16/08/2024
গতকাল Tasrif Khan ভাইয়ের পোস্ট দেখেছি। আমি পোস্ট দেওয়ার আগ থেকেই জানি ওনার সাথে ঘটা ওই ভয়াবহ ঘটনার কথা। এমনকি তাসরিফ ভাই আন্দোলনে যখন স্বশরীরে অংশগ্রহণ করে তখন তার পেইজের এডমিন আমাকে রেখে নিজে রিমুভ হয়ে যায়, যাতে ওনাকে ধরে ফেল্লেও, ওনাকে দিয়ে প্রাক্তন সরকারি দোষরেরা কোনো পোস্ট দেওয়াতে না পারে!
এসব আড়ালের গল্প! আমি বলতামনা তবে, অনেকেই ওনাকেও ট্রল করেছেন এগুলো দেখে বিরক্ত হয়ে জাস্ট এইটুকুন বললাম।
একইভাবে পুরো আন্দোলন জুড়ে আমার টিম কাজ করে গেছে অনলাইন-অফলাইন দুইভাবে! অনলাইনে আইটি সাপোর্ট, অফলাইনে ফাইনান্সিয়ালি হেল্প এবং মাঠে নেমে আন্দোলন সব-ই করেছে। আপনারা দেখেছেন-ই।
এর বাইরেও যেটা করেছে সেটা হচ্ছে "প্রতিশ্রুতি" রক্ষা। আমরা বলেছিলাম, এমন কারো কাজ করবোনা যারা স্টুডেন্ট দের বিপক্ষে কাজ করছে। প্রাক্তন সরকারি বহু পেইজ, একাউন্ট চলে যাওয়া পুনরুদ্ধার এর জন্য আসলেও আমরা কাজগুলো করিনি।
আবার প্রতিবাদ করে ইনফ্লুয়েঞ্জা নিয়ে পোস্ট করায় "কাউন্টার টেরোরিজম এর সাইবার ইউনিট" থেকে ফোনকল-ও আসে,পোস্ট ডিলেট এর জন্য।
আসল ঘটনা টা একটু বলি,
ঘটনা-১:
আমি আন্দোলন শুরুর দিকে আফ্রিদির পেইজে এডমিন হই ওর পেইজের ইস্যু সলভ এর জন্য। আন্দোলন শুরুর পর হুট করে ওর পেইজের এডমিন থেকে আমার আইডি রিমুভ করে এবং কিছুক্ষণ পর-ই সে পেইজ আনপাবলিশড করে ফেলে!!
একটু পর ইন্সটাগ্রামে পোস্ট দেয়, তার পেইজ এবং একাউন্ট হ্যাক,কেও পারলে হেল্প করেন!
আমি তখন-ই নাটকের কাহিনী ধরে ফেলি!
আমাকে কয়েকজন মেসেজ দিয়ে ওর ইন্সটাগ্রাম এর স্টোরি দেখালে সবাইকেই বলি এটা নাটক! আমি একটু আগেও এডমিন ছিলাম!
ঘটনা-২:
এর দুইদিন পর মেবি হাউন আংকেল এর টুনটুনির ভিডিও ভাইরাল হয়। রাতের বেলায় আফ্রিদির কল আসে আমার কাছে। ফোন দিয়ে বলে হাউন আংকেল এর ওই ভিডিও ফেসবুক এর সব জায়গা থেকে রিমুভ করতে হবে যত টাকাই লাগুক। আমি বললাম ১০ মিনিট পর কল দেন,টিমের সাথে কথা বলি। আমি প্রথমে থতমত খেয়ে গেছি, এই ছেলে কি বলে এই সময় এটা ভেবে!! যাই হোক, ১০ মিনিট পর কল দিলে তা আমি সহ আমার টিম মেম্বার সবাই শুনে এপাশ থেকে এবং আমি বলে দেই আমার টিম রিমুভ করতে পারবেনা।
ঘটনা-৩:
এর-ও এক/দুইদিন পর আমি খবর পাই ২৩ জন ইনফ্লুয়েন্সার নিয়ে আফ্রিদি, শেখ তন্ময় এন্ড আরো অনেকে একটা ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন করার মিটিং করবে। পরেরদিন বিস্তারিত শুনি যে মিটিং এ কি কি হয়েছে এবং কে ওই ক্যাম্পেইন লিড দিয়েছে। এমনকি যারা যারা ক্যাম্পেইন এ আসেনি তাদের পরবর্তীতে দেখে নিবে বলেও হুমকি দেওয়া হয়।
এগুলা শুনে আমি প্রচন্ড বিরক্ত হয় এবং একটা পোস্ট দেই ইনফ্লুয়েন্সার আর ইনফ্লুয়েঞ্জা নিয়ে!!
ব্যাস পোস্ট টা একটু ভাইরাল হতেই আমাকে আফ্রিদি কয়েকবার কল দেয়, আমি ধরতে পারিনি পরে দেখি কাউন্টার টেরোরিজম থেকে ফোন আসে।
"আমাকে ঠান্ডা মাথায় বলা হয়, যেন পোস্ট ডিলেট করি। আমি বললাম আমি পোস্টে কারো নাম বলিনি এই সেই, উনি বল্লো যেটাই হোক, উনি আমাকে ফোর্স করছেন্না তবে আমি যেন পোস্ট টা ডিলেট করি। আর অনেকেই তো পোস্ট করতেছে আমাকেই কেন ফোন দিলো, নিশ্চয়ই অনেক যায়গায় আমার ব্যাপারটা মনিটরিং করা হচ্ছে। আরো বল্লো, উনি আফ্রিদিকে বলে দিবে যাতে পরবর্তীতে আমার সাথে ঝামেলা না করে"
সো, এতোকিছু সহ্য করতে হইসে আমাদের তবুও মানুষ ওদের মায়াকান্নায় সব ভুলে যাবে! আফ্রিদি তাও চুনোপুঁটি, সোলায়মান শকুন তো বিগ ফিশ! তাশরিফ ভাই সহ ক্যাম্পেইনের বিরাট অংশ ম্যানেজ করেছে সে।
যদি ওরা টিকে যেত হয়তো এই পোস্ট করা লাগতোনা আমার, আয়নাঘরের এক কোনায় পরে থাকতাম।
এদের মাফ করে দিয়েন্না এটাই অনুরোধ।
সবাইকে মাফ করা যায়, বেইমানদের না।
Post-Credit : Abdullah Al Imran