
03/07/2025
এ কিতাবে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সকল আকিদার উপর আলোকপাত করা হয়েছে, যে বিষয়গুলো যুগযুগ ধরে সমগ্র মুসলিম সম্প্রদায়ের মধ্যে সত্য বলে বিশ্বাস স্থাপিত হয়ে এসেছে, যা কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে সত্য আকিদার সপক্ষে যথেষ্ট প্রমাণাদি থাকায় সূর্যের আলোর ন্যায় পরিষ্কার ছিল সাধারণ জনতার নিকট, যেমন- আল্লাহ তা'আলা আকার-আকৃতি থেকে মুক্ত, তিনি আরশে সমাসীন নন, কুরআন মাখলুক সৃষ্ট নয়, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীজী'র ইলম গায়ব ও নূরানিয়ত, তিনি হাজির-নাযির, হায়াতুন্নবী , সাহাবায়ে কিরাম সত্যের মাপকাঠি, ঈসালে সাওয়াব, চার মাযহাব হক, ওলীগণের কারামাত সত্যসহ শতশত বিশ্বাস পোষণ ইত্যাদি বিষয় গুলোর সত্যতা তুলে ধরা হয়েছে।
বইটি প্রয়োজন হলে ইনবক্স করুন অথবা কল করুন 01788-603016