Somo's World

Somo's World This is Somo's World. In this page, I will make vlogs or travel vlogs about my good or bad feelings.

গুগল ম্যাপের মাধ্যমে একটি ভালোবাসার গল্প।প্রতিটি ছবিতে ক্যাপশন পড়ুন।২০১৫ সালে দুই বৃদ্ধ দম্পতি পাশাপাশি বসে এক প্লেটে খ...
01/06/2025

গুগল ম্যাপের মাধ্যমে একটি ভালোবাসার গল্প।
প্রতিটি ছবিতে ক্যাপশন পড়ুন।

২০১৫ সালে দুই বৃদ্ধ দম্পতি পাশাপাশি বসে এক প্লেটে খাবারের খাওয়ায় বাড়ির পাশে।

এক বছর পরে,২০১৬ সালে,ক্যামেরা আবার তাদের বন্দী, এখনও একই জায়গায় বসে,শুধুমাত্র ভিন্ন আসন। তাদের পৃথিবী ছোট,কিন্তু একে অপরের যত্নবান দুটি হৃদয়ের জন্য যথেষ্ট।

২০১৭ সালে শুধু ঠাকুমাকে দেখা গিয়েছিল এক চেয়ারে বসে সামনে তাকিয়ে। কিন্তু দাদুকে আর ছবিতে দেখা যাবে না😢

২০১৮ সালে,দাদী এখনও সেখানে ছিলেন,কিন্তু তিনি আর তার স্বাভাবিক চেয়ারে বসেন না। ঘরের অর্ধবন্ধ দরজার সামনে বসেছিলেন,শরীর দুর্বল হয়ে পড়েছিলেন।

২০২০ সালে দাদী আবার স্বাভাবিক চেয়ারে ফিরে এলেন, চিন্তায় এলোমেলো হয়ে বসে,কুচকে যাওয়া হাত দিয়ে থুতুকুকে আদর করে, যেন এমন কারো অপেক্ষায় যে আর ফিরবে না।

২০২১ সালে তার শরীর দুর্বল হয়ে পড়ে,তার পদক্ষেপ আর স্থিতিশীল ছিল না। সে শুধু তার অতীতের ছায়া,
আজও স্মৃতি আঁকড়ে আছে।

২০২২ সালে নীল ঘরের দরজা শক্ত করে বন্ধ ছিল। ঠাকুমার কোন খোঁজ নেই। হয়তো সে তার প্রিয়তমার সাথে গিয়েছিল। তারা সম্ভবত এখন আরো শান্তিপূর্ণ জায়গায় একসাথে।

২০১৩ সালে বাড়ির চারপাশে আগাছা বেড়ে গেল,তার রঙ ম্লান হয়ে গেল,এবং দরজা বন্ধ হয়ে গেল। সিট খালি আছে আগের মত বের করা হয় নি

২০২৪ সালে আগাছা সরিয়ে ফেলা হয়েছিল,কিন্তু ঘরটা চুপ করে ছিল। চেয়ারগুলো দাঁড়িয়ে আছে,অপেক্ষা করার মত,কিন্তু দেখা হয়নি।

এবং এখন, ২০২৫ সালে,বাড়িটি চলে গেছে,গ্রাউন্ডেড। সেখানে তাদের কোন সন্ধান নেই। শুধু স্মৃতি,শুধু ছবি। ভালোবাসা... সত্যিই সুন্দর। সত্যিকারের ভালোবাসারও বিচ্ছেদ হতে হয়।

এদের সম্পর্কে কেউ গল্প বলে না। আমি বাদে। গুগল ম্যাপের মাধ্যমে।

©

20/05/2025

গোটা বাংলাদেশে বৃষ্টি হয় ২-৩ ঘন্টা আর চিটাগাং বৃষ্টি হয় ২-৩ সেকেন্ড 😐

©

Made by me🥹❤️
17/05/2025

Made by me🥹❤️

My Favourite🥹😋
15/05/2025

My Favourite🥹😋

15/05/2025

ম্যাচিউরিটির শেষ ধাপ হলো- মানুষ যা খুশি বলুক; নিজের খুশি, মানসিক শান্তি সবার আগে। ❤️

ড. মো: ইউনুস স্যার কে ডি-লিট প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।ড. মো: ইউনুস স্যার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬৯ টি সম...
14/05/2025

ড. মো: ইউনুস স্যার কে ডি-লিট প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।
ড. মো: ইউনুস স্যার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬৯ টি সম্মাননা পেয়েছেন।তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট পাওয়াটা একটু ভিন্নি।আজ তিনি এমন জায়গা থেকে সম্মাননা পাচ্ছেন যেখান থেকে সব শুরু।সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জোবরা গ্রাম।যে গ্রামের হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে তিনি মাইক্রেডিটের মত জিনিস আবিষ্কার করেন।১৯৭৪ দেশ যখন দূর্ভিক্ষের কবলে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি নির্জন প্রান্তে, যেখানে অর্থনীতির ক্লাসের ফাঁকে তিনি ছাত্রদের মধ্যে মানবিক ভাবনার বীজ বুনতেন, সেখান থেকেই একদিন ক্ষুদ্রঋণের ভাবনার জন্ম। তখন হয়তো কেউ ভাবেনি, সেই চিন্তা একদিন গোটা পৃথিবীর দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ড. মো: ইউনুস স্যার সেই সময়টাতেই দেখে ফেলেছিলেন যে, প্রথাগত ব্যাংকিং ব্যবস্থা গরিব মানুষের দরজায় যায় না। আর এখানেই তিনি ভিন্নভাবে ভাবতে শুরু করেছিলেন—একটি ব্যাংক, যা গরিবদের জন্য।তার এই ক্ষুদ্রঋণে জোবরা গ্রামে অনেক পরিবারের ভাগ্যবদল করে দিয়েছিল।আজ সেই জোবরাবাসি সাক্ষী হবে তাদের প্রফেসর সাহেব কে তাদেরই জন্মস্থান হতে সম্মাননা দেয়া হবে।
ঘরের ছেলে ঘরে ফিরছে।

©

ফুল ভালোবাসি🥹🌸
14/05/2025

ফুল ভালোবাসি🥹🌸

Address

Chittagong University
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somo's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share