It’s Muskan

It’s Muskan Assalamu-alaykum,Jazak’Allah.🌸
I'm Mus Kan🎀 Real life, real stories — modestly told.
🎥 Vlogs | Food | Travel | More
(1)

04/11/2025

দুনিয়ার সবচেয়ে বড় 'প্রতারণা' টা হচ্ছে বোধহয় 'কাউকে পাওয়ার জন্য নিজের আসল পার্সোনালিটি টা কে লুকিয়ে অন্য এক পার্সোনালিটি শো করা!'
তারপর মানুষ টা কে পেয়ে গেলেই নিজের আসল চেহারা টা দেখানো শুরু করা!!

ছেলেরা এইটা বেশি করে! মানতে কষ্ট হলেও এইটাই সত্যি!

02/11/2025

ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজেকে পরিবর্তন করার মতো ভয়ংকর যু/দ্ধ আর কি হতে পারে।💔😅

02/11/2025

🥹🖤

01/11/2025

❤️‍🩹❤️‍🩹

31/10/2025

কতবার অভিমান করেছি, সবকিছু সাজিয়ে গুছিয়ে এক্সপ্লেইন করেছি। প্রতিবার ভেবেছি হয়তো এবার বুঝবে। কিন্তু না! বরং প্রতিবারই আমার ভাবনার উল্টো হয়েছে। প্রতিবারই আমাকে ভুল প্রমানিত করেছে। প্রতিবারই আমাকে বুঝিয়েছে "তোমার অভিমানের কোনো মূল্য নেই আমার কাছে।" প্রতিবারই আমাকে বুঝিয়ে দিয়েছে "আমার এতো এক্সপ্লেইন করা উচিত না।"

একটা সময় পরে রিয়েলাইজ করলাম, মূলত ভুল মানুষের থেকে এক্সপেকটেশনই আমার দুঃখের কারণ।
এরপর আর কখনো কাউকে এক্সপ্লেইন করিনি। কারো উপর অভিমান করিনি। কারো কাছে করিনি কোনো অভিযোগ। কারণ, যার বোঝার না তাকে হাজার শব্দ দিলেও বুঝবে না। আর যার বোঝার সে আমার নিঃশব্দেও বুঝে যাবে পুরোটা।

31/10/2025

🖤🥺

31/10/2025

কথা দাও ঠকাবে না..!😅💔
Niqab : Muskan's Clothing

যখন আমরা পরিস্থিতি বদলাতে পারি না, ঠিক তখনই আমাদের মাঝে নিজেকে বদলানোর সিদ্ধান্ত আসে।💔😊Niqab :@ Muskan's Clothing
30/10/2025

যখন আমরা পরিস্থিতি বদলাতে পারি না, ঠিক তখনই আমাদের মাঝে নিজেকে বদলানোর সিদ্ধান্ত আসে।💔😊
Niqab :@ Muskan's Clothing

30/10/2025

আপনি যদি ভেবে থাকেন, আপনার অনুপস্থিতিতে এই জায়গাটা চিরকাল ফাঁকা থাকবে,
তবে আপনি ভুল, প্রকৃতি শূন্যতা মানে না, সে বরাবরই পূর্ণতায় বিশ্বাসী।

প্রথমে আপনার অভাবটা কাউকে ভীষণ কষ্ট দেবে, বুকের ভেতরটা হাহাকার করবে।
কিন্তু সময় ধীরে ধীরে সেই শুন্যতায় অন্য কিছু বসিয়ে দেবে, নতুন কোনো মুখ, নতুন কোনো গল্প, নতুন কোনো অভ্যাস।❤️

30/10/2025

যারে তারে নিজের ভাবতে নাই। 😑

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s Muskan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category