25/11/2025
অন্য যাত্রীর লাগেজ চুরি করে ধরা সৌদি প্রবাসী, ১ বছরের কারাদণ্ড
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি থেকে আসা এক যাত্রী তার ২টি লাগেজ পাচ্ছিলেন না।
ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীর অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর অথরিটিকে বিষয়টি জানায়। সেই অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এভসেক সদস্যরা।
এভসেক ও গোয়েন্দা সংস্থা সিসিটিভি বিশ্লেষণের করে দেখে আরেক যাত্রী লাগেজ নিয়ে গেছে। মোঃ আরমান হোসেন নামের এই যাত্রী ৩ নভেম্বর রিয়াদ থেকে ঢাকায় ফিরে অন্য যাত্রীর দুইটি লাগেজ চুরি নিয়ে চলে যান।
পরবর্তীতে আরমান ২৪ নভেম্বর রাতে আবার সৌদি যাবার জন্য বিমানবন্দরে আসেন। তখন তাকে আটক করা হয়।
অভিযুক্তকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত সিসিটিভির প্রমাণ যাচাই করে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
#প্রবাস