24/04/2025
নিসন্দেহে আমরা উগ্রবাদীদের সর্মথন করি না। তবে উগ্রবাদী শুধু মুসলমান রাই হয়,এমন না। বিভিন্ন ধর্মের ভিতর আছে যারা সামাজে এবং গোটা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরী করতে চাই। সম্প্রতি ভারতে কাশ্মীরে এমন ঘটনা ঘটেছে। এখন তারা তাদেরই দেশে থাকা মুসলমানদের নির্মম অত্যাচার করচ্ছে, যদিও সেটা আগের থেকেই চলমান ছিল। তারা ফিলিস্তিনের গাজাবাসীদের উদাহরণ দিয়ে হুমকি দিয়ে বলছে গোটা মুসলমানকে এভাবেই শেষ করে দেবে ।
অথচ এই মুসলমান গুলো যারা অত্যাচারের শিকার হচ্ছে তারা তাদের দেশেরই নাগরিক। তাদের এই অপকর্মের জন্য আমরা বাংলাদেশ এবং গোটা মুসলমান জাতি তীব্র নিন্দা জানাই এবং হুশিয়ারি দেওয়া হচ্ছে, সময় থাকতে নিজেদের সংশোধন করে নিন। তা না হলে প্রতিবাদের আগুন জ্বলবে। আমরাও সন্ত্রাস ও বিশৃঙ্খলা কারীদের অপছন্দ করি।