20/06/2024
নতুন ফ্রিল্যান্সাররা যেভাবে ইংরেজি শিখবেন!💥
ফ্রিল্যান্সিংয়ের শুরুতে সবাই একটা বাধায় পড়ে, আমি তো ইংরেজীতে দূর্বল, আমি কি পারবো ফ্রিল্যান্সিং করতে? যেহেতু আমরা ফ্রিল্যান্সিং এ নতুন তাই আমরা ক্লাইন্টের সাথে কথা বলতে Grammerly ব্যবহার করবো। ফ্রিল্যান্সিং long time journey তাই আমাদের ইংরেজিতে কথা বলতেই হবে। সেহেতু আমাদের ইংরেজি শিখতেই হবে। তাহলে শুরু করি কিভাবে শিখবো বা শিখা স্ট্রাট করবো।
সাধারনত ইংরেজি 4 স্কিল থাকলে আপনি ইংরেজি pro হতে পারবেন। যেমন, Reading, Writing, Speaking, listening.
এ ৪ টি স্কিল থাকবে এই method এ। ব্যবহার করতে পারেন, কাজে দিবে!
১.✅ আগে tense শিখে নিবেন। যাকে Mother of English বলা হয়।এই টি পারলে মনে করুন 30% হয়ে গেছে।
২.✅লিংক দেয়া PDF টি পড়বেন। খুব সহজ ভাবে লেখা।(important for Reading)
৩.✅আপনি যে নিশ নিয়ে কাজ করেন বা করবেন সে বিষয়ক ইংরেজি ভিডিও দেখুন সাথে subtitle on করে রাখুন, বুঝতে সুবিধা হবে।(help to listening)
৪.✅যেকোন কিছু practice না করলে আমরা ভুলে যাই। তাই Open talk app এ কথা বলে practice করুন বা মাঝে মাঝে আয়নার সামনে ইন্টো দিন।(help to speaking)
দেখুন, আমরা বাংলায় কথা বলতে জন্মের পরে ৩-৪ বছর লেগে ছিল। সেখানে আপনি অন্য একটি ভাষা রপ্ত করতে চান, সময় তো একটু লাগবেই। এই method er step গুলো ফলো করলে ২,৩ মাসে improvement দেখতে পাবেন।
পোস্টটি ভালো লাগলে কমেন্টে “ YES ” লিখুন।
ধন্যবাদ 🥰