IAB খিলপাড়া শাখা

IAB খিলপাড়া শাখা আদর্শ, ইসলামী রাজনীতি ও জনসেবায় অঙ্গীকারবদ্ধ-সততা, ন্যায় ও পরিবর্তনের পথে আমরা একসাথে।

চাটখিলে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল, সর্বত্র প্রতিধ্বনিত PR সিস্টেম নির্বাচনের দাবি,ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জ...
26/09/2025

চাটখিলে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল, সর্বত্র প্রতিধ্বনিত PR সিস্টেম নির্বাচনের দাবি,
ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ।

🤔🕵️‍♂️🇧🇩✅✅
25/09/2025

🤔🕵️‍♂️🇧🇩✅✅

🌟 আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয়জন 🌟🤲 ৯ নং খিলপাড়া ইউনিয়ন আওতাধীন ২নং ওয়ার্ডের কদমতলার মোঃ আবুল কালাম ভাই—ওয়ার্ডের গুরুত্বপূ...
24/09/2025

🌟 আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয়জন 🌟

🤲 ৯ নং খিলপাড়া ইউনিয়ন আওতাধীন ২নং ওয়ার্ডের কদমতলার মোঃ আবুল কালাম ভাই—ওয়ার্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল।

তাঁর অসুস্থতার খবরে ৯ নং খিলপাড়া ইউনিয়ন শাখার
সভাপতি 👤, সহ-সভাপতি 👥, সেক্রেটারি 🖋️ সহ অন্যান্য নেতৃবৃন্দ ছুটে গিয়ে খোঁজখবর নেন।

🌸 সবাইকে অনুরোধ, দোয়া করবেন আল্লাহ্‌ তায়ালা যেন আবুল কালাম ভাইকে দ্রুত সুস্থতা ও তাঁর পরিবারকে ধৈর্য দান করেন। 🤍

#দোআ #ঐক্য #দায়িত্বশীল

⚽✨ ক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ ✨⚽🏟️ আজকের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে দেশীয...
24/09/2025

⚽✨ ক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ ✨⚽

🏟️ আজকের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে দেশীয় প্রতিদ্বন্দ্বী দুই দলঃ

✅ খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
VS
✅ চাটখিলালিয়া মাদ্রাসা

📌 লোকেশন: খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ।

🔥 টানটান উত্তেজনার এই খেলা উপভোগ করতে খিলপাড়া ও চাটখিলবাসীর প্রতি বিশেষ আহ্বান রইল।
আপনার উপস্থিতি এই আয়োজনে আরও প্রাণবন্ত করে তুলবে।

📍 আয়োজনে: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চাটখিল থানা শাখা।

🏆 🤝

📢 কেন ২৫% ভোট দিয়ে ১০০% মানুষকে “প্রতিনিধিত্ব” করতে দেওয়া হয়? 🗳️ধরে নিন:✅ ভোটার: ১ লাখ✅ প্রার্থী: ৫ জনপ্রার্থী ভোটক ২...
22/09/2025

📢 কেন ২৫% ভোট দিয়ে ১০০% মানুষকে “প্রতিনিধিত্ব” করতে দেওয়া হয়? 🗳️

ধরে নিন:
✅ ভোটার: ১ লাখ
✅ প্রার্থী: ৫ জন

প্রার্থী ভোট

ক ২৫,০০০
খ ২৩,০০০
গ ২০,০০০
ঘ ১৮,০০০
ঙ ১৪,০০০

📌 প্রচলিত নির্বাচনী নিয়মে ক প্রার্থী বিজয়ী।
কিন্তু মাত্র ২৫ হাজার মানুষই তাকে সমর্থন করেছে, বাকি ৭৫ হাজারের ভোট “ফেলে” গেছে। 😟

💡 সমাধান: PR (Proportional Representation)
✅ প্রতিটি ভোটের মান থাকবে
✅ সব সম্প্রদায়ের মতামত গুরুত্ব পাবে
✅ সরকার হবে জনগণের প্রকৃত প্রতিনিধি
✅ সংখ্যালঘু ও নতুন দলও সুযোগ পাবে
✅ দূর্নীতি ও স্বেচ্ছাচার কমবে

🚀 আসুন আওয়াজ তুলি:

গণতন্ত্র মুক্তি পাক ✊

স্বৈরাচার নিপাত যাক ⚡

প্রচলিত পদ্ধতির বদলে PR পদ্ধতিতে নির্বাচন চাই ✅

🌟 আগামী ২৬ সেপ্টেম্বর, চাটখিলে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আপনিও অংশগ্রহণ করে দেখিয়ে দিন—জনগণ চায় PR সিস্টেমে আগামী জাতীয় নির্বাচন হোক!

#গণতন্ত্র ায়_PR #ভোট_মহত্ব #নির্বাচন_পরিবর্তন

20/09/2025
17/09/2025

🌟 মানুষের কল্যাণে নতুন দিগন্ত!

আজ ৯ নং খিলপাড়া ইউনিয়নে খিলপাড়া বাজারের বাসিন্দা পণ্ডিত দাদার ঘর নির্মাণের কাজ সরেজমিনে ২য় বার পরিদর্শন করেন ইসলামী আন্দোলন
বাংলাদেশের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আল আমিন সাহেব। 🏡

Dr. Mostafa Hazera Foundation উদ্যোগে সম্পূর্ণ নিজস্ব খরচে ঘরটি নির্মিত হচ্ছে। উদ্বোধন করেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জনাব জহিরুল ইসলাম(কাউছার)

এমন মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও চলতে থাকবে।

14/09/2025

📌 ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে
ন্যায়ভিত্তিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে পিয়ার পদ্ধতি প্রবর্তনের দাবিতে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

👉 নেতৃবৃন্দ বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার বিকল্প নেই।

#ইসলামীআন্দোলনবাংলাদেশ #চট্টগ্রাম #পিয়ারপদ্ধতি #ন্যায়ভিত্তিকনির্বাচন #জনতারদাবি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ—তরুণ প্রজন্মের শক্তি, মাঠে ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এক নতুন ইতিহাস গড়ছে!” ⚽আজ সকালে ইসল...
13/09/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ—তরুণ প্রজন্মের শক্তি, মাঠে ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এক নতুন ইতিহাস গড়ছে!” ⚽

আজ সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাটখিল থানা শাখার আয়োজিত ক্যাম্পাস ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল—

🔹 সোনা চাকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস
🔹 বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
✨ মোহাম্মদ দিদারুল ইসলাম (অর্থ ও প্রকাশনা সম্পাদক, ৯নং খিলপাড়া ইউনিয়ন)
✨ মোঃ আব্দুর রহমান (সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন)

🏆 খেলায় খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস জয়লাভ করে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে।

📅 সেমিফাইনাল ম্যাচ আজ বিকাল ৪টায় আব্দুল ওয়াহাব ডিগ্রী মাঠে।

💐 বিজয়ী দলকে ৯নং খিলপাড়া ইউনিয়নের পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন।

আজকের সমাবেশ, সফল হোক, সফল হোক...✊দলে দলে যোগদানের আহবান রইল। দেখা হবে রাজ পথে ইনশাআল্লাহ.......
11/09/2025

আজকের সমাবেশ, সফল হোক, সফল হোক...✊
দলে দলে যোগদানের আহবান রইল। দেখা হবে রাজ পথে ইনশাআল্লাহ.......

Address

Noakhali
Chittagong
3872

Website

Alerts

Be the first to know and let us send you an email when IAB খিলপাড়া শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share