Gaan Kabbo

Gaan Kabbo "গান, কাব্যে ভরে উঠুক প্রাণ
যতক্ষণ জীবন আছে ততক্ষণ"

শুভ শিক্ষক দিবসপ্রাথমিক বিদ্যালয়ে যিনি আমাকে সবচেয়ে বেশি আদর করতেন, ভালোবাসতেন তিনি আমার প্রিয় নীহার চক্রবর্তী স্যার।কতো...
05/10/2025

শুভ শিক্ষক দিবস

প্রাথমিক বিদ্যালয়ে যিনি আমাকে সবচেয়ে বেশি আদর করতেন, ভালোবাসতেন তিনি আমার প্রিয় নীহার চক্রবর্তী স্যার।
কতোদিন স্যার আপনাকে দেখিনা।স্যার স্কুল ছুটির পর কলঘর স্টেশনে হোমিওপ্যাথিক চেম্বার করতেন।আমি খুব রোগা, শুকনো ছিলাম বলে স্যার আমাকে নিয়মিত চিকিৎসা সেবা দিতেন।
দেখতে কী সুদর্শন ছিল স্যার।অপূর্ব স্যারের গড়ন,ব্যবহারও চমৎকার।আদর মাখানো।
প্রধান শিক্ষক মুফিজ স্যার, মুক্তার স্যার ওনারাও আদর করতেন।তবে নীহার স্যার আলাদা।দীপান্নিতা ভট্টাচার্য্য ম্যাডাম ও স্নেহ করতেন।বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে আমাকে ডেকে নিতেন।আবৃত্তি ও করতে হতো।
সবার একটা প্রিয় স্যার থাকে।তেমনি নীহার স্যার ও আমার অতি প্রিয়।আবার স্যারদের ও প্রিয় ছাত্র/ ছাত্রী থাকে। তেমনি আমি হয়তো স্যারের প্রিয় ছিলাম বলে এতো ভালোবাসতেন।
স্যার যেখানে থাকুন ভালো থাকুন।
একদিন দেখা করবো স্যার।
শুনেছি স্যারের দুই ছেলের একজন ডাক্তার।
স্যারের সহধর্মিণী ও স্কুল শিক্ষিকা। আজ হয়তো সবাই অবসর নিয়েছেন।
অনেক স্যার দুনিয়াতে আর নেই!
সকল শিক্ষককে আজ প্রণাম জানাই করজোড়ে। ভালো থাকুক সকল শিক্ষক,শিক্ষিকা যাঁদের অবদানে আজ আমিও শিক্ষক।

শুভ শিক্ষক দিবস......

( বিশ্বজিত পাল )

হে সকাল 🌞 যত পাপ,মলিন ধুলা ধুয়ে মুছে সাফ করে দাও। পবিত্রতায় ভরে তোলো চারদিক।সবার মঙ্গল হোক 🍁 💞 🍁 💞
05/10/2025

হে সকাল 🌞 যত পাপ,মলিন ধুলা ধুয়ে মুছে সাফ করে দাও। পবিত্রতায় ভরে তোলো চারদিক।
সবার মঙ্গল হোক 🍁 💞 🍁 💞

শুভ রাত্রি 💕🍁🌹❤️🥰 ভোর আসুক সবার জীবনে আনন্দের বার্তা নিয়ে।সবার জীবন মঙ্গলময় করো প্রভু।🙏🙏🙏
02/10/2025

শুভ রাত্রি 💕🍁🌹❤️🥰
ভোর আসুক সবার জীবনে আনন্দের বার্তা নিয়ে।
সবার জীবন মঙ্গলময় করো প্রভু।🙏🙏🙏

শুভ বিজয়া।মা আবার আসবেন সেই প্রত্যাশায় সবাইকে বিজয়ার শুভ সকাল।এইবারের পুজো খুব আনন্দে আর হৈ হুল্লোড় করে কেটেছে।অনেক ...
02/10/2025

শুভ বিজয়া।মা আবার আসবেন সেই প্রত্যাশায় সবাইকে বিজয়ার শুভ সকাল।
এইবারের পুজো খুব আনন্দে আর হৈ হুল্লোড় করে কেটেছে।
অনেক ঠাকুর দেখেছি,ঘুরেছি,মজা করেছি সবাই মিলে।
সবার, সবার মধ্যে এই বন্ধন অটুট থাকুক।
মায়ের আশীর্বাদে সবার কল্যাণ হোক। সবার মনের ইচ্ছা পূরণ হোক 🍁🌹❤️।
ভালোবাসা,আদর, স্নেহ বিরাজ করুক সবার অন্তরে।
আজ থেকে অন্তত কেউ কাউকে আর অনাদর, অবহেলা, অপমান করবেন না প্লিজ্। যার যতটুকু প্রাপ্য তাকে সেই সব থেকে বঞ্চিত করবেন না।
জানেন তো, আজকাল মানুষ একটু আদর, ভালোবাসা, স্নেহ আর সম্মানের পাগল।আর এই সব দিতে টাকা খরচ হয়না। আপনার সদিচ্ছা থাকলেই দিতে পারেন। ইচ্ছে করে কাউকে চোখের জলে ভাসাবেন না।
সবার মধ্যে মা দশভুজার মতন সমান ভালোবাসা বেটে দেন, দেখবেন মনে একটা পবিত্র শান্তি বিরাজ করবে।
লোক দেখানো কিছু করবেন না।যা করবেন মন থেকে করবেন।
সবাই ভালো থাকুন।মায়ের আশীর্বাদে থাকুন।🙏🙏🙏

আবারও শুভ বিজয়া🙏🙏🙏🍁🌹❤️

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Gaan Kabbo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share