সরলরৈখিক - Shorolroikhik

সরলরৈখিক - Shorolroikhik Everything you lost is not a loss,
Some are blessings., 🕊️

( Not For Sell )
(1)

12/10/2025

My only wish from Allah is that life becomes clear in an instant like this rain.

11/10/2025

Almost 2026, and I'm still figuring out what I'm doing with my life.

07/10/2025

আমি প্রতিদিনের মতোই জেগে উঠি, হাঁটি, কথা বলি, হাসি।

সবাই ভাবে আমি ঠিক আছি। তারা দেখে আমার মুখের হাসি, শুনতে পায় আমার শব্দগুলো। কিন্তু তারা টের পায় না আমি নেই।

আগে কষ্ট হলে বুক ফেটে কান্না আসত, সুখ এলে হাসি আটকে রাখা যেত না।
এখন? এখন আর কিছুই ছুঁতে পারে না আমাকে।

05/10/2025

আল্লাহ দিতে দেরিও করেন না, তাড়াতাড়িও করেন না, আল্লাহ সঠিক সময় দিবেন ইনশাআল্লাহ।

16/09/2025

আচ্ছা কথার আ'ঘাত সেরে ওঠার কোনো ঔষধ নেই? পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, কাছের মানুষ, প্রতিটা জায়গায় আমি পেয়েছি কথার আ'ঘাত।

জমতে জমতে এই পুরো মহাবিশ্ব সমান আ'ঘাত জমেছে বুকে।

Lines - Ashraf Ahmed

12/09/2025

“ হাসবি আল্লাহ্‌ নিয়ামাল ওয়াকিল ”

10/09/2025

সেপ্টেম্বর - অক্টোবর - নভেম্বর - ডিসেম্বর।

জাস্ট চারটা মাস। এই চারটা মাসের মধ্যে আমাদের সবার পাওয়া না পাওয়া, ভালোবাসা আর হা-রিয়ে ফেলার কিসব সমীকরণ লুকিয়ে আছে। এই চারটা মাস জীবনে সব নিয়ে আসে, বছর ঘুরতেই আবার টুক করে সব নিয়ে পালিয়ে যায়। এইসব মাসগুলাতে শুরু হওয়া গল্পগুলা এইসব মাসগুলাতেই শে'ষ হয়। আমাদের জীবনের পাওয়া আর হা-রানোর সঙ্গে শীত আসি আসি এই সময়টা আর শীতের একটা অদ্ভুত যোগাযোগ আছে।

কি ভয়া-নক বিষন্ন সুন্দর ৪ টা মাস!❤️

05/09/2025

তুমি যে নূরের নবী.

03/09/2025

দুশ্চিন্তাগ্রস্ত মস্তিষ্ক আমার নিশ্চিন্তে ঘুমাতে দেয়নি আজ বহুদিন..! 🖤

01/09/2025

মাঝেমাঝে ভাবি আল্লাহ চাইলে আমার সমস্যা গুলোর সমাধান হতে কতক্ষণ। আল্লাহ তো সব ব্যাপারেই অবগত। আল্লাহ জানেন আমি কতটুকু সহ্য করতে পারবো কতটুকু না।

যা হচ্ছে হোক অভিযোগ নেই। আমার চেয়েও তো কত বিশাল সমস্যা দিয়ে মানুষ দিন কাটায়। আল্লাহ যেদিন ভালো মনে করবেন ওইদিন এক নিমিষেই আমার সকল সমস্যা দূর হয়ে যাবে।

আল্লাহ ভরসা।

Writer - Ashraf Ahmed
Video - Frames of Infinity

25/08/2025

মনে হয় দুঃ'খ নিয়েই পৃথিবীতে এসেছিলাম।
একটু সুখের জন্য আমার সফর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, বছর বদলে যাচ্ছে। ফুরিয়ে যাচ্ছে আ'য়ু!

16/08/2025

I just want to stay away from people. for days, weeks, months, maybe forever. 🖤

Address

Chittagong
4204

Telephone

+8801310770651

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরলরৈখিক - Shorolroikhik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category