
20/05/2025
চট্টগ্রামে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু
২০ টি অ্যাকাডেমি দলের অংশগ্রহণে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে মেয়র কাপ অনূর্ধ্ব-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার (২০ মে) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবর, আমিনুল ইসলাম আমিন, জিএম হাসান, মকসুদুর রহমান বুলবুল, এনামুল হক, এম এ মুসা বাবলু, মোহাম্মদ ফরিদ, মো. জসিম উদ্দিন চৌধুরী, আবদুল আহাদ রিপন, আরিফুল হক প্রমুখ।
টুর্নামেন্টে ২০টি অ্যাকাডেমি দলকে ৪ গ্রুপে বিভক্ত করা হয়। ৪টি গ্রুপ চ্যাম্পিয়ন দলকে নিয়ে ২টি সেমিফাইনাল ও সেমিফাইনালে ২টি বিজয়ী দলের ফাইনাল ম্যাচসহ টুর্নামেন্টে মোট ৪৩টি খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনের সকালের খেলায় রয়েল স্পোর্টস একাডেমি - সাইনিং স্পোর্টস একাডেমি এবং দুপুর দেড়টায় সিএস স্পোর্টস একাডেমি বনাম মিলেনিয়াম ক্রিকেট একাডেমি মাঠে নামে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাডেমি সমুহ হল :
ইস্পাহানি ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি, সিএস স্পোর্টস একাডেমি, নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি, সাইনিং স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমি, মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, জুনিয়ার ক্রিকেট ট্রেইনিং একাডেমি, ব্রাদার্স ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট একাডেমি, রয়েল স্পোর্টস একাডেমি, ব্রাইট ক্রিকেট একাডেমি, আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি, কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম সানশাইন ক্রিকেট একাডেমি, বন্দর স্পোর্টস একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি, নিউ ক্রিকেট একাডেমি ও পোর্ট সিটি ক্রিকেট একাডেমি।