
19/07/2025
আমীরে জামা'আতের সাহস ও দৃঢ়তা দেখে আমি লিটারেলি অবাক হয়ে গিয়েছি।
একজন বয়স্ক মানুষ—বক্তব্যের মাঝখানে হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে গেলেন। মুহূর্তেই আবার উঠে দাঁড়ালেন, ফের মঞ্চে ফিরে বক্তব্য শুরু করলেন। কিছু সময় পর তিনি আবারও পড়ে গেলেন। ডাক্তাররা বারবার নিষেধ করলেও তিনি এই অবস্থাতেই বসে থেকে আবারও বক্তব্য শুরু করলেন।
তিনি দৃঢ় কণ্ঠে বললেন:
"আমার মউত আল্লাহর কতৃক নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগেও হবেনা এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না।"
এই তাওয়াক্কুল, এই ঈমানের দৃঢ়তা সত্যিই শ্রদ্ধা জানানোর মতো।
স্যালুট।