MH Uddin

MH Uddin Simplicity is the best attitude anyone can adopt.

17/09/2024

#প্রিয়া শায়েখ।🥰🥰🥰

beloved
09/12/2023

beloved

এই কু*লাঙ্গার আসাদ নুর আমাদের  কলিজার টুকরা রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে। Asad Noor's Vlog 🤬তীব্র...
06/08/2023

এই কু*লাঙ্গার আসাদ নুর আমাদের কলিজার টুকরা রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে। Asad Noor's Vlog 🤬
তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনা হোক🙏🙏
যত দ্রুত সম্ভব এ-ই কুলাঙ্গারকে আইনের আওতায় আনা সময়ের দাবি।। ⭕
কলিজায় হাত দিছে এই বেয়াদব।। 😡🤬

আমার আকা রহমাতুল্লিল আলামীন মুস্তফাকে ﷺ নিয়ে অকাট্য ভাষায় কথা বলেছে,,, এগুলো কোনোদিন মেনে নেওয়া সম্ভব না।।।

সকলের দৃষ্টি আকর্ষণ করছি।। ✅
#সবাই #বয়কট করুন

06/08/2023

দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকেই, তাই ব্যর্থতা খারাপ কিছু নয় । এটা সাফল্যের প্রথম ধাপ ।

30/06/2023

😭😭😭একটি শোক সংবাদ 😭😭😭
লালারখিল দক্ষিণ পাড়া নিবাসী মোহাম্মদ মামুন মা (প্রঃ) জোয়ার মা রাত ১ টার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন।
!! ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন!! আমি তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি, মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি শ্রদ্ধেয় ফুপু কে জান্নাতের আলা মকাম দান করেন।

Send a message to learn more

মহান ১১ই চন্দ্র ১ই জুন রোজ বৃহস্পতিবার ২০২৩ইং,❣️শুভ খোশরোজ শরীফ হে মেরা আকা!❣️হাজারো এতিমের অবিভাবক, লক্ষ, লক্ষ আশেক ভক্...
01/06/2023

মহান ১১ই চন্দ্র ১ই জুন রোজ বৃহস্পতিবার ২০২৩ইং,
❣️শুভ খোশরোজ শরীফ হে মেরা আকা!❣️
হাজারো এতিমের অবিভাবক, লক্ষ, লক্ষ আশেক ভক্তের হৃদয়ের তৃপ্ত, আউলাদে হাসনাঈন, বীর মুক্তিযোদ্ধা 🙏সাতগাছিয়া দরবার শরীফের একমাত্র শরাফতের মালিক-🌹দয়ার সাগর শাহেন শাহ্ শাহসূফী সৈয়দ মওলা #আবু_মোহাম্মদ_মোস্তাক_বিল্লাহ_সুলতানপুরী কেবলা কাবার পবিত্র খোজরোজ শরীফ।
মারহাবা মারহাবা!
✔️মহান ইমামের কদমে লাখো সালাম ও তাজীম।

30/05/2023

স্রোতের টানে গা ভাসাবেন না। সব পানি সমুদ্রের দেখা পায় না কিছু পানি নর্দমায় গিয়ে আটকে যায়।

যারা শায়েখের কথাগুলো কেটে ছেঁটে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের কথায় উঠা বসা ছেড়ে দিয়ে নিজের আকলকে কাজে লাগান।

শায়েখ কি বলে উনার প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন। আপনি মানতে বাধ্য হবেন তিনি সমাজকে সঠিক পথটাই দেখাচ্ছে।

অভিনন্দন তুরস্কের নবনির্বাচিত  প্রেসিডেন্ট, মুসলিম বিশ্বের  অহংকার,রিসেফ তাইয়্যেব এরদোগান 🖤🥰।
14/05/2023

অভিনন্দন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট, মুসলিম বিশ্বের অহংকার,রিসেফ তাইয়্যেব এরদোগান 🖤🥰।

আমাদের অন্তহীন প্রেরণার উৎস। শুভ জন্মদিন ❤️❤️❤️জনাব আলহাজ্ব আকিজ উদ্দিন মহোদয়। নবনিযুক্ত উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ...
04/05/2023

আমাদের অন্তহীন প্রেরণার উৎস।
শুভ জন্মদিন ❤️❤️❤️
জনাব আলহাজ্ব আকিজ উদ্দিন মহোদয়।
নবনিযুক্ত উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
দেশসেরা শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইফুল আলম মহোদয়ের ব্যক্তিগত সচিব। চেয়ারম্যান মহোদয়ের প্রতি অবিচল আনুগত্য রেখে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত এই মানুষটি অত্যন্ত নিষ্ঠার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। অর্জন করেছেন অগাধ আস্থা বিশ্বাস ও স্নেহের ভালোবাসা।
জনাব আকিজ উদ্দিন পেশাগত জীবনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন শেষে যোগদান করেন দেশের শীর্ষ স্থানীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে।
ছাত্রজীবনে তিনি শতবর্ষী ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
তিনি ছিলেন করোনাকালের সম্মুখ যোদ্ধা। এস আলম গ্রুপের সকল মানবিক সহায়তা (করোনাকালে ক্ষতিগ্রস্ত মানুষকে অর্থ সাহায্য, হাসপাতাল, উত্তরাঞ্চলে ত্রান-সাহায্য, হাইফ্লো অক্সিজেন, উচ্চ প্রযুক্তির করোনা বুথ,এম্বুল্যান্স) সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। নিজের জীবনকে বাজি রেখে করোনা আক্রান্ত পরিবারের পাশে অত্যন্ত দায়িত্বের সাথে কাজ করেছিলেন।
অর্জন করেছেন আস্থা বিশ্বাস ও নির্ভরতা। আজ সেই মানুষটির জন্মদিন।
অসংখ্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক কাজে নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন সকলের পাশে থাকার।
এস আলম গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইফুল আলম মহোদয়ের পক্ষ থেকে তিনি অসংখ্য মানুষের উপকার করেছেন অকাতরে।
জনাব আকিজ উদ্দিন একজন ক্রীড়ানুরাগি। কর্মজীবনে প্রবেশ করার আগে তিনি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নিয়মিত ফুটবল খেলতেন। উনার দৌঁড় ছিলো ক্ষিপ্রগতির।
কর্মজীবনে তিনি সাহসী, চৌকস, বিচক্ষণ আর পরোপকারী। সিদ্ধান্ত নেওয়া ( ডিসিশন মেকিং) তে তিনি ক্ষুরধার।
আমরা জনাব আকিজ উদ্দিন মহোদয়ের সর্বাঙ্গীণ সাফল্য ও সম্বৃদ্ধি কামনা করছি।
শুভ জন্মদিন ❤️

30/04/2023

হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তা'আলা আনহু সম্পর্কে।
সাত গাউছিয়া দরবার শরীফের পীর।
আবুল মোকসুম মোহাম্মদ মুনতাসিন বিল্লাহ (সম্পদ) সুলতানপুরীর মন্তব্য।

03/04/2023

যখন নীরবে থাকি তখন আপন মানুষগুলোকে অনেক মিস করি।

Address

Chittagong

Telephone

+8801869589116

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH Uddin:

Share