05/10/2025
শুভ শিক্ষক দিবস
প্রাথমিক বিদ্যালয়ে যিনি আমাকে সবচেয়ে বেশি আদর করতেন, ভালোবাসতেন তিনি আমার প্রিয় নীহার চক্রবর্তী স্যার।
কতোদিন স্যার আপনাকে দেখিনা।স্যার স্কুল ছুটির পর কলঘর স্টেশনে হোমিওপ্যাথিক চেম্বার করতেন।আমি খুব রোগা, শুকনো ছিলাম বলে স্যার আমাকে নিয়মিত চিকিৎসা সেবা দিতেন।
দেখতে কী সুদর্শন ছিল স্যার।অপূর্ব স্যারের গড়ন,ব্যবহারও চমৎকার।আদর মাখানো।
প্রধান শিক্ষক মুফিজ স্যার, মুক্তার স্যার ওনারাও আদর করতেন।তবে নীহার স্যার আলাদা।দীপান্নিতা ভট্টাচার্য্য ম্যাডাম ও স্নেহ করতেন।বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে আমাকে ডেকে নিতেন।আবৃত্তি ও করতে হতো।
সবার একটা প্রিয় স্যার থাকে।তেমনি নীহার স্যার ও আমার অতি প্রিয়।আবার স্যারদের ও প্রিয় ছাত্র/ ছাত্রী থাকে। তেমনি আমি হয়তো স্যারের প্রিয় ছিলাম বলে এতো ভালোবাসতেন।
স্যার যেখানে থাকুন ভালো থাকুন।
একদিন দেখা করবো স্যার।
শুনেছি স্যারের দুই ছেলের একজন ডাক্তার।
স্যারের সহধর্মিণী ও স্কুল শিক্ষিকা। আজ হয়তো সবাই অবসর নিয়েছেন।
অনেক স্যার দুনিয়াতে আর নেই!
সকল শিক্ষককে আজ প্রণাম জানাই করজোড়ে। ভালো থাকুক সকল শিক্ষক,শিক্ষিকা যাঁদের অবদানে আজ আমিও শিক্ষক।
শুভ শিক্ষক দিবস......
( বিশ্বজিত পাল )