Beyond the Horizon

Beyond the Horizon Thanks for connecting with us!
(1)

16/12/2024

যখন আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না; তখন থেকে আমার হৃদয়— চিন্তামুক্ত ও প্রশান্ত হয়ে গেছে।

~ হাতিম আল-আসাম্ম (রাহ.)

12/12/2024

আল্লাহ্ তা'আলার নিকট প্রিয় ঐ আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়।

(সহীহ বুখারীঃ ৪১,৬০২০)

12/12/2024

বোনদের জন্যে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু বইঃ

১. পর্দা গাইডলাইন — মুফতি তানজীল আরেফিন আদনান

২. সৌন্দর্য প্রদর্শন — ইফতেখার সিফাত

৩. আধুনিক প্রাচ্যবাদের কবলে মুসলিম নারী সমাজ — হাসসান বিন সাবিত

৪. হিজাব নিজেকে আবৃত করুন — যাইনাব বিনতে মুহাম্মদ আলী

৫. হিজাব আমার পরিচয় — জাকারিয়া মাসুদ

৬. পুণ্যবতী — আরিফুল ইসলাম

৭. মুহস্বানাত : পবিত্র নারীদের পাঠশালায় — খন্দকার মারিয়াম হুমায়ুন

৮. জীবন যদি হতো নারী সাহাবীর মতো — ড. হানান লাশিন

৯. নারী সাহাবীদের জীবনকথা — মাওলানা আব্দুস সালাম নদভী

১০. পরিপূর্ণ শারয়ি পর্দা — শাইখ ইউসুফ আল হাজ আহমাদ

১১. ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী — উসতাজ হাসসান শামসি পাশা

১২. হে আমার মেয়ে — ড. আলী তানতাবী

১৩. হে বোন কুরআন তোমাকে যা বলেছে — ফারজানা আফরিন

১৪. তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) — জাকারিয়া মাসুদ

১৫. সালিহাত : ইসলাম ও ইতিহাসের আলোকে নারীর আত্মপরিচয় — ড. সারা হিশাম নুরি & মুনিরা আদিল জাকির

11/12/2024

রাসূল বলেছেন: “যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না।''

(সহীহ আল্ জামে :৬৪৬৪, নাসায়ী, ইবনে হিব্বান, ত্বাবরানী, আল্লামা আলবানী রহ. এর সিলসিলাতুল আহাদিস আস-সহীহা খণ্ড দুই হাদিস নং-৯৭২)

10/12/2024

"পরিশ্রম করে হালাল উপার্জন করো,
তা ইবাদতের সমান।"
"যে ব্যক্তি তার পরিবারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করতে কাজ করে, সে আল্লাহর পথে লড়াইকারীর সমান।"
(তিরমিজি, হাদিস: ২৩৪৮)

08/12/2024

রাসূল বলেছেন:

“যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না।

(সহীহ আল্ জামে :৬৪৬৪, নাসায়ী, ইবনে হিব্বান, ত্বাবরানী, আল্লামা আলবানী রহ. এর সিলসিলাতুল আহাদিস আস-সহীহা খণ্ড দুই হাদিস নং-৯৭২)

07/12/2024

স্মৃতির সেই উঠোনে ফিরে যেতে ইচ্ছে করে..!!
যেখানে সময় থেমে থাকত খেলার ছলে..!!

06/12/2024

মাইমুন ইবনে মিহরান রাহিমাহুল্লাহ বলেন, " দুনিয়াতে দুই শ্রেণীর মানুষের জন্য কল্যাণ রয়েছে :
(১) ত‌ওবাকারী;
(২) মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে আমলকারী।"
[ আবু নুয়াইম, হিল‌ইয়াতুল আউলিয়া - ৪/৮৩]

30/11/2024

মাশাআল্লাহ ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী আমির হোসেন জনি ভাইয়ের কণ্ঠে চট্টগ্রামে ভাষায় নবীজীর শানে গজল ❤️
উনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে আছেন।
©

02/11/2024

বোলিং করছেন সম্মানিত ভিসি স্যার🫶

#চট্টগ্রাম_বিশ্বিবিদ্যালয়।

19/10/2024

যে ব্যক্তি ফজর ও আসরের নামায আদায় করবে সে জান্নাতে যাবে। (সহীহ বুখারীঃ ৫৪৬

19/10/2024

ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝ খানে সলাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। (সহীহ মুসলিমঃ ১৫৪,১৫৫, মিশকাত)

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Beyond the Horizon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share