Yousuf Hossain

Yousuf Hossain I am a Professional
Digital Marketer,
Digital Entrepreneurs,
Skill Development Consultant.

21/03/2024

আজ ইফতার আটকে দিতে পারলে কাল ঈদের নামাজ আটকে দিবে। তারপর জুম্মা বন্ধ করবে। এই ধারাবাহিকতায় ইসলামকে ঘরের মধ্যে ঢোকাবে। ঘরে বসে ইসলাম পালনের কথা বলবে। সামাজিক ইসলামকে নিষিদ্ধ করবে।

তখন ইফতার, জুম্মা আর ঈদের নামাজকে সমাজে অপ্রয়োজনীয় হিসাবে বোঝাবে। তখন মসজিদ অপ্রয়োজনীয় হয়ে পড়বে। অপ্রয়োজনীয় মসজিদ দিয়ে এতটা দামি জায়গা অযথাই দখল করে রাখার কোন মনে হয় না! অতএব এটা সেটা অজুহাত বের করে মসজিদগুলো ভাঙ্গা হবে।

ভারতে অবৈধ জমির উপরে স্থাপিত - এই অজুহাত দিয়ে কত মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে জানেন তো?🙂

একটু সময় লাগবে, তবে এমনই হবে- যদি ব্যাপারটা না ধরতে পারেন, তবে সমবেদনা।

©collected

পড়ালেখা করার পাশাপাশি স্কিল বাড়ান।মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখুন। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজ...
02/03/2024

পড়ালেখা করার পাশাপাশি স্কিল বাড়ান।
মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখুন। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং যা ভালো লাগে শিখুন। বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় এগুলা শিখা ব্যাপার না! দরকার আপনার চেষ্টা আর ইচ্ছা!
প্রতিদিন কমপক্ষে ১ ঘণ্টা রাখুন স্কিল বাড়ানোর জন্য! সময় গেলে ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই!
না হলে, দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই এই রকম পোস্টের সংখ্যা বাড়বে 🙂
তথ্য-প্রযুক্তিতে দক্ষ হলে দেশ ও বিদেশ সব জায়গায় কিছু করে খেতে পারবেন। বেকার থাকতে হবে না 🙂
জীবন আপনার, সিদ্ধান্তও আপনার 🙂




❝ Sales ❞ এর full Form🤷‍♀️ S = Salute (কাস্স্টমারকে অভিবাদন জানানো)  A= Attention (কাস্টমারের কথায় মনোযোগ দেওয়া)   L= Li...
26/02/2024

❝ Sales ❞ এর full Form🤷‍♀️

S = Salute (কাস্স্টমারকে অভিবাদন জানানো)
A= Attention (কাস্টমারের কথায় মনোযোগ দেওয়া)
L= Listen (কম কথা বেশি শুনা)
E= Explain (প্রডাক্ট সম্পর্কে বর্ননা করা)
S= Satisfiction (কাস্টমারের সন্তুষ্টি অর্জন করা)

এই পাঁচটি স্টেপ ফলো করে কাজ করলে আপনারা যে কোন প্রোডাক্ট অনায়াসে Sales করে নিতে পারবেন খুব সহজে😇

Visiting card doneEditing by mobile 👍
21/02/2024

Visiting card done
Editing by mobile 👍

একজন অনলাইন মার্কেটারের মার্কেটিং এর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হাতিয়ার হিসেবে কাজ করে তা হলো কন্টেন্ট রাইটিং। ...
19/02/2024

একজন অনলাইন মার্কেটারের মার্কেটিং এর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হাতিয়ার হিসেবে কাজ করে তা হলো কন্টেন্ট রাইটিং। যা তার মার্কেটিং এর প্রসার অনেকগুন বাড়িয়ে দেয়।
** চলুন বিস্তারিত জেনে নেয়া যাক এই কন্টেন্ট রাইটিং এর বিষয় বস্তু👉
💠 কন্টেন্ট কী এবং কন্টেন্ট রাইটিং বলতে কী বুঝি?🤔🤔
=> ইন্টারনেট বা ওয়েবসাইটে কোন লিখিত বা পাঠ্য বিভিন্নরকম বিষয়সূমহকে কন্টেন্ট বলে।
এই বিষয় বা টপিকগুলো নিয়ে ১০০-২০০ বা ততোধিক শব্দের লেখা আকর্ষণীয় ভাবে তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট তুলে ধরে তাকে কন্টেন্ট রাইটিং বলে এবং যিনি তুলে ধরেন তাদের কে কন্টেন্ট রাইটার বলে।

💠 কন্টেন্ট রাইটিং কেন দরকার??🤔🤔
=>. নিজের মনের ভাবকে বিস্তারিতভাবে লিখিত আকারে সবার কাছে প্রকাশ করার জন্য।অনলাইন মার্কেটিংয়ে সাফল্য লাভের জন্য।বিভিন্ন প্রোডাক্টস সম্পর্কে বিস্তারিত তথ্য সকলের কাছে উপস্থাপন করার জন্য অবশ্যই কন্টেন্ট রাইটিং জরুরি। 😊😊

বিভিন্ন মাধ্যমে আমরা কন্টেন্টগুলো উপস্থাপন করতে পারি সেগুলো হলোঃ- লিখিতভাবে, ভিডিওর মাধ্যমে, কোন ফটোগ্রাফিক ছবির মাধ্যমে এবং অডিও আকারে।

💠 এই কন্টেন্ট গুলো তৈরি করতে আমাদের কি কি বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত??😇😇
১. কন্টেন্ট রাইটিং কেন দরকার?
২. একজন কন্টেন্ট রাইটারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকা দরকার?
৩. ভালো কন্টেন্ট তৈরির উপায়?
৪. Effective Content writing এর জন্য করনীয়??
৫. Content Type কত প্রকার?
৬. কন্টেন্ট লেখার দৃষ্টিভঙ্গি।
৭. কন্টেন্ট আকর্ষণীয় করার উপায়। এবং কন্টেন্টের বিষয়।

হার মেনে নেওয়া সফলতা নয়,একটা কাজ করে যাও যতক্ষন সঠিক সমাধান পাচ্ছো না ততক্ষণ চেষ্টা করে যাও একদিন তুমি তোমার গন্তব্যে প...
19/02/2024

হার মেনে নেওয়া সফলতা নয়,
একটা কাজ করে যাও যতক্ষন সঠিক সমাধান পাচ্ছো না ততক্ষণ চেষ্টা করে যাও একদিন তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে
শুভ সকাল ❤️

✍️ ফ্রিল্যান্সিং এর ভাষায় একটা কথা আছে,“যত Learn তত  Earn and Fun 💰তবে অধিকাংশই Learn করার আগেই Earn করতে চায়।আবার অনেকে...
17/02/2024

✍️ ফ্রিল্যান্সিং এর ভাষায় একটা কথা আছে,
“যত Learn তত Earn and Fun 💰
তবে অধিকাংশই Learn করার আগেই Earn করতে চায়।আবার অনেকে তো ফ্রি তে Learn করতে চায়।

কিন্তু নিজের উপর নিজের ইনভেস্ট করে আমরা ক'জন দক্ষ হতে চাই।চলছেই তো দিন চলুক।এরকম মন নিয়ে বসে থাকি।
কিংবা খুব আগ্রহ নিয়ে শুরু করেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌছাতে পারিনা।
কারণ আমরা ধৈর্য হারিয়ে ফেলি,বেশি পরিশ্রম করতে চাই না।
নিয়মিত ক্লাস করবো না,সব কাজ করবো কিন্তু প্র‍্যাক্টিস করবো না তাহলে সফলতা কি আকাশ থেকে পড়বে!আর এরকম ব্যক্তিরাই বলবে ফ্রিল্যান্সিং এ এখন কাজ নাই।নিজে তো নিজের দোষে ব্যর্থ হবে এবং আরেকজনকে পেছন থেকে টেনে ধরবে।

আমরা সকলে সফল হওয়া দেখি,সফল হওয়ার পেছনের গল্পটা দেখি না,পরিশ্রম,কষ্টটা দেখিনা।

ফ্রিল্যান্সিং করতে [সততা,আত্মবিশ্বাস,ধৈর্য,পরিশ্রম এবং ধারাবাহিকতা ] অনেক বেশি জরুরী।

এই ৫ টি গুণকে আপনি একই সুতোয় বাধতে পারলে তবেই আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন ইনশাআল্লাহ।






অন্যের সফলতার গল্প দেখে মোটিভেশন নেওয়া যায়, তবে শুধুমাত্র, নিজের লক্ষ্য অর্জনে পজিটিভ একশনই আমাদেরকে সফল করতে পারবে।Trul...
17/02/2024

অন্যের সফলতার গল্প দেখে মোটিভেশন নেওয়া যায়,
তবে শুধুমাত্র, নিজের লক্ষ্য অর্জনে পজিটিভ একশনই আমাদেরকে সফল করতে পারবে।

Truly Believe....
Knowing is not enough... We must take action

ওয়েবসাইট তৈরি করে আয় করার প্রক্রিয়া ✨যদি আপনি WordPress ব্যবহার করে বিভিন্ন রকমের ওয়েবসাইট / ব্লগ তৈরি করতে পারেন,তাহলে,...
16/02/2024

ওয়েবসাইট তৈরি করে আয় করার প্রক্রিয়া ✨

যদি আপনি WordPress ব্যবহার করে বিভিন্ন রকমের ওয়েবসাইট / ব্লগ তৈরি করতে পারেন,

তাহলে, নিজের তৈরি করা ওয়েবসাইট গুলো বিক্রি করে টাকা আয় করতে পারবেন।
যেমন,
বর্তমান সময়ে প্রত্যেক কোম্পানি গুলোর একটি portfolio website এর প্রয়োজন।

তাই, আপনি বিভিন্ন company গুলোর সাথে সংযুক্ত হয়ে তাদের জন্য portfolio website বা brand website তৈরি করতে পারবেন।

তাছাড়া, আপনারা flippa ওয়েবসাইট এর মাধ্যমে নিজের তৈরি করা ওয়েবসাইট গুলোকে সোজা ভাবে বিক্রি করতে পারবেন।

ভিডিও এডিটিং কি ⁉️(Jared Nelson- এর মতে, Video editing is the process of piecing together video clips, images, and sound...
13/02/2024

ভিডিও এডিটিং কি ⁉️

(Jared Nelson- এর মতে, Video editing is the process of piecing together video clips, images, and sounds to create a movie) অর্থাৎ, ভিডিও ক্লিপস, ছবি, অডিও ফাইল- এই সকল কিছু পাশাপাশি বসিয়ে যখন নতুন কোনো গল্প বলার উদ্দেশ্যে একটা নতুন ভিডিও তৈরি করা হয়, তখন সে প্রক্রিয়াকে ভিডিও এডিটিং বলে। এডোবি প্রিমিয়ার প্রো, ফিলমোরা- এমন কিছু সফটওয়্যার ভিডিও এডিটিং জগতে বেশ জনপ্রিয়🤷‍♀️✌️

ভিডিও এডিটিং ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে ভিডিও কন্টেন্ট এখন অবিচ্ছেদ্য অংশ। তাই, অন্তত চাকরির বাজারে এগিয়ে থাকতে হলেও ভিডিও এডিটিং শেখা জরুরি। নিচের টপিকগুলোর মাধ্যমে আমরা ভিডিও এডিটিং কেন শিখবো তার ধারণা পাবো।

✅ভিডিও ভাবপ্রকাশের শক্তিশালী মাধ্যম
✅বর্তমানে ভিডিও অনেক সহজলভ্য
✅খুব বেশি খরচ বা উপকরণের প্রয়োজন নেই
✅ভিডিও মানুষকে আকৃষ্ট করে বেশি
✅ভবিষ্যতে এর বাজার আরো বাড়বে

“সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের ‘না’ বলার ক্ষমতাও অসাধারণ।”
30/01/2024

“সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের ‘না’ বলার ক্ষমতাও অসাধারণ।”

Address

Chittagong
4215

Alerts

Be the first to know and let us send you an email when Yousuf Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yousuf Hossain:

Share