SETU DEV NATH

SETU DEV NATH Learn The Best Strategy of Marketing - Tips and Tricks for Fix Your Website Problems- Build Your Brand in Organic Way

08/06/2025

💜💜💜

24/05/2025

𝑼𝒔𝒆 𝑻𝒉𝒆𝒔𝒆 8 𝑺𝒖𝒑𝒆𝒓 𝑼𝒔𝒆𝒇𝒖𝒍 𝒘𝒆𝒃𝒔𝒊𝒕𝒆𝒔

Please like this video and subscribe my channel
Check the comment box for link.

How to create Whatsapp contact link?See this video on our you tube channel:https://youtube.com/-zr9rl?si=-j8Q44FkOb9CjqR...
29/09/2024

How to create Whatsapp contact link?

See this video on our you tube channel:

https://youtube.com/-zr9rl?si=-j8Q44FkOb9CjqRZ

In this video about, ✅ learn how to create a WhatsApp link and share it effortlessly in 2024! ✅✅ 𝐂𝐎𝐍𝐍𝐄𝐂𝐓𝐄𝐃 𝐖𝐈𝐓𝐇 𝐔𝐒 ✅ ▶ Bio Link: https://setud...

শুধুমাত্র নতুন কন্টেন্ট তৈরি করার দিকে ফোকাস করলে পরিস্থিতি কিছুটা এমনই হবে। যেভাবে উপরের দিকে উঠেছে, সেভাবেই আবার নিচে ...
12/09/2024

শুধুমাত্র নতুন কন্টেন্ট তৈরি করার দিকে ফোকাস করলে পরিস্থিতি কিছুটা এমনই হবে। যেভাবে উপরের দিকে উঠেছে, সেভাবেই আবার নিচে নেমে যাচ্ছে।

নতুন কন্টেন্ট তৈরি করতে মানা করছি না। নতুন কন্টেন্ট তৈরি করলেই হবেনা, সেগুলোকে আপ টু ডেটও রাখতে হবে। পাশাপাশি, নিয়মিত সাইট অডিট করে টেকনিক্যাল প্রবলেমগুলো ফিক্স করা এবং অফ পেজ এসইও করতে হবে।

👇 পড়ুন 👇প্রচুর পরিমানে টাকা ইনকাম করা কখনো  আপনাকে ধনী করতে পারবে না। মানি ম্যানেজমেন্ট আপনাকে ধনী করতে পারবে।ভাবুন, আপন...
30/08/2024

👇 পড়ুন 👇

প্রচুর পরিমানে টাকা ইনকাম করা কখনো আপনাকে ধনী করতে পারবে না। মানি ম্যানেজমেন্ট আপনাকে ধনী করতে পারবে।

ভাবুন, আপনি যখন কোনো কিছু কেনেন তখন কি দিয়ে কিনেন? টাকা দিয়ে !!

টাকা থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সময় দিয়ে কিনেন।

আপনি এমন একটা মানুষের দিকে তাকান যে সারাজীবন কাজ করার পর মাত্র ৫ লক্ষ টাকা সেভিংস করলো।

অন্য দিকে, আপনি কোনো মেন্টর কিংবা ভালো কোনো কোচের দিকে তাকান যিনি ধরুন মাত্র ৫ ঘন্টায় সেই ৫ লক্ষ টাকা ইনকাম করলো।

এখন তারা গেলো একটা লাক্সারিয়াস আইটেম কিনতে যার প্রাইস হলো ৫ লক্ষ টাকা।

ভেবে দেখেন, এখানে একজন কিনতে গিয়েছে তার সারাজীবনের বিনিময়ে সেভিংস এর টাকা দিয়ে। আরেকজন কিনতে গিয়েছে শুধুমাত্র ৫ ঘন্টার ইনকাম দিয়ে।

তারমানে এখানে মুল ভুমিকা কিন্তু টাকার না বরং সময় এর।

আপনি যদি মনে করেন টাইম = মানি। তাহলে আপনি ভুল মনে করছেন।

সিস্টেম = মানি।

আপনার প্রতি ঘন্টার মূল্য কত?

আর মার্ক জাকারবার্গের প্রতি ঘন্টার মূল্য কত?

আপনার, আমার আর মার্ক জাকারবার্গের ইনকাম কি একই???

মার্ক জাকারবার্গ এমন একটা সিস্টেম তৈরি করেছেন যেটা তার অবর্তমানে তার জন্য মানি মেক করছে।

তার মানে আপনাকে এখন মানতে হবে,

Time = Money না। বরং

System = Money.

Hey, Reaching 𝟕𝟎𝟎 𝐕𝐢𝐞𝐰𝐬 on my YouTube channel, 𝐒𝐃𝐍 𝐓𝐞𝐜𝐡 𝐖𝐨𝐫𝐥𝐝. Please Subscribe My YouTube channel: https://www.youtube....
20/08/2024

Hey,
Reaching 𝟕𝟎𝟎 𝐕𝐢𝐞𝐰𝐬 on my YouTube channel, 𝐒𝐃𝐍 𝐓𝐞𝐜𝐡 𝐖𝐨𝐫𝐥𝐝.

Please Subscribe My YouTube channel: https://www.youtube.com/-zr9rl

16/07/2024

স্লোগানে মুখরিত হোক,

তুমি কে? আমি কে?
"রাজাকার, রাজাকার"
"পা চাটলে সঙ্গী,
না চাটলে জ'ঙ্গি"
যদি চাও অধিকার,
হয়ে যাবে রাজাকার।
তিনি কে, তারা কে?
"স্বৈরাচার স্বৈরাচার"
"কোটা প্রথা নিপাত যাক,
মেধাবীরা মুক্তি পাক"
"লাখো শহিদের র'ক্তে কেনা,
দেশটা কারোর বাপের না"✊💔🇧🇩🥲








SEO করার জন্য কোন access  টা নিতে হবে?সাধারনত Website এর On page seo করার জন্য website access এর প্রয়োজন পড়ে। আর on page...
27/06/2024

SEO করার জন্য কোন access টা নিতে হবে?

সাধারনত Website এর On page seo করার জন্য website access এর প্রয়োজন পড়ে। আর on page করার জন্য বিভিন্ন plugin install করার দরকার পড়ে। তাই যেকোন access হলেই on page করা যাবে না।
acess 6 ধরনের হয়ে থাকে যেমনঃ

≠Super admin
≠Adminstration
≠Editor
≠Author
≠Contributor
≠Subscribers

এখানে administration access টাই আপনাকে নিতে হবে না হয় আপনি plugin install করতে পারবেন না।

অনেক সময় Client আপনাকে এই access না দিতে পারে। সে ক্ষেত্রে c panel এর access নিয়ে wordpress এ প্রবেশ করতে পারে।

📌পোস্টটি ভালো লাগলে কমেন্টে “ YES ” লিখুন। এতে আপনাদের সাথে এই সকল বিষয় শেয়ার করতে উৎসাহ পাই।
ধন্যবাদ🥰🥰

সেতু ভাই!!!আমার সাইট তো Google মামা Index করতেছে না? কি করব?বিভিন্ন ইস্যুর কারনে ইনডেক্স না হতে পারে।  নিচে কিছু সম্ভাব্...
25/06/2024

সেতু ভাই!!!
আমার সাইট তো Google মামা Index করতেছে না? কি করব?

বিভিন্ন ইস্যুর কারনে ইনডেক্স না হতে পারে। নিচে কিছু সম্ভাব্য করন উল্লেখ করলাম। এগুরো যদি ঠিক টাক থেকে থাকে আশা করি সমাধান হয়ে যাবে।

📌প্রথমত সাইট সেটিংস এ “ Search Engine Visibility " অফ করে রাখলে।

📌গুগল এর ক্রলার বট আপনার সাইট ভালোভাবে ক্রল করতে না পারলে।

📌নিয়মিত পোস্ট আপলোেড না করলে।

📌ক্রল বাজেট কমে গেলে।

📌পোস্টে অতিরিক্ত স্পেলিং মিসটেক হলে।

📌 প্লাগিরিজম কন্টেন্ট পোস্ট করলে।

📌 বর্তমানে AI কন্টেন্ট ইন্ডেক্সি করে না।

📌Sitemap ও Robot.txt ফাইল সাবমিট করা না থাকলে..

📌পোস্টটি ভালো লাগলে কমেন্টে “ YES ” লিখুন। এতে আপনাদের সাথে এই সকল বিষয় শেয়ার করতে উৎসাহ পাই।
ধন্যবাদ🥰🥰

আচ্ছা Nofollow link কি কাজের নাহ❌ আমরা কি শুধু বেহুদাই এই link গুলো create করি?⁉নাহ। আসেন জেনে নেই Nofollow link কত টা গ...
23/06/2024

আচ্ছা Nofollow link কি কাজের নাহ❌ আমরা কি শুধু বেহুদাই এই link গুলো create করি?⁉

নাহ।

আসেন জেনে নেই Nofollow link কত টা গুরুত্বপূর্ণ।

Dofollow লিংক গুলো DA, PA বাড়াতে সাহায্য করে। Nofollow গুলো তা করে নাহ। তবে শুধু Dofollow করলে গুগল সেটাকে স্প্যাম হিসেবে ধরে নেয়। ফলে টার্মিনেট করে দিতে পারে।

💥তাই Dofollow এর পাশাপাশি Nofollow link building করতে হয়। অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে ৬০ঃ৪০ এই রেশিও বজায় রেখে বাংকলিংক করতে পারেন।

📌পোস্টটি ভালো লাগলে কমেন্টে “ YES ” লিখুন। এতে আপনাদের সাথে এই সকল বিষয় শেয়ার করতে উৎসাহ পাই।
ধন্যবাদ🥰🥰

যেকোন Website  তৈরির সময় যে বিষয় গুলো বিবেচনায় রাখলে র‍্যাংক করতে সমস্যা হয় না। বিশেষ করে একটি ব্লগিং website শুরু করার ...
20/06/2024

যেকোন Website তৈরির সময় যে বিষয় গুলো বিবেচনায় রাখলে র‍্যাংক করতে সমস্যা হয় না। বিশেষ করে একটি ব্লগিং website শুরু করার আগে কিছু কথা মাথায় নিন।

গভীর রিসার্চ করে নিশ সিলেক্ট করবেন। কাজ করবেন Micro niche নিয়ে। উদাহারন হিসেবে ধরুন Beauty আপনার নিশ, তাহলে আপনি beauty নিশে কনটেন্ট না দিয়ে এর micro nicheএ কনটেন্ট দেন। যেমন: how to clean hair

২. Domain Name সিলেক্ট করার সময় রিলেভেন্ট Name choose করেন। ছোট শব্দ এবং কমন শব্দ চয়েস করেন। এতে করে অডিয়েন্স আপনার ডোমেন নেম মনে রাখতে সুবিধা হয়।যেমন:

Facebook - দুটি শব্দ, কমন শব্দ
Healthline- রিলেভেন্ট শব্দ
Google- আন কমন শব্দ

৩. এবার আসে Hosting। এর জন্য ভালো আপনি ভালো ভাবে বিসার্চ করে নিবেন। কারন Hosting উপর website অনেক গুরুত্বপূর্ণ জিনিস ডিপেন্ড করে। So be careful.

পোস্টটি ভালো লাগলে কমেন্টে “ YES ” লিখুন।

ধন্যবাদ 🥰

নতুন ফ্রিল্যান্সাররা যেভাবে ইংরেজি শিখবেন!💥ফ্রিল্যান্সিংয়ের শুরুতে সবাই একটা বাধায় পড়ে,  আমি তো ইংরেজীতে দূর্বল, আমি কি ...
20/06/2024

নতুন ফ্রিল্যান্সাররা যেভাবে ইংরেজি শিখবেন!💥

ফ্রিল্যান্সিংয়ের শুরুতে সবাই একটা বাধায় পড়ে, আমি তো ইংরেজীতে দূর্বল, আমি কি পারবো ফ্রিল্যান্সিং করতে? যেহেতু আমরা ফ্রিল্যান্সিং এ নতুন তাই আমরা ক্লাইন্টের সাথে কথা বলতে Grammerly ব্যবহার করবো। ফ্রিল্যান্সিং long time journey তাই আমাদের ইংরেজিতে কথা বলতেই হবে। সেহেতু আমাদের ইংরেজি শিখতেই হবে। তাহলে শুরু করি কিভাবে শিখবো বা শিখা স্ট্রাট করবো।
সাধারনত ইংরেজি 4 স্কিল থাকলে আপনি ইংরেজি pro হতে পারবেন। যেমন, Reading, Writing, Speaking, listening.
এ ৪ টি স্কিল থাকবে এই method এ। ব্যবহার করতে পারেন, কাজে দিবে!
১.✅ আগে tense শিখে নিবেন। যাকে Mother of English বলা হয়।এই টি পারলে মনে করুন 30% হয়ে গেছে।
২.✅লিংক দেয়া PDF টি পড়বেন। খুব সহজ ভাবে লেখা।(important for Reading)
৩.✅আপনি যে নিশ নিয়ে কাজ করেন বা করবেন সে বিষয়ক ইংরেজি ভিডিও দেখুন সাথে subtitle on করে রাখুন, বুঝতে সুবিধা হবে।(help to listening)
৪.✅যেকোন কিছু practice না করলে আমরা ভুলে যাই। তাই Open talk app এ কথা বলে practice করুন বা মাঝে মাঝে আয়নার সামনে ইন্টো দিন।(help to speaking)

দেখুন, আমরা বাংলায় কথা বলতে জন্মের পরে ৩-৪ বছর লেগে ছিল। সেখানে আপনি অন্য একটি ভাষা রপ্ত করতে চান, সময় তো একটু লাগবেই। এই method er step গুলো ফলো করলে ২,৩ মাসে improvement দেখতে পাবেন।

পোস্টটি ভালো লাগলে কমেন্টে “ YES ” লিখুন।

ধন্যবাদ 🥰

Address

Chittagong
4142

Alerts

Be the first to know and let us send you an email when SETU DEV NATH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share