Md Easa Nobi

Md Easa Nobi I am highly motivated and confident in my ability to develop a professional and secure Website.
(2)

08/04/2025

আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই তত বেশি চাপিয়ে দেবে!
চাপে পড়ে সবকিছু মানতে মানতে একসময় দেখবেন,সবাই ঠিকঠাক আছে কিন্তু আপনি আর সেই আপনি নেই!

সবশেষে সমাপ্তি টা এরকমই হয় যে- যাদের জন্য নিজেকে এত পরিবর্তন করবেন,
ঠিক তারাই আপনাকে দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে যে আপনার এত কিছুর কোনো মূল্যই নেই তাদের কাছে।🖤

02/04/2025

কুললিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মাংতাশাউ ওয়া তাংযিউল মুলকা মিম্মাংতাশাউ ওয়া তুইয্যু মাংতাশাউ ওয়া তুজিল্লু মাংতাশাউ বিইয়াদিকাল খাইরু ইন্নাকা আলা কুল্লি শাইয়িং ক্বাদির।

’অর্থ : ‘(হে রাসুল!) আপনি বলুন, হে আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।’ (সুরা আল-ইমরান : আয়াত ২৬)

20/03/2025

তুমি বলেছিলে, "নিজের যত্ন নিও"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
"আমার জন্য তোমার নিজের যত্ন নিতে হবে।

06/03/2025

একটা কুকুর ও সন্তান জন্মদেয়,

সুতরাং, সন্তান জন্মদানের মাঝে বাহাদূরি করার কিছুই নাই।।

তবে, একজন নেক্কার সন্তান অবশ্যই পুরসংস্কৃত বাবার জন্য গর্বের।

সন্তান জন্ম দিয়ে তাদের সঠিক গাইডলাইন দিয়ে মানুষ করা পিতা মাতার প্রথম দায়িত্ব ও কর্তব্য।

পিতা মাতার কাছে সন্তান যেমন কাছের, তেমনি সন্তানের কাছে ও তেমন।। তাদের এমন ভাবে তৈরি করেন যাতে মৃত্যুর পর জানাজা, এবং কবর জেয়ারত করতে পারে।

রবের কাছে অশ্রুসিক্ত চোখে দোয়া কামনা করে পারে।।
”রব্বির হাম-হুমা কামা রাব্বায়ানীর সাগীরা”"

অথচ, তারা তা না-করে মদ্যপান ও জুয়া ইত্যাদি-তে নিজেদের ব্যস্ত রেখেছেন, অন্য দিকে চাইছেন একজন আদর্শ সন্তান।।
ও আল্লাহ তাদের মাঝে নালত দিন, নয়তো অচিরে হেদায়েত দিয়ে আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করুন।।

দায়িত্ব পালনের ভয়ে সে-সব গার্ডিয়ান নিজেকে আড়াল করে রেখেছেন, আপনি তাদের চির তরে আড়াল করে দিন।।

সে-সব বাবাদের ঘূণা করা ছাড়া আর কিছুই নাই, যারা ছেলে সন্তানের এবং পরিবারের সুন্দর ভবিষ্যত নষ্ট করে নিজেকে একজন বাবা হিসাবে ক্ষমতার জাহির করতে ব্যস্ত সব সময়।।

#আবেগ_এখন_নিয়ন্ত্রণে_তবে_আমি_ধ্বংসের_শেষ_প্রান্তে।

06/03/2025

︵♡“অন্তরের অন্তরালে অন্তহীন অস্থিরতা”♡︵

13/06/2024

ধোঁকা! সারাজীবন দুনিয়ায় বেঁচে থাকার জন্য কতকিছুই না করি। আহ! কি নির্মম বাস্তবতা। এতকিছু করেও দুনিয়ায় থাকার সুযোগ তো হয়ই না; বরং শূন্য হাতে বিদায় নিতে হবে আমায়। আহা এই হায়াত কি কাজে ব্যয় করেছেন, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন, খালি হাতে গেলে কিভাবে আল্লাহ সামনে দাঁড়াবেন? তাই সময় শেষ হওয়ার আগেই নিজের জন্য কিছু করুন।

কথা : আদিব সালেহ

©

04/06/2024
04/06/2024

বর্তমান বাস্তবতা।

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খা...
12/03/2024

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল।

বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।

জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন?

রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা।

ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে।

উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-

"আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে।

এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়! 😢

রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ!

কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!

আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে?
আজান দিতে আর কতক্ষণ?

আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে।

শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।

আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই! 😢

®সংগৃহীত.

15/02/2024

সকল এসএসসি পরীক্ষার্থীদের প্রতি রইলো প্রাণঢালা ভালোবাসা ও অভিনন্দন ।

ভয় পাওয়ার কিছু নাই, টেনশন করার কোন প্রয়োজন নাই।
অনেকেই অনেক কথা বলবে, প্রেসার দিবে, সবকিছু হাসিমুখে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে জাস্ট বের করে দিবা।

মনে রাইখো পরীক্ষা যত ঠান্ডা মাথায় দিতে পারবা ততো ভালো হবে।

বিশ্বাস রাখো নিজের উপর।❤️

26/01/2024

একটা সুন্দর মোনাজাত!

ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না জেনে,কত মানুষকে কষ্ট দিয়েছি,কত ওয়াক্ত নামাজ কাজা করেছি,কার কার নামে গীবত করেছি,কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি!আস্তাগফিরুল্লাহ!

ইয়া আল্লাহ! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান,আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন।

ইয়া আল্লাহ! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন।আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুণ।

আমিন।

#তাওয়াক্কুল
#ইত্তাকুল্লা
#আরশীল আজীম

07/01/2024

আলহামদুলিল্লাহ।

Address

NEW MARKET
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Md Easa Nobi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Easa Nobi:

Share

OUR SERVICES

Struggling to grow your Facebook business page? I'm here to help. I can help you create, customize, and manage your Facebook business page with highly researched content. Also, I'm ready to manage your other social media sites, such as Instagram management, lead generate through social channels including Twitter management, LinkedIn, email marketing etc. I can create attractive motion and custom graphics. I am regular, detail-oriented, and maintaining high work ethics. Let me help you to grow your Facebook business page organically. Do not hesitate to send me a message here.