SABER 0.2

SABER 0.2 "সাধারণের মাঝে
অসাধারণ কিছু খুঁজে বেড়ায়. 😊
(1)

22/07/2025

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
゚viralシviralシfypシ゚viralシalシ

21/07/2025

শিশুগুলো জানতো না, আজই তাদের জীবনের শেষ সকাল।বাবা-মায়েরাও বুঝতে পারেনি, শেষবারের মতো ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। আকাশে ছিল রোদের আড়ালে লুকানো অশ্রুবর্ষা—নেমে এলো এক চিরকালীন বিদায় নিয়ে।

He is no more.সে আর বেঁচে নেয় 😓
21/07/2025

He is no more.

সে আর বেঁচে নেয় 😓

একবার চিন্তা করেন, আপনার ১০-১২ বছরের বাচ্চার শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। যেই বাচ্চাগুলোকে কখন চুলার আগুনের আঁচ লাগতে দেননি...
21/07/2025

একবার চিন্তা করেন, আপনার ১০-১২ বছরের বাচ্চার শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। যেই বাচ্চাগুলোকে কখন চুলার আগুনের আঁচ লাগতে দেননি।
আর সেই বাচ্চা চিৎকার দিচ্ছে, " ও মা, ও আব্বা, ও আল্লাহ।" বলে

বুকের ভিতরটা কিভাবে চৌচির হয়ে যাবে। এক-একটা ভিডিও দেখছি আর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে।

ইয়া আল্লাহ, এই নিষ্পাপ বাচ্চাগুলো দেহে আগুনের জ্বালা ও তাদের পিতামাতার বুকের জ্বালাকে শীতল করে দাও, আমিন।

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট ল্যাফটেন্যান্ট তৌকির মারা গেছেন।
21/07/2025

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট ল্যাফটেন্যান্ট তৌকির মারা গেছেন।

21/07/2025

আল্লাহ তুমি শিক্ষার্থীদের হেফাজত করুন।


21/07/2025

ক্লাস চলাকালীন মাইলেস্টন কলেজের মাঠে বিমান বি*ধ্ব*স্ত।
আল্লাহ বাচ্চাগুলোকে রক্ষা করুন।

আসসালামু আলাইকুমআজ জুমাবার ১৮/৭/২০২৫ তারিখে চট্টগ্রাম হাটহাজারী থানার অর্নগত মনিয়া পুকর পারস্ত হযরত আল্লামা শাহসূফি ছৈয়দ...
18/07/2025

আসসালামু আলাইকুম

আজ জুমাবার ১৮/৭/২০২৫ তারিখে চট্টগ্রাম হাটহাজারী থানার অর্নগত মনিয়া পুকর পারস্ত হযরত আল্লামা শাহসূফি ছৈয়দ মোহাম্মদ উল্লাহ শাহ (রহমতুল্লাহি আলাইহি) মাজার সংলগ্ন লেওয়া-ই-আহমেদি শাহী জামে মসজিদে জুমার নামাজের মধ্যে মসজিদের সম্মানিত খতিব মহোদয় শামসূল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র (আলিম) মাদরাসা'র আরবি প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর লতিফ চাটগামী হুজুরের হাতে একজন চাকমা ভাই ইসলাম ধর্ম গ্রহন করেছেন । যার বর্তমান নাম মোহাম্মদ ইব্রাহিম।

😓
15/07/2025

😓

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when SABER 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share