
04/03/2024
ইনি হলেন সাবিত্রী চ্যাটার্জি !
ভালোবাসা কাকে বলে ?
এনাকে দেখুন _
রুপালি পর্দায় পা দিয়ে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে মহানায়ক উত্তম কুমারকে ।
উত্তম কুমার বিবাহিত ছিলেন, এমনকি সন্তানও ছিলো তাঁর ।
সাবিত্রী চ্যাটার্জি আজও বিয়ে করেন নি, সংসারে আসেন নি ! সারা জীবন একা কাটিয়ে দিয়েছেন উত্তম কুমারের স্মৃতি নিয়ে, একতরফা ভালোবাসা নিয়ে !
কে বলে ভাই একতরফা ভালোবাসা যায় না ?
একতরফা ভালোবাসা নিয়েও যে বাঁচা যায় তার জ্বলন্ত উদাহরণ পঞ্চাশ দশকের টলিউড অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জী
Follow our page ❤️