মধ্যপ্রাচ্যের নিউজ

মধ্যপ্রাচ্যের নিউজ 𝑰 𝒉𝒐𝒑𝒆 𝒚𝒐𝒖 𝒘𝒊𝒍𝒍 𝒈𝒆𝒕 𝒂𝒍𝒍 𝒕𝒉𝒆 𝒏𝒆?

অন্য যাত্রীর  লাগেজ চুরি করে ধরা সৌদি প্রবাসী, ১ বছরের কারাদণ্ড হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি থেকে আসা এক য...
25/11/2025

অন্য যাত্রীর লাগেজ চুরি করে ধরা সৌদি প্রবাসী, ১ বছরের কারাদণ্ড

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি থেকে আসা এক যাত্রী তার ২টি লাগেজ পাচ্ছিলেন না।
ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীর অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর অথরিটিকে বিষয়টি জানায়। সেই অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এভসেক সদস্যরা।

এভসেক ও গোয়েন্দা সংস্থা সিসিটিভি বিশ্লেষণের করে দেখে আরেক যাত্রী লাগেজ নিয়ে গেছে। মোঃ আরমান হোসেন নামের এই যাত্রী ৩ নভেম্বর রিয়াদ থেকে ঢাকায় ফিরে অন্য যাত্রীর দুইটি লাগেজ চুরি নিয়ে চলে যান।

পরবর্তীতে আরমান ২৪ নভেম্বর রাতে আবার সৌদি যাবার জন্য বিমানবন্দরে আসেন। তখন তাকে আটক করা হয়।

অভিযুক্তকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত সিসিটিভির প্রমাণ যাচাই করে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

#প্রবাস

12/10/2025

আল হামদুলিল্লাহ্। গাজার উপর আল্লাহর রহমতে পশুরাও আনন্দে আত্নহারা হয়ে উঠেছে। আল হামদুলিল্লাহ্।

যু'দ্ধের দুঃস্বপ্ন পেরিয়ে গা*জার শিশুরা নির্ভয়ে বিড়াল ছানার সঙ্গে খেলায় মেতেছে…

📸 গাজা শান্তি আলোচনার মিটিং রুমের দৃশ্য।এখানে উপস্থিত ছিলেন :🏳️ হামাসের রাজনৈতিক শাখার কর্মকর্তাগণ🇪🇬 মিশরের গোয়েন্দা প্র...
09/10/2025

📸 গাজা শান্তি আলোচনার মিটিং রুমের দৃশ্য।

এখানে উপস্থিত ছিলেন :
🏳️ হামাসের রাজনৈতিক শাখার কর্মকর্তাগণ
🇪🇬 মিশরের গোয়েন্দা প্রধান
🇶🇦 কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী
🇹🇷 তুর্কি গোয়েন্দা প্রধান
🇮🇱 ইসরায়েলি প্রতিনিধি দল
🇺🇸 যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জারেড কুশনার

🇧🇭কাতারের বুকে এক টুকরো বাংলাদেশ 🇧🇩মসজিদ হাসান আল আসমাখ (বুখারি মসজিদ), দোহা কাতার।প্রিয়  Rahman Azhari হাফিজাহুল্লাহ’র...
30/09/2025

🇧🇭কাতারের বুকে এক টুকরো বাংলাদেশ 🇧🇩
মসজিদ হাসান আল আসমাখ (বুখারি মসজিদ), দোহা কাতার।

প্রিয় Rahman Azhari হাফিজাহুল্লাহ’র কণ্ঠে কুরআনের বাণী শুনতে শত শত মানুষের ঢল।
29/09/25

🚨 আল-রাইতে বড় অভিযান: ২০৭ জন গ্রেপ্তার  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযানে আল-রাই এলাকায় ২০৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১...
27/09/2025

🚨 আল-রাইতে বড় অভিযান: ২০৭ জন গ্রেপ্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযানে আল-রাই এলাকায় ২০৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

📌 অভিযানে ধরা পড়ে:

৪৯টি অগ্নি নিরাপত্তা লঙ্ঘন

৫৯টি বাণিজ্যিক সাইটেশন

১টি দোকান বন্ধ

২২টি নিরাপত্তা সতর্কবার্তা

৬টি শ্রম আইন ভঙ্গ

৪ জন অবৈধ শ্রমিক

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে…

কথা সত্য….
23/09/2025

কথা সত্য….

ওয়াজ মাহফিল ২০২৫ ✨শায়খ ড. মিজানুর রহমান আজহারীর আলোচনায় যোগ দিন 🌙। ঈমানী চেতনা ও আমলী প্রেরণায় সমৃদ্ধ হন এবং আল্লাহর...
22/09/2025

ওয়াজ মাহফিল ২০২৫ ✨
শায়খ ড. মিজানুর রহমান আজহারীর আলোচনায় যোগ দিন 🌙। ঈমানী চেতনা ও আমলী প্রেরণায় সমৃদ্ধ হন এবং আল্লাহর তাওফিক লাভ করুন 🕌।
📍 কাতারের বিভিন্ন মসজিদ
🗓️ 25 – 29 সেপ্টেম্বর 2025

#ওয়াজমাহফিল #কাতার #ইসলাম #বাংলাবক্তৃতা #আধ্যাত্মিকতা #কুরআন #হাদিস

প্রবাসে যাওয়া কিংবা আসার সময় আমরা অনেকেই কৌতুহলবশত লাগেজে মোবাইল নাম্বার দিয়ে দেই।তবে জানলে অবাক হবেন একটা দল এই নাম্বা...
16/09/2025

প্রবাসে যাওয়া কিংবা আসার সময় আমরা অনেকেই কৌতুহলবশত লাগেজে মোবাইল নাম্বার দিয়ে দেই।তবে জানলে অবাক হবেন একটা দল এই নাম্বার এয়ারপোর্ট থেকে সংগ্রহ করে।

আপনি যখনি বিমানে উঠে যাবেন মানে আপনি ইমিগ্রেশন ক্র*স করার পর থেকে একটা সময় ধরে তারা আপনার বাড়ির এই নাম্বারে কল দিবে।তারা বলবে এই অমুক লোক আপনার কি হয়??
উনি একটা সম*স্যাতে পড়ে ইমিগ্রেশন এ বসে আছে।যদি সমা*ধান চান তাইলে এই নাম্বারে এখনি এত টা*কা পাঠান।এটা শুনে বাড়ির মানুষ না বুজেই টা*কা পাঠাই দেয়। এভাবে আমাদের বাংলাদেশী সহজ সরল মানুষদের ঠকায় একটি চক্র।

আসুন সবাই সচেতন হই এই লাগেজে নাম্বার লেখা নিয়ে।
কপিড এন্ড এডিটেড

🇸🇦🇰🇼 সৌদি আরব এবং কুয়েত আনুষ্ঠানিকভাবে সকল 🇮🇱 ইসরায়েলি পাসপোর্টধারীদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে, যদি পাওয়া যায...
15/09/2025

🇸🇦🇰🇼 সৌদি আরব এবং কুয়েত আনুষ্ঠানিকভাবে সকল 🇮🇱 ইসরায়েলি পাসপোর্টধারীদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে, যদি পাওয়া যায় তাহলে অবিলম্বে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছে।

Thanks for Muslim Support. Thanks  for Qatar. ধন্যবাদ মুসলিম দেশ হিসেবে এই উর্দ্দেগ গ্রহন করার জন্য।
20/08/2025

Thanks for Muslim Support. Thanks for Qatar.
ধন্যবাদ মুসলিম দেশ হিসেবে এই উর্দ্দেগ গ্রহন করার জন্য।

কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে প্রথা অনুযায়ী কাতারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান ...
30/07/2025

কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে প্রথা অনুযায়ী কাতারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান আলমুরাইখির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন হযরত আলী খান।

ওনাকে নিয়ে আর কারো কোন চিন্তা নেই। আর কাউকে কোন কষ্ট দিবে না।  চিরতরের জন্যই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মক্কা মিস ফাল...
29/07/2025

ওনাকে নিয়ে আর কারো কোন চিন্তা নেই। আর কাউকে কোন কষ্ট দিবে না। চিরতরের জন্যই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মক্কা মিস ফালা ব্রিজের নিচে পড়ে থাকা এই যুবক সাইফুল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাইফুল রিয়াদে কাজ করতেন। কাজে থাকা অবস্থায় সে অসুস্থ হয়ে গেলে সেখান থেকে বেতন নিয়ে মক্কায় যায়। দালাল ধরে দেশে চলে যাওয়ার জন্য। তবে যে দালালকে টাকা দিয়েছে সে দালাল সাইফুলের টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। এক পর্যায়ে সাইফুলের কাছে কোন টাকা পয়সা না থাকার কারণে, অসুস্থ শরীর নিয়ে সে পড়ে থাকেন মক্কার মিসফালা ব্রিজের নিচে। এই তীব্র গরমে সাইফুলের অবস্থা আরো করুণ হয়ে যায়। সাইফুলের বিষয়টি জানতে পেরে আমরা যখন আমাদের পেজে পোস্ট করি, এর দুইদিন পরেই মোহাম্মদ শিপন নামে এক প্রবাসী সাইফুলকে ব্রিজের নিচ থেকে তুলে নিয়ে তার দায়িত্ব নেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তী সাইফুলের পরিবারের সাথে আলাপ করে তাকে দেশে পাঠানোর জন্য মক্কা থেকে আল কাছিম দিয়ে আসেন। সেখানে কথা ছিল তাকে ২/৩ দিনের মধ্যে দেশে পাঠাবে। কিন্তু সর্বশেষ জীবিত আর দেশে ফেরা হলো না সাইফুলের।
এর দায় কে নিবে?

আমার দেশের সিস্টেম এর কারণে এমন আর কতো সাইফুল এর জীবন বলি দিতে হবে, বলতে পারেন কেউ?

কপি l

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when মধ্যপ্রাচ্যের নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share