05/03/2023
!স্পয়লার!
ঐন্দ্রিলা, হৃদিকা।
ঐন্দ্রিলা দেখছে ভবিষ্যৎ,
হৃদিকা দেখছে অতীত।
ঐন্দ্রিলাকে তাড়া করছে অনাগত ভবিষ্যৎ, হৃদিকাকে করছে দু:সহ অতীত।
দুজনের মধ্যে একটা যোগসূত্র আছে।
ঐন্দ্রিলা ছেড়ে যাচ্ছে তার বন্ধুদের, হৃদিও। একজন মৃত্যুপথযাত্রী, অন্যজন দেশ ছাড়ছে।
অতীতের পুনরাবৃত্তি ঘটছে।
হৃদিকা- ঐন্দ্রিলা দুজনের জীবনেই আছে ট্রমা, দু:খ-কস্ট,বন্ধুদের-যারা তার একমাত্র কমফোর্ট জোন, তাদের ছেড়ে যাওয়ার আশঙ্কা। হৃদিকার দেশ ছাড়াটা তো একরকম মৃ*ত্যুই, তার এবিউসিভ পরিবেশের বাহিরের একমাত্র কমফোর্ট যা কিছু ছিল-সব চলে যাচ্ছে। হৃদিকার জীবনও একরকম ঐন্দ্রিলার সেই জীবনের সাথে ওভারল্যাপ করছে।
কাজেই হৃদিকা যখন ঠিক করলো, তার এই লাইফস্টোরি নিয়েই সে নতুন ফিল্ম বানাবে, তখন কিছু এলিমেন্টস ঢুকে যায় তার স্ক্রিপ্টে৷
দেবস্মিতা।
যদি বলি দেবস্মিতার চরিত্রটি হলো হৃদিকার, অথবা বলা যায় ঐন্দ্রিলার ওই একা হয়ে যাওয়ার ভয়টা? তারা দুজনেই জানে, তাদের সামনের পথ একলা হাটতে হবে। একা হয়ে যাওয়ার সেই ভয়টাই যখন স্ক্রিপ্ট হলো, সেটা রুপ নিল দেবস্মিতায়।
কিংবা হৃদিকার সামনে উঠে আসা মৃত ঐন্দ্রিলা। এটা একটা লুপ। দেবস্মিতা, ঐন্দ্রিলা, এরপর হৃদিকা।
ঐন্দ্রিলা মা*রা গেছে অলরেডি। তার মৃ*ত্যু*র আগেও একজন বন্ধু মরে গেছে, ইশতি। তার কি হয়েছিল? কেন সে হুট করে মা*রা গেলো?
একা হয়ে গিয়ে।
এরপর ঐন্দ্রিলা। সেই লুপে এরপর কে আসবে? হৃদিকা? এইযে ঐন্দ্রিলা দুজনকে বিকৃত চেহেরা নিয়ে দাড়িয়ে থাকতে দেখলো, তাদের-ই বা গল্প কী? ফাতিন আর নাফি-দুজনকেই ফিল্মে চ্যাটগ্রুপে দেখা গেলো। বাস্তবজীবনে এরা কই? মৃত? নাকি জীবিত? নাকি কল্পনা? এমন হতে পারে না? যে ঐন্দ্রিলা যেহেতু ভবিষ্যৎ দেখছে, ফাতিন আর নাফির ভবিষ্যতে কি হবে তার সংকেত এটি? ত্রিওমাও নিজেকে আয়নায় ওভাবেই দেখলো। তারও কি একই অবস্থা হবে? লুপের পরবর্তী চরিত্র খুব সম্ভবত ত্রিওমা-ই। সে যেভাবে ট্রমাগুলো ফেস করছে, পরেরজন হবার সম্ভাবনা তারই বেশি। অন্তত ঐন্দ্রিলার দেখা স্বপ্ন তাই বলে। সে স্বপ্ন দেখছে বলেই ১৯-এ মৃত ঐন্দ্রিলা ২১ এ এসে মেসেজ দিচ্ছে। সিরিজের শেষে এসে দেখা যাচ্ছে দেবস্মিতা তো ফ্রেন্ডসগ্রুপ-এর অংশ, সে তবে ত্রিওমার কল্পনায় এলো কেন? লুপে সেও আছে?
কোনটা সত্য? ঐন্দ্রিলা? হৃদিকা? দেবস্মিতা? ফাতিন? ত্রিওমা? নাফি? ইশতি? সত্য হলো এটা একটা লুপ, সেই লুপ থেকে এরা কেউ বেরোতে পারছেনা। বাস্তব আর কল্পনা সেই লুপে পরে মিশে যাচ্ছে। এটাই সত্য। এটাই বাস্তব। এটাই কল্পনা।
- Hridi Biswas
#স্বপ্নকল্পদ্রুম
#সিরিজ
#লুপ