মধ্যপ্রাচ্যের নিউজ

মধ্যপ্রাচ্যের নিউজ 𝑰 𝒉𝒐𝒑𝒆 𝒚𝒐𝒖 𝒘𝒊𝒍𝒍 𝒈𝒆𝒕 𝒂𝒍𝒍 𝒕𝒉𝒆 𝒏𝒆?

Thanks for Muslim Support. Thanks  for Qatar. ধন্যবাদ মুসলিম দেশ হিসেবে এই উর্দ্দেগ গ্রহন করার জন্য।
20/08/2025

Thanks for Muslim Support. Thanks for Qatar.
ধন্যবাদ মুসলিম দেশ হিসেবে এই উর্দ্দেগ গ্রহন করার জন্য।

কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে প্রথা অনুযায়ী কাতারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান ...
30/07/2025

কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে প্রথা অনুযায়ী কাতারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান আলমুরাইখির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন হযরত আলী খান।

ওনাকে নিয়ে আর কারো কোন চিন্তা নেই। আর কাউকে কোন কষ্ট দিবে না।  চিরতরের জন্যই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মক্কা মিস ফাল...
29/07/2025

ওনাকে নিয়ে আর কারো কোন চিন্তা নেই। আর কাউকে কোন কষ্ট দিবে না। চিরতরের জন্যই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মক্কা মিস ফালা ব্রিজের নিচে পড়ে থাকা এই যুবক সাইফুল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাইফুল রিয়াদে কাজ করতেন। কাজে থাকা অবস্থায় সে অসুস্থ হয়ে গেলে সেখান থেকে বেতন নিয়ে মক্কায় যায়। দালাল ধরে দেশে চলে যাওয়ার জন্য। তবে যে দালালকে টাকা দিয়েছে সে দালাল সাইফুলের টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। এক পর্যায়ে সাইফুলের কাছে কোন টাকা পয়সা না থাকার কারণে, অসুস্থ শরীর নিয়ে সে পড়ে থাকেন মক্কার মিসফালা ব্রিজের নিচে। এই তীব্র গরমে সাইফুলের অবস্থা আরো করুণ হয়ে যায়। সাইফুলের বিষয়টি জানতে পেরে আমরা যখন আমাদের পেজে পোস্ট করি, এর দুইদিন পরেই মোহাম্মদ শিপন নামে এক প্রবাসী সাইফুলকে ব্রিজের নিচ থেকে তুলে নিয়ে তার দায়িত্ব নেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তী সাইফুলের পরিবারের সাথে আলাপ করে তাকে দেশে পাঠানোর জন্য মক্কা থেকে আল কাছিম দিয়ে আসেন। সেখানে কথা ছিল তাকে ২/৩ দিনের মধ্যে দেশে পাঠাবে। কিন্তু সর্বশেষ জীবিত আর দেশে ফেরা হলো না সাইফুলের।
এর দায় কে নিবে?

আমার দেশের সিস্টেম এর কারণে এমন আর কতো সাইফুল এর জীবন বলি দিতে হবে, বলতে পারেন কেউ?

কপি l

টার্মিনেট কি?হঠাৎ সৌদিতে এতো পরিমাণ লোক টার্মিনেট হচ্ছে যা কল্পনার বাহিরে।নতুন ভিসায় আসা লোকগুলো টার্মিনেট হলে তেমন কিছু...
26/07/2025

টার্মিনেট কি?
হঠাৎ সৌদিতে এতো পরিমাণ লোক টার্মিনেট হচ্ছে যা কল্পনার বাহিরে।
নতুন ভিসায় আসা লোকগুলো টার্মিনেট হলে তেমন কিছুই করার থাকে না।
সৌদি শ্রম মন্ত্রনায়ের নিয়মে কেউ টার্মিনেট হলে কর্মী ৬০ দিন সময় পাবে সিদ্ধান্ত নেওয়ার।
আমাদের বেশিরভাগ প্রবাসী ৬০ দিনের মধ্যে জানতেই পারে না,এর কারন কিউয়া একাউন্ট না থাকার কারনে।
টার্মিনেট কি?
এর আরবি অর্থ ইনগ্যাতা আন আল আমেল।
টার্মিনেট যদি সহজ ভাষায় কর্মীর সাথে চুক্তি বাতিল।
টার্মিনেট হওয়ার পর করনীয়?
তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে কি করবেন,দেশে যাবেন নাকি এখানে কাফালা হবেন।
কাফালা হওয়া যাবে কি এটাও শর্তসাপেক্ষে-
কর্মী যদি সৌদিতে আসার ৩৬৫ দিনের মধ্যে টার্মিনেট হয়ে থাকে,সেক্ষেত্রে এই কর্মী টার্মিনেট হওয়ার পর অন্যত্র কাফালা হতে পারে না।
কর্মী সৌদিতে আসার ১ বছর পর টার্মিনেট হয়ে থাকে,এক্ষেত্রে কর্মী ৬০ দিনের মধ্যে অন্য কফিল অথবা কোম্পানির নিকট কাফালা হতে পারে।
টার্মিনেট কততম আর্টিকেলে করা হয়েছে এটা বুঝাটা খুবই জরুরি।
কারন বর্তমানে ৭৭,৭৮,৭৯,৮০,৮১ আর্টিকেলে কর্মীদের টার্মিনেট করা হচ্ছে।
একেকটা আর্টিকেলে একেক রকম শর্ত জুড়ে দেওয়া হয়,এই আর্টিকেল সম্পর্কে খুব শীঘ্রই সিরিয়াল করে পোস্ট ও ভিডিও দিবো যাতে শ্রম আইনের সুবিধা থেকে প্রবাসীরা বঞ্চিত না হয়।
তথ্য ভালো লাগলে Bin Mishal 2.0 এই পেজটি ফলো করতে ভুলবেন না।

22/07/2025

কাতারে ৭ হাজার রিয়াল হলেই কোম্পানি খোলা যায়, কিন্তু কোম্পানি পরিচালনা করার জন্য অফিস লাগবে, কর্মচারীর বেতন আপডেট রাখা লাগবে, কর্পোরেট ব্যাংক একাউন্ট লাগবে, যতো সহজে খোলা যায়, পরিচালনা ততো সহজ নয়, বহু বাংলাদেশী রা কোম্পানি খুলে কয়টা ভিসার বিজনেস করে এরপর বিপাকে, নিজস্ব ব্যবসা না থাকলে কখনোই কোম্পানি ওপেন করা ঊচিত না, বেশিরভাগ বাংলাদেশীরা কোম্পানি খোলার মূল উদ্দেশ্য থাকে ভিসার ব্যবসা করার জন্য॥ লোক নিয়ে এসে শত শত মানুষকে বিপদে ফেলে দেয়। কোম্পানি ওপেন হয়ে গেলে তাদের অফিস হয়ে যায় গাড়িতে, রুমে, আবার কেউ তো ভিসা দেয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যায় না 😂
এসব থেকে বিরত থাকুন।

সৌদি আরবে সৌদি মালিকের নির্যাতনে নিহত ছোট ভাই রুবেলের লাশ আনতে গিয়ে বড় ভাই ওসমান ও তার ফুফাত ভাই কুমিল্লায় সড়ক দুর্ঘটনায়...
05/07/2025

সৌদি আরবে সৌদি মালিকের নির্যাতনে নিহত ছোট ভাই রুবেলের লাশ আনতে গিয়ে বড় ভাই ওসমান ও তার ফুফাত ভাই কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছেন,

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিওন

আল্লাহ তাদের পরিবার কে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুক

সৌদি আরবে নির্যাতনে মৃত্যুবরণ করে রুবেল, এক বছর পর আজ দেশে ফিরছে মরদেহফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৪নং...
05/07/2025

সৌদি আরবে নির্যাতনে মৃত্যুবরণ করে রুবেল, এক বছর পর আজ দেশে ফিরছে মরদেহ

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৪নং ভূজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তালুকদার পাড়া নিবাসী রুবেল হোসেন (৩১) পরিবারে সুখ-শান্তি ও স্বচ্ছলতা আনতে ২০২৪ সালে সৌদি আরবে পাড়ি জমান।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—সৌদি আরবে কর্মরত অবস্থায় তিনি কফিলের অমানবিক নির্যাতনের শিকার হন। বিষয়টি মদিনার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানতে পারলে রুবেলকে উদ্ধার করে মদিনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ জুলাই ২০২৪ ইং তারিখে মৃত্যু বরণ করেন রুবেল।

এক বছর আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার পর অবশেষে তার মরদেহ দেশে ফেরত আসছে। আজ (৫ জুলাই ২০২৫) রুবেলের মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন তার পরিবার।

পরিবার ও এলাকাবাসীর ভাষ্য মতে, রুবেল ছিলেন অত্যন্ত বিনয়ী, সদাচরণে ভরপুর একজন ভালো মনের মানুষ। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের বাকি মানুষ গুলো এ শোক কি করে সইবে।
নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা কারি।

অবশেষে রাজুর লাশ দেশে যাচ্ছে……সৌদি আরব প্রবাসী ,রাজুর লাশ শনিবার বাংলাদেশ সময় ভোর ৪ টায় ঢাকায় এসে পৌঁছাবে ইনশাআল্লাহ....
04/07/2025

অবশেষে রাজুর লাশ দেশে যাচ্ছে……
সৌদি আরব প্রবাসী ,রাজুর লাশ
শনিবার বাংলাদেশ সময় ভোর ৪ টায় ঢাকায় এসে পৌঁছাবে ইনশাআল্লাহ.

রাজুর মৃত্যুর পৃর্বে সৌদি আরব প্রবাসী তুহিন এর সাথে যোগাযোগ রেখে,স্থানীয় একটি সামাজিক সংগঠন,টিম সৌহার্দ্যর সহযোগিতায় রাজুর জন্য দেশে ফেরার টিকিট কাটা হয়েছিলো ২৩/০৬/২৫ রাত ১.২৫ ফ্লাইট ছিলো.

রাজুর আশা ছিলো দেশে ফিরে মায়ের কোলে,বোনের স্নেহে চিকিৎসা করবে.সমাজের সহপাঠীদের সাথে শেষ সময়টুকু কাটাবে…
কিন্তু সব স্বপ্ন দুলিস্বাত করে,২০/০৬/২৫ সৌদি আরব সময় সকাল ৮.৩০ মিনিট এ না ফেরার দেশে পাড়ি জমান….

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাহাজন দীঘি এলাকার দরিদ্র পরিবারের সন্তান রাজু। কিন্ডার গার্টেন স্কুলের সামনে টং দোকান করে মোটামুটি পরিবারের হাল ধরেছেন।
পরিবারকে আরেকটু ভালো রাখার জন্য, ধারদেনা করে আদম বেপারীর খপ্পরে পড়ে পাড়ি জমিয়েছেন সৌদি আরবের জেদ্দায়।

প্রবাসে আসার পর চাকুরী নামের সোনার ডিম দেয়া হাঁস দূরে থাক, থাকা খাওয়া আকামা কিছুর ব্যবস্থা না করে অদৃর্শ্য হয়ে যায় আদম বেপারী।

সুস্থ সবল তরুন যুবক রাজু সৌদি আরব আসার কিছুদিন পরেই দূরারোগ্য রোগে আক্রান্ত হন। আকামা ইন্সুরেন্স না থাকায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন। চিকিৎসা ও থাকা খাওয়ার দুর্ভোগে যখন তার জীবন যায় যায়,

এই রকম হাজার হাজার রাজু প্রবাসে এসে নিজের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন আবার কারো কারো জীবনটাই শেষ হয়ে যাচ্ছে।
রেমিটেন্স পাবার উচ্চ বিলাসী স্বপ্ন দেখলেও এই প্রবাসীদের দুঃখ দুর্দশা দেখার জন্য নেই সরকার, নেই সরকারের দূতাবাস।

রিয়াদের বাথা থেকে তিন জন একটা গাড়ি ভাড়া করে সোলাই যাওয়ার জন্য।  সোলাই ইস্তাম্বুল এড়িয়াতে যাওয়ার পর এই সবুজ এবং তার সাথে ...
03/07/2025

রিয়াদের বাথা থেকে তিন জন একটা গাড়ি ভাড়া করে সোলাই যাওয়ার জন্য।
সোলাই ইস্তাম্বুল এড়িয়াতে যাওয়ার পর এই সবুজ এবং তার সাথে আরো ২ জন ড্রাইভার আরিফুল এর গলায় চাপাতি ধরে তাকে ব্যাপক মারধর করে। এবং গাড়ি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এক পর্যায়ে তাকে একটি বাসায় আটকে রেখে তার ব্যাংক কার্ড থেকে ৩০০০ রিয়াল তুলে নেয়। গাড়ি রেন্ট কারের নামে থাকার কারণে গাড়ি নিতে পারেনি। পরবর্তীতে আরিফের ভাই অপহরণ মামলা করে। একপর্যায়ে সুবজ নামে এই ছেলেকে গ্রেফতার করে রিয়াদ পুলিশ। ধন্যবাদ রিয়াদ পুলিশ।
(Collect)


02/07/2025
সৌদি আরবের নাজরান শহরে অবস্থানরত নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঠানতলার কোনো প্রব...
02/07/2025

সৌদি আরবের নাজরান শহরে অবস্থানরত নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঠানতলার কোনো প্রবাসী ভাই যদি থাকেন, তাহলে আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ওর নাম মোঃ রনি, নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা চরপার্বতী ইউনিয়ন ১নং ওয়ার্ড পাঠানতলার বাসিন্দা।

গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে জানা গেছে যে, তাকে নাজরানে সৌদি পুলিশ আটক করেছে। তার পরিবার বাংলাদেশে উদ্বেগের মধ্যে আছে।

আপনাদের মধ্যে কেউ যদি নাজরানে থাকেন, দয়া করে একটু খোঁজখবর নিয়ে যদি জানাতে পারেন, তাহলে পরিবারটি অনেক উপকৃত হবে। আপনার সামান্য সহযোগিতা এই বিপদের সময়ে একটি পরিবারের জন্য অনেক বড় অবলম্বন হতে পারে।

বাংলাদেশ থেকে সময়মতো আম দোহায় পৌছাঁতে না পারায় একদিন আগেই বন্ধ হয়ে গেল কাতারে বাংলা আমের মেলা। সোমবার রাতে কর্তৃপক্ষ এই ...
30/06/2025

বাংলাদেশ থেকে সময়মতো আম দোহায় পৌছাঁতে না পারায় একদিন আগেই বন্ধ হয়ে গেল কাতারে বাংলা আমের মেলা। সোমবার রাতে কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when মধ্যপ্রাচ্যের নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share