Rajan Paul

Rajan Paul Hi,I Am Rajan Paul.You Are Honourably Welcome To My Page. Here I Wanna Share My Experience n Event Of Life.

15/04/2025

পাবলিক প্লেসে এমন করাটা কি খুব শোভনীয়!!!

10/04/2025

শূন্যাবস্থায় যে হাত সঙ্গ দেয়, ছয় অংকের বেশি ডিজিট পকেটে থাকলে নিঃসন্দেহে সেই হাতের জন্য উৎসর্গ করা যায়।

30/03/2025

সনাতনী পঞ্জিকায় ২০২৬ সালের ঈদ কবে?

29/03/2025

ঝগড়া-ঝাটি ভালো জিনিস না, আগে তিতা পরে মিঠা।

28/03/2025

🇧🇩🇧🇩 বাংলাদেশ 🇧🇩🇧🇩

সত্যি আমার বাংলাদেশ অনেক সুন্দর ঠিক রবিঠাকুরের গানের মতো- "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি"। এই দেশের মানুষগুলোও আরো অনেক বেশি কিউট। এই দেশের মানুষের গুনের কথা মাসের পর মাস বললেও শেষ হবে না। কেবল মাত্র জেলা ভেদে এখানে মানুষকে জাজমেন্ট করা হয়। এই দেশে বিশিষ্ট সমালোচকরা সমালোচনার ব্যস্ততায় কোনো বিষয় সমাধানের জন্য সময় পাওয়া না। এই দেশের শিক্ষা, চিকিৎসা ও প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্বের সকল দেশ থেকে অনেকগুন এগিয়ে, তবুও এই দেশের মানুষগুলোও বিভিন্ন দেশের এম্বাসিগুলোতে ভিসার জন্য বছরের পর বছর অপেক্ষা করে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এই লাইটি কেবল এই বাংলাদেশের জন্যই প্রযোজ্য। কাদায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া আর অসুস্থ সাংবাদিকতার কথা নাই বা বললাম এমনটা বললেও কিন্তু দেশদ্রোহী খেতাব পেতেও খুব একটা কষ্ট হবে না।আমি একজন নিরব নাগরিক শান্তিকামী জনতার ভীড়ে। ভিজে যাওয়া অন্তর্বাসের প্রতিটি অন্তহীন ঘামের ফোটা জানে এই দেশকে নিয়ে আমি কিংবা আমার মতো আরো কতো প্রাণ প্রতিনিয়ত চিন্তা করছে এই দেশ নিয়ে। কিছু প্রলাপ মনে থাকুক শেষ বেলায় বলবো বলে।

দিনশেষে একটি কথা মাথায় হয়তো কম বেশি সবাইকেই ভাবায়- " আছে কি বাকস্বাধীনতা? আদৌ কি ছিলো কখনো? চিৎকার কেবল প্রতিধ্বনিত হবে পটি করবার কক্ষে কেবলই নিজের পক্ষে"।
বাংলাদেশ তুমি কার? বাংলাদেশ তুমি কোথা থেকে এসেছো? বাংলাদেশ তোমার প্রথম স্বীকৃতি কার ছিলো?

✍️ Rajan Paul

26/03/2025

Satwik er Mama Barite Prathom Mukhe Vat.

26/03/2025

চোখের পলকে বিপদ হতে পারে🥲, ব্যাথা পেয়েও কি সাবলীল হাসিমাখা মুখ❤️

26/03/2025

চলিতেসে সার্কাস....

ভোর হতে দেখার মুহুর্তটাই স্নিগ্ধময়তায় পরিপূর্ণ। শান্ত সকালের সূচনা আর নিত্য যান্ত্রিকতায় নিজেকে ব্যস্ততায় মাখানোর পায়তার...
25/03/2025

ভোর হতে দেখার মুহুর্তটাই স্নিগ্ধময়তায় পরিপূর্ণ। শান্ত সকালের সূচনা আর নিত্য যান্ত্রিকতায় নিজেকে ব্যস্ততায় মাখানোর পায়তারার সাথে আরো একটি স্বাধীনতার প্রতিচ্ছবি ভেসে উঠে কুয়াশাজড়ানো আকাশে।

Address

Chittagong Cantonment
Chittagong
4214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajan Paul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajan Paul:

Share

Category