21/03/2024
আজ ইফতার আটকে দিতে পারলে কাল ঈদের নামাজ আটকে দিবে। তারপর জুম্মা বন্ধ করবে। এই ধারাবাহিকতায় ইসলামকে ঘরের মধ্যে ঢোকাবে। ঘরে বসে ইসলাম পালনের কথা বলবে। সামাজিক ইসলামকে নিষিদ্ধ করবে।
তখন ইফতার, জুম্মা আর ঈদের নামাজকে সমাজে অপ্রয়োজনীয় হিসাবে বোঝাবে। তখন মসজিদ অপ্রয়োজনীয় হয়ে পড়বে। অপ্রয়োজনীয় মসজিদ দিয়ে এতটা দামি জায়গা অযথাই দখল করে রাখার কোন মনে হয় না! অতএব এটা সেটা অজুহাত বের করে মসজিদগুলো ভাঙ্গা হবে।
ভারতে অবৈধ জমির উপরে স্থাপিত - এই অজুহাত দিয়ে কত মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে জানেন তো?🙂
একটু সময় লাগবে, তবে এমনই হবে- যদি ব্যাপারটা না ধরতে পারেন, তবে সমবেদনা।
©collected