23/10/2022
📝📝Content Writing📝📝
কন্টেন্ট কি? (What is content). 👇👇
📒📒এই বিষয়ে ভালো করে জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে কন্টেন্ট মানে কি সেই সম্পর্কে। এখানে বাংলাতে যদি কন্টেন্ট এর মানে হলো বিষয়বস্তু।
📒📒লেখার উদ্দেশ্য করে কন্টেন্ট এর কথা বলা হয় তাহলে কন্টেন্ট বলতে, আপনি যেটা লিখছেন নিজের কৌশলের মাধ্যমে সেই বিষয় বস্তু তৈরি করেছেন সেটাকে একসাথে কন্টেন্ট বলা যেতে পারে।
📒📒সহজ ভাবে বললে, যখন আপনি সম্পূর্ন নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবহার করে একটি আর্টিকেল লিখবেন তখন সেটাকে কন্টেন্ট বলা যায়। মনে করুন, আপনি একটি মোবাইলে ভিডিও রেকর্ড করে সেখানে কিছু তথ্য যুক্ত করে সুন্দর করে এডিট করলেন,তখন এই সম্পূর্ন ভিডিওকে একটি ভিডিও কন্টেন্ট বলতে পারবেন। মনে রাখবেন কন্টেন্ট মানে শুধু লেখা (writing) এর মাধ্যমে তৈরি করা বিষয়বস্তু কে বলা হয় না।
📒📒সাধারণত কন্টেন্ট বলতে আমরা ৪ ধরনের বিষয়ে বুঝে থাকি-
Audio content: শব্দ বা ভয়েসের মাধ্যমে রেকর্ড করা কন্টেন্ট। যেমন-FM, podcast ইত্যাদি।
Text content: যে কন্টেন্ট গুলো লেখার মাধ্যমে তৈরি করা হয় সেগুলোকে টেক্সট কন্টেন্ট বলে। যেমন-আর্টিকেল এবং বই ইত্যাদি।
Image content: বিভিন্ন ধরনের ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তু গুলোকে ইমেজ কন্টেন্ট বলা হয়। যেমন- Graphic, logo, template ইত্যাদি।
Video content: বিভিন্ন ধরনের ভিডিও এক সাথে যুক্ত করে যে কন্টেন্ট গুলো তৈরি করা হয়,সেগুলোকে বলা হয় ভিডিও কন্টেন্ট। যেমন – YouTube video, movies, web series ইত্যাদি।
আশাকরি কন্টেন্ট কি সেটা সহজে বুঝতে পারছেন। তাহলে চলুন এবার নিচে থেকে জেনেআসি “কন্টেন্ট রাইটিং কি” সেই সম্পর্কে।
📒📒কন্টেন্ট রাইটিং কি? (What is content writing).
📒📒কন্টেন্ট রাইটিং মানে হলো যেকোনো একটি বিষয়কে লেখার মাধ্যমে সম্পুর্ন নিজের মতো করে তৈরি করা। সহজ ভাবে বললে, কন্টেন্ট রাইটিং মানে হলো এমন একটি লেখা যেখানে একাধিক বিষয়ের উপর তথ্য প্রদান করা হয়।
এই লেখা গুলো বিভিন্ন বিষয়ের উপর হতে পারে। যেমন- ব্লগ আর্টিকেল, ষ্টোরি, পার্সোনাল রিভিউ, প্রডাক্ট প্রমোশন রিভিউ ইত্যাদি।
📒📒content writing মূলত একটি বিষয়ের উপর কীওয়ার্ড (keyword) রিচার্স করে লেখা হয়।আর এই কীওয়ার্ড এর মাধ্যমে সেই কন্টেন্টকে বিভিন্ন জায়গায় সার্চ ইঞ্জিনের মাধ্যমে পাওয়া যেতে পারে। আপনি যদি একজন সেরা কন্টেন্ট রাইটার হতে পারেন তাহালে একজন ফ্রিল্যান্সার হিসাবে content writing job করতে পারবেন।
তাছাড়া আপনি কন্টেন্ট রাইটিং এর কাজ গুলো নিজের ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তাহালে আশাকরি, কন্টেন্ট রাইটিং কি সেটা বুঝিয়ে বলতে পারছি।
📒📒কন্টেন্ট রাইটিং কত প্রকার? (Types of content writing)
অবশ্যই কন্টেন্ট রাইটিং এর জন্য আলাদা কিছু প্রকারভেদ রয়েছে। ইন্টারনেটে এমন প্রচুর প্লাটফর্ম রয়েছে যেখানে আলাদা আলাদা রকমের কন্টেন্ট পাবলিশ করা হয়।
যার ফলে বিভিন্ন প্লাটফর্মের চাহিদা অনুসারে তৈরি করা হয় আ্লাদা আলাদা রকমের কন্টেন্ট গুলো। একজন কন্টেন্ট রাইটার হিসাবে আপনি নিজের ইচ্ছা মতো আলাদা আলাদা ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন।
📒📒যেমন,👇👇
Blogging: এখানে সরাসরি কিছু বিষয়ের উপর বিস্তরিত ভাবে আর্টিকেল লিখে পাবলিশ করতে হয়। মূলত শর্ট বা লং তথ্য বহুল দুই ধরনের আর্টিকেল বা কন্টেন্ট লেখা হয় ব্লগিং এর জন্য।
Copy writing: এখানে মূলত একটি কোম্পানির মার্কেটিং বা প্রচার করার জন্য এই ধরনের কন্টেন্ট লিখতে হয়। এই আর্টিকেল লেখার মুল উদ্দেশ্য হলো ব্র্যান্ড এর গুণমান সম্পর্কে মানুষের মাঝে প্রচার করে কেনার আগ্রহ বাড়িয়ে তোলা।
Social media: একটি কোম্পানি তাদের প্রডাক্ট বা সার্ভিস ইত্যাদি প্রচার বা মার্কেটিং করার জন্য অনলাইনে ব্র্যান্ড তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পেজ বা গুপ তৈরি করে ছোট ছোট মজার আকর্ষণীয় কন্টেন্ট লিখেন বা পাবলিশ করেন।
Creative writing: যে লেখার মাধ্যমে একজন রাইটার নিজের ক্রিয়েটিভি প্রদর্শন করে থাকে সেই রাইটিংকে ক্রিয়েটিভ রাইটিং বলা হয়।
Expert writing: একজন বিশেষজ্ঞ রাইটার রা যখন যেকোনো বিষয়ে রিচার্স করে সম্পূর্ন ডিটেলস সহ লেখেন তখন তাকে এক্সপার্ট রাইটিং বলা হয়।
News writing: এখানে নিউজ এর সাথে জড়িত সকল খবর গুলো লেখা হয়। এখানে ছোট ছোট শর্ট আর্টিকেল হিসাবে দৈনন্দিন জীবনের ঘটনাবলি নিয়ে লেখা হয়। বিভিন্ন ধরের অনলাইন নিউজ, সোশ্যাল মিডিয়া নিউজ পেইজ, নিউজ ওয়েবসাইট গুলোতে নিউজ রাইটিং করা হয়।
বর্তমান সময়ে অনলাইন ব্যবসা গুলোর প্রচার, ব্র্যান্ডিং, বা মার্কেটিং করার উদ্দেশ্যে এই ধরনের কন্টেন্ট রাইটিং প্রচুর পরিমানে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া আপনি নিজের পছন্দমত বিষয়ে কন্টেন্ট রাইটিং করতে পারবেন।
তাহলে আজকের এই আর্টিকেল থেকে আমরা শিখলাম, কন্টেন্ট রাইটিং কাকে বলে (what is content writing).