসায় শাখার সবচেয়ে বড় ও উন্নত শাখাটির নাম হলো ডিজিটাল মার্কেটিং। এই আর্টিকেলে ডিজিটাল মার্কেটিং কি এবং এটি দ্বারা কিভাবে ব্যবসাকে সমৃদ্ধ এবং খুব দ্রুত উন্নত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
Digital Marketing কি?
বর্তমান যুগ হাই স্প্রিট ইন্টারনেটের যুগ।এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় । এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকে ডিজিটাল মার্কেটিং বলে। এককথায় বলা যায়- ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়। ইন্টারনেট ব্যবস্থা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। যেমন- গুগল, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক সহ নানান সামাজিক যোগাযোগ মাধ্যম।

ডিজিটাল মার্কেটিং কেন করবেন?
এর জবাব হতে পারে এমন- খুব স্বল্প সময়ে সঠিকভাবে আপনি আপনার পন্যকে কাস্টমারের কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারবেন। আপনার পণ্য টি যে সকল কাস্টমারের কাছে ব্যপক চাহিদা রয়েছে তাদের সহজে চিহ্নিত করতে পারবেন। আপনার প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সাথে ব্যবসায়িক ঘাটতি সহজে নির্ণয় করতে পারবেন। এক কথায় ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে।

কি ভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন?

প্রথমত আপনার পণ্যটি কোন ক্যাটাগরির কাস্টমারের কাছে চাহিদা সম্পূর্ণ তা বিবেচনা করে সে অনুযায়ী সঠিক তথ্য ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরতে হবে। পণ্যের ধরণ ও চাহিদানুযায়ী আপনাকে কনটেন্ট সাজাতে হবে। আপনি কোন ডিজিটাল মাধ্যম কে ব্যবহার করে মার্কেটিং শুরু করবেন তা ঠিক করতে হবে এবং সেই ডিজিটাল মাধ্যমটি সম্পর্কে আপনাকে ভাল জ্ঞান রাখতে হবে।

Address

Brahmanbaria
Chittagong
799001

Telephone

+8801641774265

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meharun Nesa Falgun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meharun Nesa Falgun:

Share