
27/07/2025
ত্রাণের ট্রাকগুলোকে আটকে রেখে ইজরাল আজ আরব দেশগুলোকে আকাশ থেকে গাযায় ত্রাণ ফেলবার অনুমতি দিছে। এরা জাস্ট ক্ষুধার্ত মানুষগুলোর সাথে মকারি করছে।
এই ত্রাণের ট্রাকগুলো এভাবে আটকে রেখে গাযার মানুষ ও প্রাণীগুলোকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে হত্যা করছে।
ওহে মানবাধিকারের ফেরিওয়ালারা! মুসলমান শিশুগুলোর জন্য তোমাদের মায়া নাই জানি, কুকুরের জন্য তো তোমাদের অনেক মায়া - তাদের জন্য তো কিছু করো।
আমেরিকার অস্ত্র ও মদদে এই গনহত্যা হচ্ছে, জাতিসংঘ কিছু করতে পেরেছে?
মুসলমানের সন্তানের কোন মানবাধিকার নেই - এটাই পশ্চিমের স্বরূপ।