PLA am aamir
am a powerlifter

ভারতীয় ধনকুবের রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয়। এই সামান্য অর্থ তাঁর জন্য ...
17/04/2024

ভারতীয় ধনকুবের রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয়। এই সামান্য অর্থ তাঁর জন্য বড় কোনো বিষয় ছিল না। তবে সেদিন রেস্তোরাঁয় গিয়ে তিনি যা শিখেছেন, তিনি তা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

তিনি লেখেন— “বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ জার্মানি। একবার সহকর্মীকে নিয়ে হামবুর্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলাম আমি। যেহেতু আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, সেজন্য বেশ অনেকটা খাবার অর্ডার করেছিলেন আমার সহকর্মী। কিন্তু শেষ পর্যন্ত প্রায় এক-তৃতীয়াংশ খাবারই ছুঁয়ে দেখা হলো না আমাদের।"

এরপর আমি ও আমার সহকর্মী যখন রেস্তোরাঁ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময় এক বয়স্ক মহিলা বিরক্ত হয়ে বললেন, “তোমাদের খাবার নষ্ট করা উচিত হয়নি।”

সহকর্মী ওই মহিলাকে উত্তর দিল, “আমরা টাকা দিয়ে খাবার কিনেছি। খাবার খাব না ফেলে দেব এটাতে তোমার মাথা ঘামানোর কী আছে?”

এই উত্তরে বেশ ক্ষেপে গেলেন ওই মহিলা। সঙ্গে থাকা আরেকজন তৎক্ষণাৎ ফোন বের করে কাকে যেন ফোন করলেন। সঙ্গে সঙ্গে সামাজিক নিরাপত্তা সংস্থার পোশাক পরা এক ব্যক্তি এসে হাজির হলেন।

ওই ব্যক্তি সবকিছু শুনে আমাকে এবং সহকর্মীকে ৫০ ইউরো জরিমানা করে বসলেন।

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাই আমি।

তারপর সেই কর্মকর্তা রাগান্বিত সুরে বললেন: "তুমি যা খেতে পারবে, শুধুমাত্র তাই অর্ডার কর। ❝টাকা তোমার ঠিকই, কিন্তু সম্পদ সমাজের❞

এই পৃথিবীতে এমন অনেকেই আছে যারা খাবারের অভাবে ভুগছে। সম্পদ নষ্ট করার কোনো অধিকার তোমার নেই।"

11/04/2024
এই ছবিটা হয়তো ফেইসবুকে অন্য কোনো গ্রুপে বা পেইজে দেখেছেন । ছবিটার পেছনের গল্পটা জেনে নেওয়া যাক । ন্যাশনাল জিওগ্রাফিকের...
09/04/2024

এই ছবিটা হয়তো ফেইসবুকে অন্য কোনো গ্রুপে বা পেইজে দেখেছেন । ছবিটার পেছনের গল্পটা জেনে নেওয়া যাক । ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদন অনুযায়ী,

১৯৬২ সালে আমেরিকান প্রাণিবিদ থমাস হেডল্যান্ড তাঁর স্ত্রীকে নিয়ে ফিলিপাইনের লুজন দ্বীপে গিয়েছিলেন সেখানকার আদিবাসী ও বন্যপ্রাণীদের দেখতে । তাঁরা লুজনের বনে 'আগতা' নামক এই কৃষ্ণাঙ্গ আদিবাসীদের সাথে ২৪ বছর কাটান । বনে যেখানে তাঁর ক্যাম্প ছিল সেখানে প্রায়ই অজগর চলে আসতো এবং সেগুলো ছিল Reticulated python বা গোলবাহার অজগর । হেডল্যান্ডের মতে তাঁর দেখা সবচেয়ে বড় গোলবাহার অজগরটি এই ছবিরটা । এই গোলবাহার অজগরটি ৬.৯ মিটার বা ২২.৬৪ ফুট লম্বা ছিল । হেডল্যান্ডের তোলা এই ছবির ডান দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তির নাম কেকেক আদুয়ানান যিনি এই সাপটাকে হত্যা করেছেন ।

তাঁর অনুসন্ধান অনুযায়ী 'আগতা' আদিবাসীর জনসংখ্যা তখন ৬০০ জন ছিল যার মধ্যে তিনি ১২০ সাথে কথা বলে জরিপ করেছেন । সেই জরিপে উঠে এসেছে বনে থাকায় তারা যেমন অজগর শিকার করে তেমন তারাও অজগরের আক্রমণের মুখে পড়েছে । বেশিরভাগই পুরুষরাই আক্রান্ত হয়েছে এবং দু এটা গিলে খাওয়ার ঘটনাও তাঁর অনুসন্ধানে উঠে এসেছে । ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে এই অজগরটা সে সময়ের তৃতীয় বৃহত্তম অজগর বলে উল্লেখ আছে ।

প্রসঙ্গত গোলবাহার অজগর বর্তমানে পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ । এখনও পর্যন্ত পাওয়া ও যাচাইকৃত সবচেয়ে লম্বা গোলবাহার অজগরটি ৭.৬৭ মিটার বা ২৫.২ ফুট লম্বা হয় । ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত সাপটার মানুষ গিলে খাওয়ার তিনটা বৈজ্ঞানিকভাবে রেকর্ড করা ঘটনা আছে । আরও বেশ কিছু ঘটনা থাকতে পারে যা হয়তো দৃষ্টিগোচর হয়নি বা উপযুক্ত প্রমাণ নেই ।

বাংলাদেশে গোলবাহার অজগর কেবল চট্টগ্রাম বিভাগে দেখতে পাওয়া যায় এবং বিরল সাপ ।

Copied from:- রাশিক আজমাইন

🥀কচুর ডগাইউরোপ আমেরিকা কানাডায় যার  বাজার মূল্য ৭.৯৯ ডলার বাংলা টাকায় যার মূল্য প্রায় ৯০০টাকা। তবে স্থান নর্দমায় মধ্য...
07/04/2024

🥀কচুর ডগা
ইউরোপ আমেরিকা কানাডায় যার বাজার মূল্য ৭.৯৯ ডলার বাংলা টাকায় যার মূল্য প্রায় ৯০০টাকা। তবে স্থান নর্দমায় মধ্যে। আপনিও রাস্তার পাশে পড়ে থাকা কচুর ডগার মত মূল্যহীন। বর্তমানে আপনি যে স্থানে আছেন তাতে যদি আপনি মূল্যহীন হয়ে থাকেন। তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন। দেখবেন আপনার মূল্য ঠিক ওই সুপার শপের কচুর ডগার মতো বেড়ে যাবে। স্থান কাল পাত্র ভেদে। অনেক সময় অনেক কিছুর মূল্য অনেক বেশি বেড়ে যায়। ঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি।🥀🥀💛💞

02/04/2024

02/04/2024

সবার উদ্দেশ্যে ----যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....

800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান।

801 :বর্তমান ব্যালেন্সের (টাকা) পরিমাণ।

802: বর্তমান তারিখ দেখা।

803
: বর্তমান সময় দেখা।

804 : মিটারের সিরিয়াল নাম্বার।

806 : রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ

807 : মিটারের অবস্থা দেখা।

808 : বর্তমান সংযুক্ত লোড

809 : ট্যারিপের সূচক দেখা।

810 ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ

811 ইমার্জেন্সি ব্যালেন্স সচল (Activate) করতে

812 : সংকেত (Alarm) বন্ধ করা.

813 : কত দিনের বিদ্যুতের ব্যবহার

814 : বর্তমান মাসের বিদ্যুত ব্যবহারের পরিমান

815 : সর্বশেষ রিচার্জের তারিখ

816 : সর্বশেষ রিচার্জের সময়

817 : সর্বশেষ রিচার্জের পরিমাণ

819 : বিদ্যুত বন্ধের সময়

21/03/2024

18/03/2024

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when PLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category