ক্রীড়া তরঙ্গ

ক্রীড়া তরঙ্গ পুরোটাই খেলার খবর

চট্টগ্রামে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু২০ টি অ্যাকাডেমি দলের অংশগ্রহণে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে মেয়র কা...
20/05/2025

চট্টগ্রামে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু

২০ টি অ্যাকাডেমি দলের অংশগ্রহণে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে মেয়র কাপ অনূর্ধ্ব-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার (২০ মে) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবর, আমিনুল ইসলাম আমিন, জিএম হাসান, মকসুদুর রহমান বুলবুল, এনামুল হক, এম এ মুসা বাবলু, মোহাম্মদ ফরিদ, মো. জসিম উদ্দিন চৌধুরী, আবদুল আহাদ রিপন, আরিফুল হক প্রমুখ।

টুর্নামেন্টে ২০টি অ্যাকাডেমি দলকে ৪ গ্রুপে বিভক্ত করা হয়। ৪টি গ্রুপ চ্যাম্পিয়ন দলকে নিয়ে ২টি সেমিফাইনাল ও সেমিফাইনালে ২টি বিজয়ী দলের ফাইনাল ম্যাচসহ টুর্নামেন্টে মোট ৪৩টি খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনের সকালের খেলায় রয়েল স্পোর্টস একাডেমি - সাইনিং স্পোর্টস একাডেমি এবং দুপুর দেড়টায় সিএস স্পোর্টস একাডেমি বনাম মিলেনিয়াম ক্রিকেট একাডেমি মাঠে নামে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাডেমি সমুহ হল :
ইস্পাহানি ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি, সিএস স্পোর্টস একাডেমি, নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি, সাইনিং স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমি, মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, জুনিয়ার ক্রিকেট ট্রেইনিং একাডেমি, ব্রাদার্স ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট একাডেমি, রয়েল স্পোর্টস একাডেমি, ব্রাইট ক্রিকেট একাডেমি, আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি, কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম সানশাইন ক্রিকেট একাডেমি, বন্দর স্পোর্টস একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি, নিউ ক্রিকেট একাডেমি ও পোর্ট সিটি ক্রিকেট একাডেমি।

মেয়র একাডেমি কাপ টি-২০ (অ-১৮) দলের গ্রুফিং ও ফিকশ্চার    _jela_stadium
19/05/2025

মেয়র একাডেমি কাপ টি-২০ (অ-১৮) দলের গ্রুফিং ও ফিকশ্চার

_jela_stadium

নাটকীয় টাইব্রেকারে সাফ ফাইনালে হারলো বাংলাদেশসাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালের টাইব্রেকার ছিল বেশ নাটকীয়তাপূর্ণ। বা...
19/05/2025

নাটকীয় টাইব্রেকারে সাফ ফাইনালে হারলো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালের টাইব্রেকার ছিল বেশ নাটকীয়তাপূর্ণ। বাংলাদেশ টাইব্রেকারের এক পর্যায়ে লিড নিয়েছিল। ভারত তাদের তৃতীয় শট পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল। বাংলাদেশ চতুর্থ ও পঞ্চম শট মিস করে। ভারত চতুর্থ ও শেষ শটে গোল করে ৪-৩ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সাফ শিরোপা জিতেছে।
#ক্রীড়া_তরঙ্গ

মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব- ১৮) ক্রিকেট টুর্নামেন্ট শুরু মঙ্গলবার ------------------------------------------------------...
18/05/2025

মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব- ১৮) ক্রিকেট টুর্নামেন্ট শুরু মঙ্গলবার
-------------------------------------------------------------------------

অনূর্ধ্ব- ১৮ মেয়র একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার (২০ মে) সকালে চট্টগ্রাম নগরের জেলা স্টেডিয়ামে শুরু হবে।

রবিবার (১৮ মে) সন্ধ্যায় এ উপলক্ষ্যে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় বাঁচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জানা গেছে, টুর্নামেন্টে মোট ২০টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে এবার মাঠ নামবে।

দলগুলো হলো— ইস্পাহানি ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি, সিএস স্পোর্টস একাডেমি, নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি, সাইনিং স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমি, মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, জুনিয়র ক্রিকেট ট্রেইনিং একাডেমি, ব্রাদার্স ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট একাডেমি, রয়েল স্পোর্টস একাডেমি, ব্রাইট ক্রিকেট একাডেমি, আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি, কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম সানশাইন ক্রিকেট একাডেমি, বন্দর স্পোর্টস একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি, নিও ক্রিকেট একাডেমি ও পোর্ট সিটি ক্রিকেট একাডেমি।

বাংলাদেশের ফুটবলের সোনালী সময়ের তারকারা------------------------------------------------------বাঁ থেকে (দাঁড়ানো) আসলাম, ক...
27/04/2025

বাংলাদেশের ফুটবলের সোনালী সময়ের তারকারা
------------------------------------------------------
বাঁ থেকে (দাঁড়ানো) আসলাম, কানন, কায়সার হামিদ;
বাঁ থেকে (বসা)- রুমি, মহসিন, রুপু।

05/03/2025

রমজানে রাতের বিনোদন #ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অশ্বিন... বিস্তারিত কমেন্ট বক্সে....
18/12/2024

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অশ্বিন... বিস্তারিত কমেন্ট বক্সে....

20/11/2024

বাঘিনীর অসাধারণ গোল

17/11/2024

মাশরাফির আপসোস তার বাড়ি নিয়ে না, অর্জনগুলো নিয়ে

ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তানসঞ্জয় বাঙ্গার ভারতের ২০০৩ বিশ্বকাপের ফাইনালে খেলা দলের এ...
16/11/2024

ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান

সঞ্জয় বাঙ্গার ভারতের ২০০৩ বিশ্বকাপের ফাইনালে খেলা দলের এক সদস্য ছিলেন। এর আগে পরে ভারতকে খুব বেশি দিন প্রতিনিধিত্বও করতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে আবারও চলে এসেছেন আলোচনায়। তার ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন সম্প্রতি, নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সঞ্জয়ের সন্তান জানিয়েছেন এ খবর। তিনি এখন থেকে ট্রান্স বা রূপান্তরিত মহিলা। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন তিনি। শেষ ১১ মাস ধরে নিজের লিঙ্গ পরিবর্তনের কাজ করেছেন বলে জানান।

আনায়া নিজে বাবার মতোই ক্রিকেটার ছিলেন। তবে লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না। তার পোস্টে বলেন, ‘তরুণ বয়স থেকে, ক্রিকেট সবসময় আমার জীবনের একটা অংশ। বড় হওয়ার পর্বে, আমি আমার বাবাকে দেখেছি, তিনি কী ভাবে দেশের হয়ে খেলেছন ও কোচিং করেছেন। আমিও তাঁর রাস্তা অনুসরণ করার স্বপ্ন দেখতাম। প্যাশন, ডিসিপ্লিন এবং যেই পথ তিনি দেখিয়েছেন তা আমাকে বারবার অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে কাজ শুরু করি। আশায় ছিলাম, একদিন আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারব।’

লিঙ্গ পরিবর্তনের কারণে শরীরে অনেক পরিবর্তন এসেছে তার। যার ফলে এখন আর খেলতে নামতে পারেন না তিনি। তিনি লেখেন, ‘আমি কোনওদিন ভাবিনি আমি ক্রিকেটের স্বপ্ন দেখা ছেড়ে দেব। কিন্তু আমাকে সেটা করতে হয়েছে বাস্তবের জন্য। একজন ট্রান্স মহিলা হিসেবে যিনি হরমোনে চিকিৎসা করিয়েছে, তাতে আমার শরীরে অনেক পরিবর্তন এসেছে। আমি পেশি হারাতে থাকি এবং অ্যাথলিটের ক্ষমতাগুলো যেতে থাকে। আমি যেই খেলাকে ভালোবাসতাম সেটা আমার থেকে সরে যেতে থাকে।’

আনায়া বর্তমানে আছেন ইংল্যান্ডে। ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের দরজা কিছু দিন আগেই বন্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে আনায়া চান বাবার মতো দেশের প্রতিনিধিত্ব করতে। তবে ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের কোনো নিয়ম নেই। যে কারণে তিনি উষ্মাও প্রকাশ করেছেন।

28/10/2024

Mashrafe Bin Mortaza মাশরাফি বিন মর্তুজা- The Boss Of Cricket

অভিনন্দন
28/10/2024

অভিনন্দন

Address

BohddarHaat Chittagong
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when ক্রীড়া তরঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share