Madrasha of green bengal

Madrasha of green bengal islamic news . all madrasa news. khabar . madrasa.

খুব মনে পড়ে আপনার কথা , কাকে বলবো বিরহের কথা , হে আল্লাহ শায়েখকে জান্নাতের উচু মাকাম দান করুন।(আমিন)শায়খুল ইসলাম আল্লাম...
30/05/2024

খুব মনে পড়ে আপনার কথা ,
কাকে বলবো বিরহের কথা ,
হে আল্লাহ শায়েখকে জান্নাতের উচু মাকাম দান করুন।(আমিন)
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী [ রহঃ ]

~~ আলহামদুলিল্লাহ্;- 🌹🍀দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় কিছুক্ষণ আগে আল্লামা মুফতি জসীম উদ্দিন হাফিঃ এর হাতে ...
30/11/2023

~~ আলহামদুলিল্লাহ্;- 🌹🍀
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় কিছুক্ষণ আগে আল্লামা মুফতি জসীম উদ্দিন হাফিঃ এর হাতে মা ও ২ছেলে সহ মোট তিনজন শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছেন।

~আল্লাহ্ তায়ালা ওনাদের খাতেমাহ বিল খাইর নসিব করুক।
Darul Ulom Hathazari দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা

- বাংলাদেশের শ্রেষ্ঠ কওমি অঙ্গন Darul Ulom Hathazari দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা 💞✅💞
19/11/2023

- বাংলাদেশের শ্রেষ্ঠ কওমি অঙ্গন Darul Ulom Hathazari দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা
💞✅💞

আহ্  আল্লামা শাহ আহমদ শফী রহ, আজকের এই দিনে (১৮ সেপ্টেম্বর ২০২০) আমাদের কে এতিম করে রবের ডাকে সারাদিয়ে চলে  গেছেন, কাছে ...
17/09/2023

আহ্
আল্লামা শাহ আহমদ শফী রহ, আজকের এই দিনে (১৮ সেপ্টেম্বর ২০২০) আমাদের কে এতিম করে রবের ডাকে সারাদিয়ে চলে গেছেন,
কাছে থেকে দেখেছি তার বিচক্ষণতা। প্রতিটি কাজের দক্ষতা। সদা সর্বদা আল্লাহর জিকিরের নিজেকে মগ্ন রাখা ।
তিনি ছিলেন একবিংশ শতাব্দীর প্রারম্ভে বাংলাদেশে ইসলামি নবজাগরণের প্রতীক।

হাটহাজারী মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি স্থাপনের জন্য হুজুর যখন নিজের রুম থেকে বের হয়েছিলেন তখন দৌড়ে গিয়ে জীবনের সর্বোপ্রথম হুজুরের হুইল চেয়ার ধরেছিলাম ।আমরা যখন শিক্ষা ভবনের উপর দিয়ে দারে জাদীদে গিয়ে পৌঁছালাম, হঠাৎ করে হুজুর দাঁড়ানোর নির্দেশ দিলেন , সামনে থাকা একছাত্রকে ডেকে বললেন-
"তোমার চুল বড়ো কেনো। আজকে চুল কেটে আমার সাথে দেখা করবা"
(হুজুর চট্টগ্রামের ভাষায় কথাটা বলেছিলেন )

সেদিন অনেক আশ্চর্য বোধক করছিলাম! এই বয়সে চতুর দিকে কিভাবে খেয়াল রাখেন তিনি।

ঐদিন রোদের তাপ বেশি হওয়া তে হুজুরকে ছায়া দিতে একপাশে ছাতা নিয়ে দাড়িয়ে চাতক পাখির ন্যায় চাহিয়া ছিলাম হুজুরের দিকে। 🥹
(আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদৌস দান করুক)

Sazedul Islam Sazedi
18/9/2023

ফেদায়ে মিল্লাত সায়্যিদ  আসআদ আল- মাদানী রহ.এর একটি দূর্লভ ছবি।'জেল ভরো আন্দোলনে'গ্রেফতার হয়ে জেলে যাওয়ার সময় বাবার সাথে ...
16/09/2023

ফেদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ আল- মাদানী রহ.এর একটি দূর্লভ ছবি।
'জেল ভরো আন্দোলনে'গ্রেফতার হয়ে জেলে যাওয়ার সময় বাবার সাথে পুলিশের গাড়িতে দশ বছরের বালক, বর্তমান সেক্রেটারি জেনারেল জমিয়তে উলামায়ে হিন্দ মাওলানা সায়্যিদ মাহমুদ আল- মাদানী হাফি‌:।
Madrasha of green bengal

Jamiah Darul Ma'arif Al-Islamiah,Chittagong.  জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার  মহা পরিচালক সুনামধন্য হযরতুল  আল্লাম ম...
29/08/2023

Jamiah Darul Ma'arif Al-Islamiah,Chittagong. জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার মহা পরিচালক সুনামধন্য হযরতুল আল্লাম মুফতি সুলতান যওক নদভী হাফিজাহুল্লাহ খুবই অসুস্থ। বর্তমানে Park View Hospital এCCU বিভাগে চিকিৎসাধীন রয়েছে। আল্লাহ পাক যেন হুজুরকে সুস্থতা দান করেন। আমিন।
Madrasha of green bengal

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ মিটিং চলছে।
26/08/2023

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ মিটিং চলছে।

উস্তাদে মুহতারাম, শায়খুত তাফসীর আল্লামা ফোরকান আহমদ সাতকানবী হাফিজাহুল্লাহ প্রায় সময়ে বলতেন!❍ মাওলানা ৩ প্রকার-১/ হযরত...
19/08/2023

উস্তাদে মুহতারাম, শায়খুত তাফসীর আল্লামা ফোরকান আহমদ সাতকানবী হাফিজাহুল্লাহ প্রায় সময়ে বলতেন!
❍ মাওলানা ৩ প্রকার-
১/ হযরত মাওলানা।
২/ হঠাৎ মাওলানা।
৩/ মিষ্টার মাওলানা।
ব্যাখ্যা...
❝হযরত মাওলানা❞
যিনি মাদ্রাসার মক্তব থেকে শুরু করে দাওরায়ে হাদিস ( তাকমীল) পর্যন্ত "এলিফ" থেকে শুরু করে -
ইলমে লুগাত , ইলমে নাহু, ইলমে ছারফ, ইলমে ইশতিকাক, ইলমুল বায়ান, ইলমে বাদী‘, ইলমুল কির‘আত, ইলমু উসূলিদ্দীন, ইলমু উসূলিল ফিকহ, আসবাবে নুযূল, কাসাস বা ঘটনাবলী, নাসেখ ও মানসূখ ; ইলমে ফিকহ এবং ইলমুল হাদীস সমস্ত কিতাব ওস্তাদের কাছে পড়েছেন এবং বুঝেছেন।
── ❍
❝হঠাৎ মাওলানা❞
তারা কখনো মাদ্রাসায় পড়েন নি। স্কুলে কিছু ক্লাস পড়াশোনা করার পরে, কিছুদিন তাবলীগে, কিছুদিন পীরের দরবারে ঘুরা-ফেরা করে মাথায় ১০ হাত লম্বা পাগড়ি লাগিয়ে এরা হয়ে যায় সমাজের বড় মৌলবি। তবে এরা ফতোয়া দেয়, কিন্তু কোন আলেমের মাসআলাহ তাদের পছন্দ হয় না! আর আলেমদের দেখলেই তারা আঁড় চোখে তাকায়।
── ❍
❝মিষ্টার মাওলানা❞
মিষ্টার মাওলানা আবার ২ প্রকার।
১/ রাজনৈতিক মাওলানা..
২/ অনলাইন মাওলানা..
❝রাজনৈতিক মাওলানা ❞
এরা না-কি নিজ ইচ্ছা-ই হুজুরের পিটুনি ছাড়া আলিফ, বা, তা, শিখে বড় আলেম হয়ে যায়। কেউ কেউ আবার বোখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী; ইবনে মাজা,সহ মেশকাত শরীফ এসব কিতাব গুলোর নাম জেনেই বড় মাওলানা হয়ে যায়।
❝অনলাইন মাওলানা❞
এদের অধিকাংশ-ই হয়ে থাকে স্কুল কলেজের পড়ুয়া।
কখনও মাদ্রাসায় বা কোন হক্কানি আলেমের কাছ থেকে তারা ইলমে অহী শিখে না! এরা হাদিস শিখে ফেসবুক, ইউটিউব বা অনলাইনে কথিত শায়েখদের কাছথেকে, এদের হাদিসের দৌড় বোখারী শরীফ পর্যন্ত, তবে কখনো রেফারেন্স দিতে সক্ষম হয় না। এরা শুধু সমাজে উলটা-পালটা ফতোয়া দিয়ে মানুষের মাঝে ফেতনা ছড়ায়। এরা নিজেরা যে গোমরা, এটাও কখনো তারা বুঝে-না।
Madrasha of green bengal

Address

Chittagong Hathazari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasha of green bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category